Flipkart Big Saving Days Sale-এ 20,000 টাকার রেঞ্জের 5G ফোন এখন আরও সস্তা! দেখুন সব অফার

Updated on 15-Mar-2023
HIGHLIGHTS

Flipkart -এ চলছে ধামাকেদার Big Saving Days Sale

এই সেলে বিভিন্ন ইলেকট্রনিক প্রোডাক্টের সঙ্গে 5G ফোনের উপর মিলছে ব্যাপক ছাড়

20,000 টাকার রেঞ্জের মধ্যে Redmi, Poco, ইত্যাদি ব্র্যান্ডের ফোনের উপর আছে দারুন অফার

জনপ্রিয় E-commerce সাইট Flipkart -এ এখন চলছে ধামাকেদার Big Saving Days Sale। এই সেলে বিভিন্ন ইলেকট্রনিক প্রোডাক্টের উপর আকর্ষণীয় ছাড় মিলছে। তালিকায় আছে 5G ফোনও। দেখুন ভারতে ইতিমধ্যেই 5G পরিষেবা চালু হয়ে গিয়েছে একাধিক শহরে। আপনি যদি এই পরিষেবা পেতে চান, আর আপনার কাছে 5G ফোন না থেকে থাকে তাহলে এই সেলকে কাজে লাগে দারুন সস্তায় ফোন কিনে ফেলুন। বিশেষ করে যদি আপনার বাজেট মাত্র 20,000 টাকা হয় তাহলেও নো টেনসন। এখন এই দামেই ফাটাফাটি সব 5G স্মার্টফোন মিলছে। এই সেলে যেমন no cost EMI এর সুবিধা আছে, তেমনই আছে এক্সচেঞ্জ অফার সহ ব্যাংক অফার। Vivo, Redmi, Poco ব্র্যান্ডের স্মার্টফোন দেখুন, জানুন কার উপর আছে কত ছাড়। 

Poco X4 Pro 5G

এই ফোনের আসল দাম 25,999 টাকা। তবে এখন ছাড়ে এটি মাত্র 21,999 টাকায় মিলছে। 20,000 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন এক্সচেঞ্জ অফারে। এই দামে ফোনটির 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল পেয়ে যাবেন। এখানে আছে Qualcomm Snapdragon 695 5G প্রসেসর। 5000mAh ব্যাটারি আছে এখানে। 6.67 ইঞ্চির একটি Full HD+ সুপার AMOLED ডিসপ্লে আছে। 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে। 

Moto G73 5G

এই ফোনের আসল দাম 21,999 টাকা। কিন্তু এখন এই সেলে এটি মাত্র 18,999 টাকায় পাওয়া যাবে। এখানে আছে 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। ডুয়াল রিয়ার ক্যামেরা আছে, যেখানে প্রাইমারি ক্যামেরায় মিলবে 50 মেগাপিক্সেলের সেন্সর। 6.5 ইঞ্চির একটি Full HD+ ডিসপ্লে আছে এই ফোনে। সঙ্গে আছে MediaTek Dimensity 930 প্রসেসর। তবে এই ফোনের বিক্রি শুরু হবে মার্চের 16 তারিখ থেকে। 

Vivo T1 Pro 5G

এই ফোনটির আসল দাম 30,990 টাকা।  কিন্তু এই সেলে এটি এখন মাত্র 24,999 টাকায় কেনা যাচ্ছে। সঙ্গে এক্সচেঞ্জ অফারে মিলছে 20,000 টাকা পর্যন্ত ছাড়। এই ফোনে আছে 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। 6.44 ইঞ্চির একটি Full HD+ AMOLED ডিসপ্লে মিলবে এখানে। 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ ট্রিপল রিয়ার ক্যামেরা আছে এই ফোনে। 4700mAh ব্যাটারি মিলবে এখানে। Qualcomm Snapdragon 778G 5G প্রসেসরের সাহায্যে চলে এই ফোন। 

Infinix Hot 20 5G

এই ফোনের আসল দাম 19,999 টাকা। কিন্তু এটি এখন 13,499 টাকায় পাওয়া যাচ্ছে। এখানে আছে 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। 6.6 ইঞ্চির একটি Full HD+ ডিসপ্লে মিলবে এখানে।  50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা আছে এই ফোনে।  সঙ্গে 5000mAh ব্যাটারিও আছে। MediaTek Dimensity 810 প্রসেসরের সাহায্যে চলে এটি।

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla.

Connect On :