Pixel 7a Vs Oneplus 11R: কোন 4টি ক্ষেত্রে ওয়ানপ্লাস থেকে আলাদা গুগল পিক্সেল ফোন! দেখে নিন এক নজরে

Updated on 01-Jun-2023
HIGHLIGHTS

Pixel 7a ফোনটি অনেক ক্ষেত্রে Oneplus 11R থেকে অনেকটা ভাল

Pixel 7a ফোনটি 40 হাজার টাকার দামে লঞ্চ করা হয়েছে

একই দামে Oneplus এর Oneplus 11R ফোনও বাজারে পাওয়া যাচ্ছে

টেক জয়েন্ট Google তার বার্ষিক I/O 2023 ইভেন্টে তার সবচেয়ে পাতলা ফোন Pixel 7a ফোনটি লঞ্চ করেছে। Pixel 7a ফোনে Pixel 7 এবং Pixel 7 Pro এর মতোই ডিজাইন অফার করা হয়েছে। পিক্সেল 7a ফোনে নতুন প্রসেসরের সাথে নতুন ক্যামেরা এবং ওয়্যারলেস চার্জিং দেওয়া হয়েছে।

Pixel 7a ফোনটি 40 হাজার টাকার দামে লঞ্চ করা হয়েছে। একই দামে Oneplus এর Oneplus 11R ফোনও বাজারে পাওয়া যাচ্ছে। তবে Pixel 7a ফোনটি অনেক ক্ষেত্রে Oneplus 11R থেকে অনেকটা ভাল। আসুন জেনে নেওয়া যাক দুটি ফোনের চারটি কী পার্থক্য রয়েছে৷

সাইজ

Pixel 7a ফোনে Oneplus 11R  এর তুলনায় কমপ্যাক্ট সাইজ পাওয়া যাবে। এর মানে হল যেই স্মার্টফোন ইউজাররা ছোট সাইজের স্ক্রিন পছন্দ করে, তাদের জন্য সেরা বিকল্প হতে পারে।  Pixel 7a ফোনে 6.1 ইঞ্চি ফুল HD প্লাস OLED ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট 90Hz রয়েছে। ডিসপ্লেতে HDR সাপোর্ট দেওয়া এবং গরিল্লা গ্লাস 3 এর প্রটেকশন দেওয়া হয়েছে। এর পাশাপাশি, Oneplus 11R ফোনে বড় ডিসপ্লে দেওয়া, যার স্ক্রিন সাইজ 6.74 ইঞ্চি ফুল HD+ কার্ভড AMOLED ডিসপ্লে পাওয়া যায়।

আরও পড়ুন: 2023-এ ভারতে লঞ্চ হওয়া Samsung-এর সেরা 5G ফোন কিনতে চান? তালিকায় থাক এগুলো

ক্যামেরা

Pixel 7a ফোনের সাথে 64MP প্রাইমারি, 13MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ক্যামেরার সাথে Google এর সফটওয়্যার Tensor G2 Soc দেওয়া হয়েছে। ফোনের সাথে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশনও রয়েছে। ফ্রন্টে 13 মেগাপিক্সেলের ক্যামেরা পাওয়া যাবে। তবে oneplus 11R ফোনে 50MP এর প্রাইমারি সেন্সর, 8MP এর আল্ট্রা ওয়াইড-এঙ্গেল সেন্সর এবং তৃতীয় 2MP ম্যাক্রো লেন্স রয়েছে। সেলফির জন্য ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া।

ওয়্যারলেস চার্জিং

Pixel 7a ফোনের সাথে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট পাওয়া যায়, যা Oneplus 11R ফোন থেকে আলাদা করে তোলে। পিক্সেল 7a ফোনে 5W এর ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্ট রয়েছে। বলে দি যে পিক্সেল 7a ফোনে 4385mAh ব্যাটারি পাওয়া যাবে। Oneplus 11R ফোনের সাথে 5000mAh ব্যাটারি রয়েছে যা 100W এর সুপারউক ফাস্ট ওয়্যার চার্জিংয়ের সাপোর্ট রয়েছে। ফোনের সাথে ওয়্যারলেস চার্জিং দেওয়া হয়েনি।

আরও পড়ুন: 100 শতাংশ রিসাইকেল মেটেরিয়াল দিয়ে তৈরি হবে Nothing Phone 2, আগের ফোনের তুলনায় থাকবে বেশি ফাস্ট এবং বড় ডিসপ্লে

অ্যান্ড্রয়েড এক্সপেরিয়েন্স

Google Pixel 7a  এর সাথে স্টক Android 13 পাওয়া যায়। এর মানে হল এতে অকাজের অ্যাপ থাকবে না। ফোনে Android 16  পর্যন্ত আপডেট পাওয়া যাবে। এর পাশাপাশি, 
 Oneplus 11R এর সাথে OxygenOS ভিত্তিক Android 13 এর সাপোর্ট পাওয়া যাবে। ওয়ানপ্লাস ফোনে একাধিক প্রি-ইনস্টল অ্যাপ দেখা যাবে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :