ভারতের সেরা ৭০০০ টাকার মধ্যের কিছু ফোন

ভারতের সেরা ৭০০০ টাকার মধ্যের কিছু ফোন
HIGHLIGHTS

আপনি এখানে আপনার রেঞ্জের মধ্যে থাকা সেরা ফোনের সন্ধান পাবেন

আপনি কি ৭০০০ টাকার মধ্যে সেরা স্মার্টফোন খুঁজছেন? যদি আপনার উত্তর হ্যাঁ হয় তবে নিচে তাহাকা ফোন গুলি আপনার জন্য ভাল অপশন হতে পারবে। এখানে এই দামের মধ্যে ভারতের সেরা স্মার্টফোন এখানে দেওয়া হল। আপনার জন্য এই অপশন গুলি থাকবে।

 Xiaomi Redmi 3S

7000 এর মধ্যে পাওয়া সেরা স্মার্টফোনের তালিকায় এই ফোনটি সবার ওপরে আসবে। এই ফোনটিতে 2GB র‍্যাম ভেরিয়েন্টটি 3S প্রাইমের মতন একই পারফরমেন্স দেয়। এই ফোনটিতে একটি 5- ইঞ্চির ডিসপ্লে আছে। এই ফোনটিতে একটি 13MP’র রেয়ার ক্যামেরা আছে। এটি এই তালিকায় থাকা সেরা ফোন। এই ফোনের ব্যাটারি 4100mAh এর যা 2 দিনের ব্যাতারি লাইফ দেয়। স্পেক্সঃ ডিসপ্লে 5-ইঞ্চি, 720p, SoC: কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 430, র‍্যাম 2GB, স্টোরেজ 16GB, ক্যামেরা 13MP,5MP, OS: অ্যান্ড্রয়েড 6.0.1,ব্যাটারি 4100mAh।

 Xiaomi Redmi 4A

রেডমি 4A ৭ হাজার টাকার মধ্যে কেনা যায় এরম স্মার্টফোনের মধ্যে সেরা স্মার্টফোন। এই ফোনের রেয়ার ক্যামেরা 13MP’র। স্পেক্সঃ ডিস্প্লেঃ 5.0 ইঞ্চি SoCঃ স্পেরড্রাটাম SC9830A, র‍্যাম 2 GB, স্টোরেজ 8 GB, ক্যামেরা : 8MP, 5MP, ব্যাটারি 2500mAh OS:অ্যান্ড্রয়েড OS, v5.1.1(ললিপপ)

Lenovo Vibe K5

লেনোভো K- সিরিজ ফোনটি আরও ভাল করতে পারত। তবে কম বাজেটের ফোনের মধ্যে ভাইভ K5 একটি ডিসেন্ট ফোন। এটি একদিনের সব কাজ সহজেই করতে পারে। স্পেক্সঃ ডিসপ্লেঃ5.0 ইঞ্চি, 720 x 1280 পিক্সাল, SoC: কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 415, র‍্যামঃ 2GB, স্টোরেজ 16 GB, ক্যামেরা 13 MP, 5 MP, ব্যাটারি 2750 mAh, OSঃ অ্যান্ড্রয়েড v5.1।

Micromax Yu Yureka Plus 

Yu Yureka Plus কোম্পানির আগের ফোন Yu Yureka’র আপডেটেড ভার্শন। এর UI অ্যান্ড্রয়েডের মতনই। স্পেক্সঃ ডিসপ্লেঃ 5.5 ইঞ্চি, 1080p SoC: কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 615 র‍্যামঃ 2 GB, স্টোরেজঃ 16 GB ক্যামেরা 13MP,5MP ব্যাটারিঃ2500 mAh OS: অ্যান্ড্রয়েড v4.4.4।

 Lyf Water 10 

4G সাপোর্ট যুক্ত এই ফোনটি আপনার পছন্দ হতে পারে। এই 5-ইঞ্চির ডিভাইসটিতে অক্টা-কোর মিডিয়াটেক SoC আছে আর এতে একটি 3GB’র র‍্যাম আছে। এর ব্যাটারি 2300mAh এর। ডিভাইসটির ইনবিল্ট স্টোরেজ 16GB’র। এই ফোনে একটি 13MPর রেয়ার ক্যামেরা আছে আর এর ফ্রন্ট ক্যামেরাটি 5MP’র।

Swipe Elite Plus

সোয়াইপের এই ফোনটি ৭ হাজার টাকার ফোনের মধ্যে অন্যতম সেরা স্মার্টফোন। এই স্মার্টফোনটি 5-ইঞ্চির ডিসপ্লে যুক্ত যা 1080p যুক্ত। এই ফোনে অক্টা কোর প্রসেসার আছে। এই ফোনের র‍্যাম 2GB’র। এটি ফোনটি 4G LTE সাপোর্ট করে। স্পেক্সঃ ডিস্প্লেঃ  5 ইঞ্চি,1080p SoC: কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 615 র‍্যাম : 2GB স্টোরেজ 16GB ক্যামেরা 13MP,8MP, ব্যাটারি 3050 mAh OSঃ অ্যান্ড্রয়েড v5.0.2।

Panasonic P55 Novo 

আপনি যদি মনে করেন যে 5-ইঞ্চির স্মার্টফোন খুব ছোট আরাডিসপ্লে 5.5-ইঞ্চির ডিসপ্লে খুব বেশি বড় তবে এর মাঝা মাঝি ডিসপ্লে যুক্ত প্যানাসনিকের P55 Novo 5.3- ইঞ্চির ডিসপ্লে যুক্ত একটি ফোন। এই ফোনের রেয়ার ক্যামেরা 13MP’র আর এর ফ্রন্ট ক্যামেরা 5MP’র। এই ফোনে অ্যান্ড্রয়েডের পুরনো ভার্শনে চলে। স্পেক্স ডিস্প্লেঃ 5.3- ইঞ্চি, 720p SoC: মিডিয়াটেক MT6752 র‍্যামঃ 2GB স্টোরেজ 16GB ক্যামেরা 13MP,5MP ব্যাটারি 2500 mAh OS: অ্যান্ড্রয়েড v4.4.2। 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo