Jio Phone Next vs Samsung Galaxy A03 Core: কোন ফোন হবে আপনার জন্য বেস্ট অপশন, জানুন দাম এবং ফিচার

Jio Phone Next vs Samsung Galaxy A03 Core: কোন ফোন হবে আপনার জন্য বেস্ট অপশন, জানুন দাম এবং ফিচার
HIGHLIGHTS

Reliance Jio দিওয়ালি উপলক্ষে 2021 সালে ভারতে Jio Phone Next লঞ্চ করেছিল

Samsung India ভারতে নতুন স্মার্টফোন Samsung Galaxy A03 Core লঞ্চ করেছে

Galaxy A03 Core-এর দাম 7,999 টাকা এবং Jio Phone Next-এর দাম 6,499 টাকা

Reliance Jio দিওয়ালি উপলক্ষে 2021 সালে ভারতে Jio Phone Next লঞ্চ করেছিল। Jio এবং Google-এর এই ফোনটির দাম 6,499 টাকা, তবে এটি 305.93 টাকার মাসিক ইএমআইতেও কিনতে পারবেন। EMI-তে ফোন কিনলে আপনাকে রিচার্জ করতে হবে না, কারণ ইমএমআই এর টাকাতেই রিচার্জ প্ল্যান পাওয়া যাবে। এখন Samsung India ভারতীয় বাজারে তাদের নতুন স্মার্টফোন Samsung Galaxy A03 Core লঞ্চ করেছে, যা Jio Phone Next-এর সাথে প্রতিযোগিতা করে। Galaxy A03 Core-এর দাম 7,999 টাকা এবং Jio Phone Next-এর দাম 6,499 টাকা। এমন সময়, দুটি ফোনের দামে 1,500 টাকার পার্থক্য রয়েছে। তবে আসুন দেখে নেওয়া যাক কোন ফোন কেনা আপনার জন্য লাভজনক হবে।

JioPhone Next vs Samsung Galaxy A03 Core: স্পেসিফিকেশন

Samsung Galaxy A03 Core ফোনে HD+ রেজোলিউশন সহ একটি 6.5-ইঞ্চি Infinity V ডিসপ্লে রয়েছে। ফোনটি Unisoc SC9863A প্রসেসর, 2GB RAM এবং 32GB স্টোরেজ পাবে, যা 1TB পর্যন্ত বাড়ানো যাবে। ফোনটি অ্যান্ড্রয়েড গো এডিশনের সাথে পেশ করা হয়েছে।

ফোনে 5.45-ইঞ্চি HD+ ডিসপ্লে রয়েছে যার সাথে Gorilla Glass 3 সুরক্ষা রয়েছে। ফোনে Qualcomm এর Quadcore QM 215 প্রসেসর রয়েছে। এছাড়াও, ফোনে 2GB RAM এর সাথে 32GB স্টোরেজ রয়েছে, যা মেমরি কার্ডের সাহায্যে 512GB পর্যন্ত বাড়ানো যেতে পারে।

JioPhone Next vs Samsung Galaxy A03 Core: ক্যামেরা

Galaxy A03 Core ফোনে সিঙ্গেল রিয়ার ক্যামেরা এবং একটি সিঙ্গেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। Galaxy A03 Core-এ f/2.0 অ্যাপারচার সহ একটি 8-মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা রয়েছে। সামনে রয়েছে 5 মেগাপিক্সেল ক্যামেরা। রিয়ার ক্যামেরার সাথে ফ্ল্যাশ লাইট দেওয়া হয়েছে।

ফোনে 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ফোনটিতে ডুয়াল সিম সাপোর্ট রয়েছে যাতে একটি ন্যানো সিম লাগবে।

JioPhone Next vs Samsung Galaxy A03 Core: ব্যাটারি

এই Samsung ফোনে 5000mAh ব্যাটারি আছে। ফোনের সাথে কোন ফাস্ট চার্জিং নেই। কানেক্টিভিটির জন্য, এতে রয়েছে 4G LTE, Single Band Wi-Fi 802.11 b/g/n, Wi-Fi Direct, Bluetooth v4.2, 3.5mm হেডফোন জ্যাক, GPS, চার্জিং পোর্ট এবং GLONASS।

এতে একটি 3500mAh ব্যাটারিও রয়েছে। কানেক্টিভিটির জন্য Wi-Fi, Bluetooth এর মত অপশন আছে। হটস্পট সুবিধাও দেওয়া হয়। প্রথমে অর্থাৎ জিও সিম ইন্টারনেটের জন্য ব্যবহার করা হবে। দ্বিতীয় সিমটি শুধুমাত্র কল করার জন্য ব্যবহার করা হবে। স্যামসাং ফোনের ক্ষেত্রে এমন কোনো বাধ্যতা নেই।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo