Samsung -এর তরফে চলতি বছরের শুরুর দিকেই Samsung Galaxy S23 Ultra ফোনটি লঞ্চ করা হয়। এবার Vivo -এর তরফে তাদের Flagship ফোন Vivo X90 Pro লঞ্চ করা হল। দুটো ফোনই প্রিমিয়াম Flagship ফোন।
দুটো ফোনেই 5G সাপোর্ট করে। এই দুই ফোনের তুলনা দেখুন। জানুন সেরা কে।
Vivo X90 Pro ফোনটিতে আছে 6.78 ইঞ্চির একটি Full HD AMOLED ডিসপ্লে। এখানে আছে 1300 নিটসের সর্বোচ্চ ব্রাইটনেস সহ 1260X2800 পিক্সেলের রেজোলিউশন। 120 Hz রিফ্রেশ রেট আছে এই ফোনে। HDR 10+ এর সাপোর্ট পাওয়া যাবে এখানে।
Samsung Galaxy S23 Ultra ফোনটিতে আছে 6.8 ইঞ্চির একটি ডায়নামিক 2X QHD+ ডিসপ্লে। এখানে HDR 10+, 120 HZ রিফ্রেশ রেট এবং 1750 নিটসের সর্বোচ্চ ব্রাইটনেস পাওয়া যাবে।
Samsung QHD+ ডিসপ্লে Vivo এর full HD+ ডিসপ্লের তুলনায় ভাল।
Vivo X90 Pro ফোনটিতে আছে MediaTek Dimensity 9200 প্রসেসর। এখানে আছে 12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ।
Samsung Galaxy S23 Ultra ফোনটিতে আছে Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর সহ 12 GB RAM এবং 1 TB ইন্টারনাল স্টোরেজ।
দুটো ফোনেই Flagship প্রসেসর আছে। তবে ইন্টারনাল স্টোরেজ দেখলে স্যামসাং -এর ফোন এগিয়ে থাকবে।
Vivo X90 Pro ফোনটিতে আছে ট্রিপল রিয়ার ক্যামেরা। এখানে আছে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ 12 এবং 50 মেগাপিক্সেলের দুটো সেন্সর আছে। 32 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা আছে এই ফোনে। সঙ্গে ফেস আনলকের সুবিধা পাওয়া যাবে এখানে।
Samsung -এর ফোনে আছে কোয়াড ক্যামেরা। এই ফোনের প্রাইমারি ক্যামেরায় আছে 200 মেগাপিক্সেলের একটি সেন্সর সহ 12, 10, 10 মেগাপিক্সেলের আরও তিনটি সেন্সর। ফ্রন্ট ক্যামেরায় আছে 12 মেগাপিক্সেলের একটি সেন্সর।
বলাই বাহুল্য Vivo X90 Pro -এর তুলনায় Samsung Galaxy S23 Ultra অনেক বেশি এগিয়ে আছে ক্যামেরার নিরিখে।
Vivo X90 Pro ফোনটিতে আছে 120W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 4870 mAh ব্যাটারি। সঙ্গে 50W ওয়্যারলেস চার্জিং -এর সুবিধা আছে।
Samsung -এর ফোনে আছে 45W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি। এখানে 15W ওয়্যারলেস চার্জিং -এর সুবিধা আছে।
তবে এই বিষয়ে উল্লেখযোগ্য Samsung -এর ফোনের সঙ্গে চার্জার পাওয়া যাবে না। আলাদা কিনতে হবে।
দুটো ফোনই Flagship ফোন। দুটো ফোনেই টপ কোয়ালিটি হার্ডওয়্যার আছে।
এছাড়া দুটোর মধ্যে বেশ মিল আছে। দুটো ফোনেই দুই কোম্পানির সেরা প্রসেসর আছে। তবে Samsung -এর ফোনে আছে 1 TB ইন্টারনাল স্টোরেজ।
Vivo X90 Pro ফোনটির 12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল কেনা যাবে 84,999 টাকায়। অন্যদিকে Samsung Galaxy S23 Ultra এর 12 GB RAM এবং 512 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল কেনা যাবে 1,34,999 টাকায়। ফলে দামের নিরিখে কিন্তু Vivo বাজি মেরে দিয়েছে, এই দামে অনেক সেরা ফিচার দিচ্ছে এই ফোন।