Infinix Note 30 5G Vs Tecno Camon 20 5G specs compare: 15 হাজার টাকার কম দামে কোন ফোন সেরা?

Infinix Note 30 5G Vs Tecno Camon 20 5G specs compare: 15 হাজার টাকার কম দামে কোন ফোন সেরা?
HIGHLIGHTS

ইনফিনিক্স কোম্পানি সম্প্রতি তার সবচেয়ে সস্তা 5G ফোন Infinix Note 30 5G নিয়ে হাজির হয়েছে

Infinix Note 30 5G এবং Tecno Camon 20 5G ফোনের দাম ভারতের বাজারে একই

ইনফিনিক্স এর এই ফোনের প্রতিযোগিতায় বাজারে রয়েছে Tecno কোম্পানির Camon 20 5G ফোন

Infinix Note 30 5G Vs Tecno Camon 20 5G Compare: ইনফিনিক্স কোম্পানি সম্প্রতি তার সবচেয়ে সস্তা 5G ফোন Infinix Note 30 5G নিয়ে হাজির হয়েছে। কোম্পানি এই ফোনটি 14,999 টাকায় ভারতে লঞ্চ করেছে। ইনফিনিক্স এর এই ফোনের প্রতিযোগিতায় বাজারে রয়েছে Tecno কোম্পানির Camon 20 5G ফোন।

Infinix Note 30 5G এবং Tecno Camon 20 5G ফোনের দাম ভারতের বাজারে একই। আজ এই খবরে আমরা এই দুটি ফোনের তুলনা করে দেখবো যে একই প্রাইস বাজেটে কোন ফোনের স্পেসিফিকেশন সেরা এবং কোন ফোনটি আপনার জন্য় ভাল বিকল্প হতে পারে।

Infinix Note 30 5G Vs Tecno Camon 20 5G: দুটি ফোনের দাম কত

ইনফিনিক্স নোট 30 5G ফোন দুটি মেডেলে বাজারে আনা হয়েছে। ফোনের বেস মডেলটি 4GB RAM  এবং 128GB স্টোরেজ দেওয়া হয়েছে, যার দাম 14,999 টাকা। এর পাশাপাশি, 8GB RAM এর সাথে 256GB স্টোরেজ মডেলটি 15,999 টাকায় বিক্রি করা হবে। ইনফিনিক্স নোট 30 5G ফোনের বিক্রি 22 জুন থেকে Flipkart সাইটে করা হবে।

Tecno Camon 20 ফোনের দামের কথা বললে ভারতে এই ফোনটি 14,999 টাকায় লঞ্চ করা হয়েছে। এটি একটি ভ্যারিয়্যান্ট 8GB RAM এবং 256GB স্টোরেজে কেনা যেতে পারে। এই ফোনটি Amazon থেকে কেনা যেতে পারে।

আরও পড়ুন: Realme 11 Pro 5G Sale India: 100MP ক্যামেরা সহ 5G ফোনের বিক্রি শুরু, দুর্দান্ত ছাড় এবং অফারে কিনুন পাওয়ারফুল ফোন

Infinix Note 30 5G Vs Tecno Camon 20 5G: ডিসপ্লে

Infinix Note 30 5G ফোনে একটি বড় 6.78-ইঞ্চি ডিসপ্লে রয়েছে যা FullHD+ রেজোলিউশন অফার করে। ফোনের ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট এবং 240Hz টাচ স্যাম্পলিং রেট দেওয়া রয়েছে।

এবার কথা, Camon 20 ফোনের, যার ডিসপ্লেতে 1080 x 2400 পিক্সেল রেজোলিউশন সহ 6.67-ইঞ্চি FHD+ স্ক্রিন দেওয়া হয়েছে। এই স্ক্রিন AMOLED প্যানেলে তৈরি করা যা 120Hz রিফ্রেশ রেটে কাজ করে। সিকিউরিটির জন্য় ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া।

Infinix Note 30 5G Vs Tecno Camon 20 5G: পারফরম্যান্স

পারফরম্যান্সের ক্ষেত্রে ইনফিনিক্স ফোনটি MediaTek Dimensity 6080 octa-core প্রসেসরে কাজ করে।

Tecno Camon 20 ফোনে পারফরম্যান্সের জন্য MediaTek Helio G85 octa-core যা 12nm প্রসেসরে কাজ করে।

Infinix Note 30 5G Vs Tecno Camon 20 5G: ক্যামেরা

ফোনের রিয়ার প্যানেলে 108 মেগাপিক্সেল প্রাইমারি লেন্স দেওয়া হয়েছে, যা AI টেকনোলজিতে কাজ করে। এছাড়া, ফোনে সেলফি ভিডিও এর জন্য 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট দেওয়া। 

Tecno Camon 20 ফোনে AI সেন্সর সহ কোয়াড-LED রিং ফ্ল্যাশ সহ 64 মেগাপিক্সেল প্রাইমারি লেন্স এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর রয়েছে। এই ফোনের সাথেও ডুয়াল LED ফ্ল্যাশ সহ 32 মেগাপিক্সেল সেন্সর রয়েছে।

আরও পড়ুন: Samsung Galaxy M14 5G Discount: ধামাকা ডিল 5G ফোনে! 15 হাজার টাকার কমে 50MP ক্যামেরার ফোন কেনার সুযোগ

Infinix Note 30 5G Vs Tecno Camon 20 5G: ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য, Infinix Note 30 5G ফোনে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

Tecno Camon 20 5G স্মার্টফোনে 5000mAh ব্যাটারি রয়েছে যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo