XIAOMI REDMI Y3 vs SAMSUNG GALAXY M30 কোন ফোনটি কেমন

XIAOMI REDMI Y3 vs SAMSUNG GALAXY M30 কোন ফোনটি কেমন
HIGHLIGHTS

Xiaomi Redmi Y3 ফোনটি ভারতে লঞ্চ হয়েছে

এই ফোনটি কোম্পানির সেলফি সেন্ট্রিক সিরিজ Y সিরিজের তৃতীয় ফোন

Xiaomi Redmi Y3 ফোনটি ভারতে লঞ্চ হয়েছে এই ফোনটি কোম্পানির সেলফি সেন্ট্রিক ফোনের মধ্যে একটি। এই ফোনে আপনারা 4000mAh য়ের ব্যাটারি পাবেন। এই ফোনে আপনারা পাচ্ছেন কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 632 প্রসেসার। আর এর সগে যদি আমরা Samsung Galaxy M30 ফোনটি দেখি তবে ফি অনটি আপনারা 4GB র‍্যাম পাবেন। আর এই দুটি ফোনের প্রতিযোগী Realme U1।

XIAOMI REDMI Y3 vs SAMSUNG GALAXY M30 ফোনের দাম

Redmi Y3 ফোনটি ভারতে 3GB র‍্যাম 32GB স্টোরেজ 9,999 টাকায় লঞ্চ করা হয়েছে আর এই ফোনের 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্ট আপনারা মাত্র 11,999 টাকায় কিনতে পারবেন। আর সেখানে যদি Samsung Galaxy M30 ফোনটি দেখা যায় তবে এই ফোনটি আপনারা 4GB/64GB ভেরিয়েন্টটি 14,990 টাকায় কিনতে পারবেন। আর এই ফোনের 6GB/128GB ভেরিয়েন্টের দাম 17,990 টাকা বলা হয়েছে। আর এই দুটি ফোনই ফ্ল্যাশ সেলে কেনা যায়।

XIAOMI REDMI Y3 vs SAMSUNG GALAXY M30 ডিসপ্লে

আপনাদের বলে রাখি যে Redmi Y3 ফোনটিতে আপনারা একটি 6.26 ইঞ্চির HD+IPS LCD  ডিসপ্লে পাবেন আর এই ফোনে একটি 2.5D কার্ভড গ্লাস দেওয়া হয়েছে আর এই ফোনে গোরিলা গ্লাস 5 য়ের প্রোটেকশান আছে।

আর এছাড়া আমরা যদি Samsung Galaxy M30 ফোনটি দেখি তবে এই ফোনে আপনারা 6.4 ইঞ্চির FHD+ সুপার AMOLED ডিসপ্লে পাবেন আর এটি ইনিফিনিটি U ডিসপ্লের ফোন।

XIAOMI REDMI Y3 vs SAMSUNG GALAXY M30 প্রসেসার

এবার যদি এই ফোনের প্রসেসারের বিষয়ে আমরা আপনাদের বলি তবে এই ফোনে মানে Redmi Y3 ফোনে আপনারা একটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 632 চিপসেট পাবেন আর এছাড়া এতে আপনারা অ্যাড্রিনো 506 GPU পাবেন।

আর এছাড়া SAMSUNG GALAXY M30 ফোনে আপনারা অক্টা কোর Exynos 7904 14nm চিপসেট পাবেন। আর এই ফোনে আপনারা এর সঙ্গে mali-G71 GPU ও পাচ্ছেন।

XIAOMI REDMI Y3 vs SAMSUNG GALAXY M30 র‍্যাম আর স্টোরেজ

Redmi Y3 ফোনে আপনারা 3GB র‍্যাম আর 4GB র‍্যাম অপশান পাবেন আর এই ফোনের এই র‍্যামের সঙ্গে যথাক্রমে 32Gb আর 64GB র স্টোরেজ আছে আর এই ফোনের স্টোরেজ 512GB পর্যন্ত মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এক্সপেন্ড করা যাবে।

আর আমরা যদি SAMSUNG GALAXY M30 ফোনটির বিষয়ে বলি তবে এই ফনে আপনারা 4GB আর 6GB র‍্যামের সঙ্গে 64GB আর 128GB স্টোরেজ পাবেন। আর এই ফোনের স্টোরেজ আপনারা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 512GB পর্যন্ত এক্সপেন্ড করতে পারবেন।

XIAOMI REDMI y3 vs SAMSUNG GALAXY M30 ক্যামেরা

এবার যদি আমরা ক্যামেরার কথা বলি তবে Redmi Y3 ফোনে আপনারা একটি 12+2 AI ক্যামেরা পাবেন। আর এই ফোন Ai সিন রেগজেশান, Ai ডুয়াল ইয়ামেরা, EIS , গুগল লেন্স অফার করে। আর এই ফোন 33টি AI ক্যাটাগরি ডিটেক্ট করতে পারে। আর এই ফোনের ফ্রন্টে একটি 32MP র ক্যামেরা দেওয়া হয়েছে।

আর এবার যদি আমরা SAMSUNG GALAXY M30 ফোনটি দেখি তবে এই ফোনে আপনারা একটি 13MP প্রাইমারি ক্যামেরা পাবেন আর এই ফোনে এর সঙ্গে একটি 5 মেগাপিক্সালের সেকেন্ডারি আর 5মেগাপিক্সালের আলট্রা ওয়াইড ক্যামেরা পাবেন। আর এর সঙ্গে ফোনে একটি 16MP র ফ্রন্ট ক্যামেরা পাবেন।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo