iPhone 16 vs Google Pixel 9: ক্যামেরা, প্রসেসর, ফিচার এবং দামের দিক থেকে কোনটি সেরা

iPhone 16 vs Google Pixel 9: ক্যামেরা, প্রসেসর, ফিচার এবং দামের দিক থেকে কোনটি সেরা
HIGHLIGHTS

Apple অবশেষে তার নতুন iPhone 16 Series লেটেস্ট Apple A18 Bionic চিপ এবং AI ফিচার সহ লঞ্চ করেছে

আইফোন 16 এর প্রতিযোগিতা বাজারে আগে থেকে থাকা Google Pixel 9 এর সাথে হবে

এখানে আমরা iPhone 16 vs Google Pixel 9-এর স্পেসিফিকেশন এবং ফিচারের তুলনা করছি

Apple অবশেষে তার নতুন iPhone 16 Series লেটেস্ট Apple A18 Bionic চিপ এবং AI ফিচার সহ লঞ্চ করেছে। আইফোন 16 এর প্রতিযোগিতা বাজারে আগে থেকে থাকা Google Pixel 9 এর সাথে হবে। বলে দি যে গুগল পিক্সেল 9 Tensor G4 চিপসেটে কাজ করে। দুটি ফোন এডভান্স এআই ফিচার সহ আসে। এখানে আমরা iPhone 16 vs Google Pixel 9-এর স্পেসিফিকেশন এবং ফিচারের তুলনা করছি।

iPhone 16 VS Google Pixel 9 ফোনের ডিসপ্লে কেমন

আইফোন 16 ফোনে 60Hz রিফ্রেশ রেট সহ একটি 6.1-ইঞ্চি সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে রয়েছে। এতে ডিসপ্লের সুরক্ষার Ceramic Shield অপশন দেওয়া। আইফোন 16 এর ব্রাইটনেস 1600 নিটস পাওয়া যাবে।

Apple-iPhone 16-series.png

গুগল পিক্সেল 9 এর কথা বললে, এতে 120Hz রিফ্রেশ রেট সহ 6.3-ইঞ্চি AMOLED ডিসপ্লে রয়েছে। ডিসপ্লে সুরক্ষার জন্য গরিল্লা গ্লাস ভিকটাস 2 দেওয়া। পিক্সেল 9 এর ডিসপ্লের ব্রাইটনেস 2700 নিটস রয়েছে।

আরও পড়ুন: Jio vs BSNL: দুটি রিচার্জ প্ল্যানে পাওয়া যাবে 365 দিনের ভ্যালিডিট, তবে দামের অনেকটা পার্থক্য, কোনটা সেরা দেখে নিন

iPhone 16 VS Google Pixel 9: পারফরম্যান্স

আইফোন 16 ফোনে দেওয়া A18 Bionic চিপসেট, যেতে 6-কোর CPU এবং 5-কোর GPU রয়েছে। অ্যাপলের দাবি, নতুন চিপ আগের তুলনায় বেশি ফাস্ট এবং এনার্জি এফিসিয়েন্ট হবে।

পিক্সেল 9 ফোনে টেনসর জি4 চিপ দেওয়া হয়েছে যা 8-কোর কনফিগারেশনের সাথে আসে।

iPhone 16 Vs Google Pixel 9: ক্যামেরা

ফটোগ্রাফির ক্ষেত্রে আইফোন 16 ফোনে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে 48MP প্রাইমারি ক্যামেরা, 12MP আল্ট্রা-ওয়াইড সেন্সর দেওয়া। এই আল্ট্রা ওয়াইড সেন্সর অটোফোকস এবং ম্যাক্রো ফটোগ্রাফি ক্ষমতা সহ আসে।

google pixel 9 pre orders starts in india

অন্যদিকে পিক্সেল 9 এর কথা বললে এতে 50MP প্রাইমারি ক্যামেরা এবং 48MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা রয়েছে। ফ্রন্টে আইফোনে 12MP এবং 10.5MP ক্যামেরা রয়েছে।

iPhone16 Vs Google Pixel 9: ব্যাটারি এবং চার্জিং

পাওয়ার দিতে আইফোন 16 এ বড় ব্যাটারি রয়েছে। আইফোনের আইওএস সিস্টেম ব্যাটারি অপ্টিমাইজেশনের দিক থেকে ভাল। আইফোন 16 ফোনে 25W MagSafe চার্জিং রয়েছে।

পিক্সেল 9 ফোনে 4700mAh ব্যাটারি দেওয়া। পিক্সেল 9 তে 12W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

iPhone16 Vs Google Pixel 9: ফোনের দাম কত

দামের কথা বললে, আইফোন 16-এর দাম 79,900 টাকা থেকে শুরু হয়।

এছাড়া পিক্সেল 9 ফোনের দাম 79,999 টাকা থেকে শুরু হয়।

আরও পড়ুন: 30 ঘন্টা ব্যাটারি লাইফ সহ Apple AirPods 4 লঞ্চ, AirPods Pro 2 এবং AirPods Max আসল বাজারে, জানুন ভারতে দাম কত

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo