ভারতের সেরা কিছু ফোন যার দাম ৬০০০ টাকার মধ্যে

ভারতের সেরা কিছু ফোন যার দাম ৬০০০ টাকার মধ্যে
HIGHLIGHTS

আপনি একটা ভাল ফোন চান কিন্তু বাজেট কম, চিন্তা নেই আমরা এখানে এমন কিছু ফোন নিয়ে এলাম যার দাম ৬০০০ টাকার মধ্যে

মাত্র ৬০০০ টাকার মধ্যে সেরা স্মার্টফোন আছে? হ্যাঁ এই বাজেটের মধ্যে বেশ কিছু ফোনের অপশন আছে। বাজারে থাকা এই ফোন গুলিতে কোয়াড-কোর প্রসেসার কিছু GB র‍্যাম আর HD ডিসপ্লে যুক্ত ফোনও আছে। এসব ছারাও এই ফোনগুলি দেখতেও ভাল। তবে এর মধ্যে সব ফোন 4G VoLTE সাপোর্ট করেনা। তবে আসুন এই রেঞ্জের মধ্যে কোন ফোন গুলি পরে তা আমরা একবার দেখে নি।

Xiaomi Redmi 4A

সাওমি রেডমি 4A রেডমি ফোন গুলির মধ্যে অ্যাফোর্ডেবেল স্মার্টফোন। এই স্মার্টফোনটি Redmi 3S এর থেকে একটু কম শক্তিশালী। এই ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 425 SoC আছে। এই ফোনে  2GB র‍্যামা আর 16GB’র স্টোরেজ আছে। এই ফোনটির বিল্ট কোয়ালিটি বেশ ভাল আর এটির 13MP’র রেয়ার ক্যামেরাও ভাল। স্পেক্সঃ ডিসপ্লেঃ 5.0 ইঞ্চি, SoC: কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 425, র‍্যাম 2GB, স্টোরেজ 16GB, ক্যামেরা: 13MP, 5MP, ব্যাটারি 3120mAh OS:অ্যান্ড্রয়েড 6.0 ললিপপ।

Xolo Era X

 এই Xolo Era X এই তালিকায় প্রথম দিকেই থাকবে। এই ফোনটি 4G VoLTE সাপোর্ট করে। এই ফোনটি 1.5GHz কোয়াড-কোর SoC যুক্ত, আর এই ফোনটিতে 3GB র‍্যাম আছে। এই ফোনের ইন্টারনাল স্টোরেজ 8GBর। এই ফোনে একটি মাইক্রোএসডি কার্ড স্লটও আছে। এই ফোনটির ব্যাকে 8MP আর ফ্রন্টে 5MP ক্যামেরা আছে। স্পেক্সঃ ডিসপ্লেঃ 5.0 ইঞ্চি SoC: স্প্রেয়াড্রাটাম SC9830A র‍্যামঃ 2 GB স্টোরেজ 8 GB ক্যামেরা 8MP, 5MP ব্যাটারি 2500mAh OS: অ্যান্ড্রয়েড OS, v5.1.1 ললিপপ।

Micromax Canvas XP 4G 

মাইক্রোম্যাক্স ক্যানভাস XP 4G এই তালিকার পরবর্তী ফোন। এটি ৬০০০ টাকা দামের মধ্যে অন্যতম একটি ভাল ফোন। এই ফোনে একটি 3GB’র র‍্যাম আছে। এই ফোনটি মিডিয়াটেক MT6737P SoC তে চলে। এবং এই ফোনের স্টোরেজ 16GB। এই ফোনটি 5-ইঞ্চি HD ডিসপ্লে যুক্ত। এই ফোনের ব্যাক ক্যামেরাটি 8MP’র আর এর ফ্রন্ট ক্যামেরা 2MP’র। এই ফোনটি 4G সাপোর্ট করে। স্পেক্সঃ ডিসপ্লেঃ 5.0 ইঞ্চি SoC: মিডিয়াটেক MT6735P র‍্যাম 2GB স্টোরেজ 16 GB ক্যামেরা 8MP, 2MP ব্যাটারি 2000mAh OS: অ্যান্ড্রয়েড v5.1 ললিপপ।

Xolo Era 1X

আরও একটি Xolo Era ফোন এই তালিকায় আছে। এই ফোনটি 4G সাপোর্ট করে আর এটি 850 / 1800 / 2300 Mhz ব্যান্ড অফার করে। এটি অন্য ফোনের মতন অত দ্রুত নয়। কিন্তু বাজেট রেঞ্জের মধ্যে এটি একটি ভাল ফোন। স্পেক্সঃ ডিসপ্লেঃ 5.0 ইঞ্চি SoC: স্প্রেয়াড্রাটাম SC9832A র‍্যাম 1GB স্টোরেজ 8GB ক্যামেরা 8MP, 5MP ব্যাটারি 2500mAh OS: অ্যান্ড্রয়েড OS, v6.0 (মার্শমেলো)।

 Micromax Canvas Juice 4G 

মাইক্রোম্যাক্স ক্যানভাস জুস তাদের জন্য ভাল ফোন যারা একটি বড় ব্যাটারি যুক্ত স্মার্টফোনের সন্ধানে আছেন তাদের জন্য একটি ভাল অপশন। এই ফোনটিতে 4000mAh এর ব্যাটারি আছে। এটি 4G সাপোর্ট করে। এই ফোনের ডিসপ্লে HD রেজিলিউশনের। স্পেক্সঃ ডিসপ্লে 5.0 ইঞ্চি SoC: মিডিয়াটেক MT6735P র‍্যাম 2GB স্টোরেজ 8GB ক্যামেরা 8MP, 5MP ব্যাটারি 4000mAh OS: অ্যান্ড্রয়েড OS, v5.1 ( ললিপপ).

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo