সম্প্রতি ‘California streaming’ ইভেন্টে লঞ্চ হয়েছে নতুন iPhone 13 সিরিজ। নতুন এই আইফোনে রয়েছে আগের আইফোনগুলির মতন ডিজাইন তবে একাধিক আপগ্রেডের সঙ্গে। তবে আপনি যদি এই বিষয় নিয়ে চিন্তায় থাকেন যে iPhone 12 কিনবেন নাকি iPhone 13 কিনবেন তাহলে আমরা আপনার জন্য এনেছি সমস্যার সমাধান।
নতুন এই iPhone 13 সিরিজে থাকবে iPhone12 সিরিজের মডেলগুলির তুলনায় বেশি ব্যাটারি ব্যাকআপ। iPhone 13 সিরিজের মডেলগুলিতে থাকবে ছোটো ও স্লিম ডিসপ্লে নচ। নতুন আইফোন 13 পাওয়া যাবে পিঙ্ক, মিডনাইট, নীল ও স্টারলাইট কালার অপশনে। এছাড়া এই নতুন মডেল পাওয়া যাবে প্রোডাক্ট রেড কালার অপশনে। অন্যদিকে iPhone12 সিরিজের মডেলগুলি পাওয়া যেত গ্রিন,নীল,হোয়াইট, পার্পল, প্রোডাক্ট রেড কালারে।
iPhone 13 স্মার্টফোনের বেস ভ্যারিয়েন্টের দাম শুরু হচ্ছে 79,900। যেখানে মিলবে 128 GB স্টোরেজ ফিচার।
iPhone 13 ডিভাইসের 256GB স্টোরেজ ভ্যারিয়েন্ট মডেল পাওয়া যাবে 89,900 টাকায়।
iPhone 13 মোবাইলের 512GB স্টোরেজ ভ্যারিয়েন্ট পাবেন 109,000 টাকায়।
iPhone 13 Pro ও iPhone 13 Pro Max মডেলে পাওয়া যাবে 1TB পর্যন্ত স্টোরেজ বেনিফিট।
তবে iPhone12 মডেল লঞ্চের সময় এতটা দাম ছিল না iPhone 13 ডিভাইসের মতন।
তবে ভালো করে দেখলে বোঝা যাবে iPhone12 মডেলের থেকে একটু বেশি টাকা দিয়েই কেনা যাবে iPhone 13 ডিভাইস।
iPhone12 ডিভাইসের মতনই iPhone 13 মডেলে রয়েছে ফ্লাট- এডজেস ডিজাইন। তবে নতুন সিরিজের ফোনে রয়েছে iPhone12 সিরিজের স্মার্টফোনের চাইতে আরও ছোট নচ। অন্যদিকে iPhone 13 মডেলের ডুয়াল ক্যামেরাগুলি রয়েছে ডায়াগোনাল প্লেসমেন্টে। যেখানে iPhone12 ডিভাইসের ক্যামেরা প্লেসমেন্ট স্ট্রেট।
দুটি ডিভাইসের বেসিক ডিজাইন একইরকম। তবে iPhone 13 Pro স্মার্টফোনে রয়েছে 120Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে, অন্যদিকে iPhone12 ডিভাইসে পাওয়া যাবে 60Hz রিফ্রেশ রেটের স্ক্রিন।
iPhone 12 Pro মডেলের মতনই iPhone 13 ডিভাইসে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ। iPhone 13 মডেলে রয়েছে 12MP ওয়াইড ক্যামেরা f/1.6 অ্যাপারেচরসমেত। এই ডিভাইসে পাওয়া যে সিনেম্যাটিক ভিসনের জন্য স্পেশ্যাল ফিচার। নতুন iPhone 13 মোবাইল সাপোর্ট করবে 4K থেকে 60fps কোয়ালিটি। এছাড়াও প্রতিটি ক্যামেরায় পাওয়া যাবে ফটোগ্রাফিক স্টাইল, Smart HDR 4 ফিচারের মতন আরও অনেক কিছু। iPhone 13 সিরিজের প্রতিটি ক্যামেরায় থাকবে নাইট মোড।
iPhone12 মডেলে ছিল A14 বায়োনিক চিপসেট অন্যদিকে iPhone 13 মডেলে রয়েছে A15 বায়োনিক চিপসেট। নতুন এই A15 চিপসেটে রয়েছে আরও বেশি কোর প্রসেসর এবং A14 বায়োনিক চিপসেটের তুলনায় পারফরমেন্স বেশ উন্নত।
অ্যাপেলের তরফে ঘোষণা করা হয়েছে যে iPhone 13 মডেলের ব্যাটারি আরও 2.5 ঘণ্টা বেশি সার্ভিস দেবে iPhone12 মডেলের তুলনায়। সেইসঙ্গে iPhone12 মোবাইলের মতনই iPhone 13 স্মার্টফোনে রয়েছে 5G কানেক্টভিটি।
এর থেকে একটা বিষয় বলা যেতে পারে যে iPhone12 স্মার্টফোনের তুলনায় iPhone 13 মডেল হতে পারে ভালো অপশন।