Smartphone tips and tricks: আজকাল স্মার্টফোন আমাদের স্মার্টওয়ালেট। সমস্ত ব্যাঙ্কের ডিটেলস, লেনদেন সহ একাধিক তথ্য থাকে স্মার্টফোনে। যদি কোন কারণে স্মার্টফোন চুরি হয়ে যায় কি করবেন তখন? জানেন কি? না জানলে সবার প্রথমে মাথা ঠাণ্ডা রাখবেন। তারপর নীচের কাজগুলি করবেন।
প্রথমে সিম ব্লক করুন-
স্মার্টফোন চুরি হলে সবার প্রথমে টেলিফোন অপারেটরের হেল্পলাইন নম্বরে ফোন করে সিম কার্ড ব্লক করুন। কেননা আজকাল সমস্ত আর্থিক লেনদেনের জন্য ওটিপি আপনার মোবাইল নাম্বারেই আসে। পরে নতুন সিম কিনে আগের নাম্বারেই ব্যবহার করতে পারবেন। হাতের কাছে পাওয়া যে কোনো ফোন থেকে এই কাজটি আগেই করুন।
মোবাইল ও ইন্টারনেট ব্যাঙ্কিং বন্ধ করুন-
ব্যাঙ্কের কাস্টমার কেয়ারে ফোন করে খুব দ্রুত মোবাইল ও ইন্টারনেট ব্যাঙ্কিং সার্ভিস বন্ধ করুন। আপনার ব্যাঙ্কিং অ্যাক্সেস অন্য কারোর হাতে চলে গেলে খুব বড় ক্ষতি হয়ে যেতে পারে। তাই সিম কার্ড ব্লকের সঙ্গে সঙ্গে নিজের মোবাইল ও ইন্টারনেট ব্যাঙ্কিং সার্ভিস বন্ধ করুন।
ব্যাঙ্ক অ্যাকাউন্টের মোবাইল নম্বর বদলান-
আপনার ব্যাঙ্কের নিকটবর্তী ব্রাঞ্চে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মোবাইল নম্বর বদলান। সমস্ত পাসওয়ার্ড রিসেট করে ফের ইন্টারনেট ব্যাঙ্কিং চালু করুন। ভুলেও আগের পাসওয়ার্ড ব্যবহার করবেন না।
আধারের মোবাইল নম্বর পরিবর্তন করুন-
কাছের আধারকেন্দ্রে গিয়ে নিজের আধার কার্ডের সাথে লিঙ্ক থাকা মোবাইল নম্বর বদলান।
ইউপিআই পেমেন্ট ব্লক করুন-
মোবাইলের সঙ্গে কানেক্টেড সমস্ত ইউপিআই পেমেন্ট বন্ধ করে দিন।
Paytm, GooglePay সহ সমস্ত মোবাইল ওয়ালেট ব্লক করুন-
চুরি যাওয়া মোবাইলের সঙ্গে যুক্ত সমস্ত মোবাইল ওয়ালেট অ্যাকাউন্ট যেমন Paytm, GooglePay বন্ধ করুন।
সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ও ইমেইল ব্লক করুন-
চুরি যাওয়া ফোন যাতে কেউ প্রতারণার স্বার্থে ব্যবহার করতে না পারে সেজন্য সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ও ইমেইল ব্লক করে দিন।
থানায় রিপোর্ট করুন
নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ও অনলাইন সার্ভিসকে সুরক্ষিত করার পর থানায় রিপোর্ট করুন। এফআইআর কপি নিতে একদম ভুলবেন না।