Google Pixel 8 Vs iPhone 15: গুগলের ফ্ল্যাগশিপ ফোন কি আইফোনকে দিতে পারবে টেক্কা? ব্যাটেল গ্রাউন্ডে জয়ী কে

Google Pixel 8 Vs iPhone 15: গুগলের ফ্ল্যাগশিপ ফোন কি আইফোনকে দিতে পারবে টেক্কা? ব্যাটেল গ্রাউন্ডে জয়ী কে
HIGHLIGHTS

Google এবং Apple দুটি কোম্পানি বাজারে তার লেটেস্ট ফোন লঞ্চ করেছে

আইফোন 15 এবং পিক্সেল 8 দুটি ফোনই তাদের পুরানো ডিভাইস থেকে বেশ অনেকটা আপগ্রেডে করা হয়েছে

এই দুটি Pixel 8 এবং iPhone 15 ফোনের মধ্যে কোনটা আপনার জন্য ভাল বিকল্প হবে, এখানে দেখুন

Google তার লেটেস্ট সিরিজ Google Pixel 8 লাইনআপ সম্প্রতি লঞ্চ করেছে। এর পাশাপাশি, টেক জয়েন্ট কোম্পানি Apple-ও তার পরবর্তী জেনারেশনের ফ্ল্যাগশিপ ফোন iPhone 15 Series প্রকাশ করে দিয়েছে। দুটি কোম্পানি বাজারে তার লেটেস্ট ফোন বাজারে নিয়ে হাজির হয়েছে।

আইফোন 15 এবং পিক্সেল 8 দুটি ফোনই তাদের পুরানো ডিভাইস থেকে বেশ অনেকটা আপগ্রেডে করা হয়েছে। যার মধ্যে রয়েছে ফাস্ট প্রসেসর, উন্নত ক্যামেরা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচারে iPhone 15 সিরিজে USB-C পোর্ট এবং Google Pixel 8 সিরিজে নতুন AI টুল।

দুটি ফোনের দাম প্রায় একই। আপনি যদি এই সময় 80 হাজার টাকার দামে প্রিমিয়াম ফোন কিনবেন ভাবছেন, তবে এই দুটি ফোন আপনার লিস্ট থাকতে পারে। তবে এই দুটি Pixel 8 এবং iPhone 15 ফোনের মধ্যে কোনটা আপনার জন্য ভাল বিকল্প হবে? তবে আসুন দুটি ফোনের ফিচার, স্পেসিফিকেশন সম্পর্কে সমস্ত ডিটেল জেনে নেওয়া যাক।

আরও পড়ুন: OnePlus Open Teaser: ওয়ানপ্লাসের প্রথম ফোল্ডেবল ফোনের ছবি প্রকাশ, Samsung-Oppo কে দেবে টেক্কা

Google Pixel 8 Vs iPhone 15: ডিসপ্লে

পিক্সেল 8 ফোনের ডিসপ্লের কথা বললে, এতে 6.2-ইঞ্চি OLED ডিসপ্লে দেওয়া, যার 1080 × 2400 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট এবং 2000 নিটস পিক ব্রাইটনেস রয়েছে। ফোনের ডিসপ্লেতে গরিল্লা গ্লাস ভিকটস প্রটেকশন দেওয়া।

Google Pixel 8
Google Pixel 8 Vs iPhone 15: ডিসপ্লে

আইফোন 15 ফোনে 6.1-ইঞ্চি সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে রয়েছে, রেজোলিউশন 1179 × 2556 পিক্সেল, রিফ্রেশ রেট 60Hz এবং 2000 নিটস ব্রাইটনেস দেওয়া।

Google Pixel 8 Vs iPhone 15: প্রসেসর

স্পিড এবং মাল্টিটাস্কিংয়ের জন্য গুগল পিক্সেল 8 ফোনে টেন্সর G3 প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং ফোনে Titan M2 সিকিউরিটি চিপও দেওয়া হয়েছে।

অন্যদিকে, iPhone 15 ফোনে A16 Bionic চিপসেট রয়েছে, যা গত বছর iPhone 14 Pro মডেলে দেওয়া হয়েছিল।

Google Pixel 8 Vs iPhone 15: ক্যামেরা সেটআপ

ক্যামেরার ক্ষেত্রে, Google-এর লেটেস্ট Pixel 8 ফোনে 50-মেগাপিক্সেল Octa-PD প্রাইমারি ক্যামেরা, যা 8x সুপার-রেস ডিজিটাল জুম লেন্স সহ আসে। এর সাথে 12 আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং অটো-ফোকস সেন্সর রয়েছে। ফোনে ভিডিও কলিংয়ের জন্য 10.5MP ফ্রন্ট ক্যামেরা সেন্সর রয়েছে।

অন্যদিকে, আইফোন 15 ফোনে কথা বললে, এতে 12-মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরার সাথে একটি 48-মেগাপিক্সেল ওয়াইড-এঙ্গেল ক্যামেরা অফার করা হয়েছে। সেলফির জন্য 12-মেগাপিক্সেল TrueDepth ক্যামেরা সেন্সর রয়েছে।

iphone 15
Google Pixel 8 Vs iPhone 15: ব্যাটারি

Google Pixel 8 Vs iPhone 15: ব্যাটারি

গুগল পিক্সেল 8 ফোনে 4575mAh ব্যাটারি রয়েছে যা 27W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

পাশাপাশি, আইফোন 15 এর মধ্যে একটি 3349mAh ব্যাটারি দেওয়া। এর সাথে 20W পর্যন্ত ওয়্যার চার্জিং সাপোর্ট রয়েছে। এটি 15W পর্যন্ত MagSafe ওয়্যারলেস চার্জিং এবং 7.5W Qi ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

আরও পড়ুন: Amazon GIF 2023 Sale: অ্যামাজন সেলে 4250 টাকা সস্তায় কেনা যাবে OnePlus Nord 3 5G

Google Pixel 8 Vs iPhone 15: ভারতে কত দাম

গুগল পিক্সেল 8 ফোনটি দুটি স্টোরেজ ভ্যারিয়্যান্টে আনা হয়েছে- 128GB এবং 256GB। ফোনের 128GB স্টোরেজ মডেলটি 75,999 টাকায় কেনা যাবে এবং 256GB মডেলের দাম পরবে 82,999 টাকা। দুটি মডেলই ই-কমার্স সাইট Flipkart থেকে কেনা যাবে। ফোনের প্রি-অর্ডার শুরু হয়ে গিয়েছে।

পাশাপাশি, Apple এর লেটেস্ট আইফোন 15 ভারতে 79,900 টাকা দামে বিক্রি হবে। এই দামে ফোনের 128GB স্টোরেজ কেনা যাবে। এছাড়া 256GB স্টোরেজ মডেলটি 89,900 টাকা এবং 512GB মডেলটি 1,09,900 টাকায় বিক্রি হচ্ছে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo