Xiaomi 13 Ultra, Samsung Galaxy S23 Ultra নাকি iPhone 14 Pro Max- 5 ফিচারের বিচারে সেরা কে?

Xiaomi 13 Ultra, Samsung Galaxy S23 Ultra নাকি iPhone 14 Pro Max- 5 ফিচারের বিচারে সেরা কে?
HIGHLIGHTS

Xiaomi 13 Ultra ফোনটিতে Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর থাকতে পারে

Samsung Galaxy S23 Ultra ফোনটিতেও কাস্টোমাইজড Snapdragon 8 Gen 2 প্রসেসর আছে

A16 বায়োনিক চিপসেটের সাহায্যে চলে iPhone 14 Pro Max

Xiaomi-এর তরফে লঞ্চ করা হয়েছে তাদের 13 সিরিজ। এই সিরিজে ইতিমধ্যে আছে Xiaomi 13 এবং Xiaomi 13 Pro। এবার এই কোম্পানির তরফে এই সিরিজের সব থেকে প্রিমিয়াম ফোন অর্থাৎ Xiaomi 13 Ultra লঞ্চ হতে চলেছে।

এই ফোনটি নিয়ে দীর্ঘদিন বিস্তর আলোচনা চলেছে। এই ফোনের ফাঁস হওয়া তথ্যের সঙ্গে তুলনা করে দেখুন সেরা কে, এটি নাকি Samsung Galaxy S23 Ultra বা iPhone 14 Pro Max। 

কোন ফোনের ডিজাইন সেরা? 

Xiaomi 13 Ultra ফোনটিতে আছে একদম ইউনিক ডিজাইন। এটাকে দেখলেই মনে হবে যেন ভীষণ দামী একটা প্রোডাক্ট। এখানে লেদার ব্যাক প্যানেল থাকবে যেখানে অ্যান্টিব্যাকটেরিয়াল কোটিং পাওয়া যাবে। এটি ধুলো প্রতিরোধ করবে।

একই সঙ্গে Xiaomi 13 Ultra-এ একটি মেটাল ফ্রেম মিলবে। সঙ্গে বড় গোলাকার একটি ক্যামেরা মডিউল থাকবে এই ফোনে। সাদা এবং সবুজ রঙে লঞ্চ হতে পারে এই ফোন। 

অন্যদিকে Samsung Galaxy S23 Ultra ফোনটিতে আছে ম্যাট প্যানেল। এটার সঙ্গে Samsung Galaxy S22 Ultra -এর বেশ মিল আছে। এটি বাজারে চারটি রঙে উপলব্ধ ফ্যান্টম ব্ল্যাক, সবুজ, ক্রিম এবং ল্যাভেন্ডার।

Samsung Galaxy S23 Ultra-এ তিনটি বড় ক্যামেরা রিং আছে, সঙ্গে দুটি ছোট রিং আছে যেখানে রয়েছে লেসার AF এবং ক্যামেরা। এটির ওজন 234 গ্রাম। 

iPhone 14 Pro Max ফোনটিতে আছে গ্লাস বডি সহ অ্যালুমিনিয়াম ফ্রেম। এই ফোনটির ওজন 240 গ্রাম। এটিও চারটি রঙে কেনা যায়, কালো, সিলভার, সোনালি, ডিপ পার্পল।

iPhone 14 Pro Max ফোনটিতে তিনটি ক্যামেরা রিং আছে চৌকো ক্যামেরা মডিউলের মধ্যে। ডায়নামিক আইল্যান্ড দেখা যায় এই ফোনের স্ক্রিনে।

iPhone 14 Pro max

কোন ফোনের ডিসপ্লে বেস্ট? 

Xiaomi 13 Ultra ফোনটিতে আছে 6.7 ইঞ্চির একটি 2K AMOLED ডিসপ্লে। এখানে 120 Hz রিফ্রেশ রেট পাবেন। 

Samsung Galaxy S23 Ultra ফোনে আছে 6.8 ইঞ্চির একটি ডায়নামিক AMOLED ডিসপ্লে। এখানে 1440X3088 পিক্সেলের রেজোলিউশন আছে। 120 HZ রিফ্রেশ রেট পাবেন এখানে। 

6.7 ইঞ্চির একটি LTPO সুপার রেটিনা XDR ডিসপ্লে আছে iPhone 14 Pro Max এ। 1290X2796 পিক্সেলের রেজোলিউশন আছে এখানে। 120 Hz রিফ্রেশ রেট পাবেন এই ফোনে। 

পারফরমেন্সের বিচারে সেরা কে? 

Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর থাকতে পারে Xiaomi-এর এই ফোনে। এখানে 16 GB RAM সহ 512 GB ইন্টারনাল স্টোরেজ পাওয়া যেতে পারে। অ্যান্ড্রয়েড 13 -এর সাহায্যে পরিচালিত হতে পারে এই ফোন। 

Samsung Galaxy S23 Ultra ফোনে তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্ট আছে, 12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ, 12 GB RAM এবং 512 GB ইন্টারনাল স্টোরেজ এবং 12 GB RAM এবং 1 TB ইন্টারনাল স্টোরেজ। এখানেও আছে কাস্টোমাইজড Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর। অ্যান্ড্রয়েড 13 -এর সাহায্যে চলে এই ফোন। 

iPhone 14 Pro Max পরিচালিত হয় A16 বায়োনিক প্রসেসরের সাহায্যে। এখানে আছে iOS 16 সফটওয়্যার। এখানে চারটি স্টোরেজ অপশন আছে, 128 GB, 256 GB, 512 GB এবং 1 TB।

Xiaomi 13

কোন ফোনের ক্যামেরা সেরা? 

Xiaomi 13 Ultra ফোনটিতে কোয়াড ক্যামেরা থাকতে পারে যেখানে প্রতিটি সেন্সর 50 মেগাপিক্সেলের সেন্সর থাকবে বলেই অনুমান করা হচ্ছে। 32 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা থাকবে এখানে। 

Samsung Galaxy S23 Ultra ফোনটিতে আছে 200 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ দুটি 10 এবং একটি 12 মেগাপিক্সেলের সেন্সর m ফ্রন্ট ক্যামেরায় আছে 12 মেগাপিক্সেলের একটি সেন্সর। 

iPhone 14 Pro Max -এ আছে ট্রিপল রিয়ার ক্যামেরা। এখানে প্রাইমারি ক্যামেরায় আছে 48 মেগাপিক্সেলের একটি সেন্সর সহ দুটি 12 মেগাপিক্সেলের সেন্সর। ফ্রন্ট ক্যামেরায় আছে 12 মেগাপিক্সেলের একটি সেন্সর।

Comparison between Xiaomi 13 Ultra vs Samsung Galaxy S23 Ultra vs iPhone 14 Pro Max

কোন ফোনের ব্যাটারি বেস্ট? 

90 ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস চার্জিং -এর সুবিধা সহ 4900 mAh ব্যাটারি থাকবে Xiaomi 13 Ultra -এ। 

45W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000 mAh ব্যাটারি আছে Samsung Galaxy S23 Ultra ফোনটিতে। এখানে 15W ওয়্যারলেস চার্জিং -এর সুবিধা পাবেন। 

iPhone 14 Pro Max -এ 4323 mAh ব্যাটারি আছে। 30 মিনিটে 50% চার্জ হতে পারে এই ফোন।

Subhasmita Kanji

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo