Honor 7X না Xiaomi Mi A1, কোন ফোনের স্পেক্স বেশি ভাল?

Updated on 11-Dec-2017
HIGHLIGHTS

দুটি স্মার্টফোনই 15,000 টাকা দামের মধ্যে পরে আর ইউজাররা দুটি ফোনেই ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ পাচ্ছে

ভারতে Honor 7X ফোনটি সেলের জন্য পাওয়া যাচ্ছে আর বাজারে 15,000 দামের ফোনের মধ্যে Xiaomi Mi A1 আগে থেকেই উপস্থিত আছে। কিন্তু এই স্মার্টফোন দুটির মধ্যে কোন স্মার্টফোনটি আপনাকে বেশি ভাল স্পেক্স দেবে? আমরা এখানে সেই বিষয়েই আপনাদের জানানোর চেষ্টা করছি।

র‍্যাম আর স্টোরেজ
 

Honor 7X ফোনটিতে ইউজাররা 4GB র‍্যামের সঙ্গে 64GB স্টোরেজ পাওয়া যাচ্ছে। আর এই ক্ষেত্রে দুটি ফোনই একই রকমের তবে Xiaomi Mi A1 ফোনের স্টোরেজকে মাইক্রোএসডি কার্ড দিয়ে 128GB অব্দি বাড়ানো যায় আর সেখানে Honor 7X ফোনে এক্সপেন্ডেবেল স্টোরেজের ক্ষমতা বেশি এই ফোনে মাইক্রো এসডি কার্ড দিয়ে 256GB অব্দি এক্সপেন্ড করা যায়। এত বড় এসডি কার্ড সহজে পাওয়া যায় না আর গেলেও তার দামও বেশি হবে। 128GB মাইক্রোএসডি কার্ডও বেশ দামিই হবে।

ডিসপ্লে
 

Xiaomi Mi A1 ফোনটিতে 5.5-ইঞ্চির LTPS ফুল HD ডিসপ্লে আছে যার রেজিলিউশান 1920×1080 পিক্সাল আর এতে ইউজাররা 403ppi এর পিক্সাল ডেনসিটি পাবে। তবে Honor 7X ফোনে ইউজাররা 5.93 ইঞ্চির এজ-টু-এজ ফুল HD প্লাস ডিসপ্লে পাবে। আর এর সাইজও বেস বড় এর রেজিলিউশান 2160×1080 পিক্সাল। আর এই ফোনটির অ্যাস্পেক্ট রেশিও 18:9 এজ-টু-এজ-ডিসপ্লে ডিজাইন এখনকার একটি তড়েন্ডিং ডিজাইন। আর অনেক কোম্পানিই তাদের ডিভাইসে এই ডিসপ্লে দেওয়ার চেষ্টায় আছে।

প্রসেসার

Xiaomi Mi A1 ফোনটিতে ইউজাররা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 625 64 বিট কোর 2GHz প্রসেসার পাবে। আর সেখানে Honor 7X 2.36GHz ফোনে অক্টা কোর কিরিন 659 প্রসেসার আছে।

ব্যাটারি

Xiaomi Mi A1 ফোনটিতে 3080mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে আর Honor 7X 3340mAh ব্যাতাড়ি যুক্ত ফোন। কাগজে কলমে দুটি ফোনের ব্যাটারির ক্ষেত্রে কোন পার্থক্য নেই।

ক্যামেরা

এই দুটি ফোনেই ডুয়াল রেয়ার ক্যামেরা আছে। Honor 7X ফোনটিতে 16MP+2MP’র রেয়ার ক্যামেরা আছে। এতে PDAF টেকনলজি আর ফাস্ট অটো ফোকাস আছে। এই ফোনে 8MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। এই ফোনে আপনি কিছু এফেক্ট আর কিছু জেসচার কন্ট্রোলের মতন ফিচার্স পাবেন।

আর এবার আমার Xiaomi Mi A1 ফোনটির ক্যামেরা কেমন তা দেখে নি। এই ফোনে 12MP + 12MP’র ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ আছে আর এই ফোনের ফ্রন্টে 5MP’র ক্যামেরা আছে। সেলফি নেওয়ার ক্ষেত্রে যা একটু কম ক্ষমতা সম্পন্ন।

कीमत 

भारत में Honor 7X के  4GB रैम और 64GB स्टोरेज वेरियंट की कीमत Rs. 15,999 है. हालाँकि इसका एक सस्ता वेरियंट जिसमें आपको 32GB स्टोरेज के साथ 4GB की रैम मिलती है, वो भी मौजूद है. इसकी कीमत Rs. 12,999 है. अगर बात करें Xiaomi Mi A1 की तो बाज़ार में इसका सिर्फ एक ही वेरियंट मौजूद है 4GB रैम और 64GB स्टोरेज, कीमत है Rs. 14,999. कीमत के मामले में Xiaomi Mi A1 पर आप अपने Rs. 1000 बचा सकते हैं.

Connect On :