আপনি কি মিড রেঞ্জের একটি ভাল ফোন কেনার পরিকল্পনা করছেন? বাজেট 40,000 টাকা? কিন্তু কোনটা কিনবেন বুজে উঠতে পারছেন না? তাহলে এই প্রতিবেদন আপনাকে সাহায্য করবে। দেখুন ভারতে এখন এই রেঞ্জে একাধিক ফোন পাওয়া যায়, কিন্তু কোনটা সেরা, কোনটায় কী ফিচার আছে, কেন ভাল এসব নিয়ে ভাবতে গেলে মাথার চুল ছেঁড়ার জোগাড় হয়। তাই এই প্রতিবেদন আপনাকে জানাবে এমন তিন ফোনের কথা যা আপনার বাজেটে ফিট করবে এবার ভাল পারফরমেন্স দেবে। এবার তিনটির তুলনা থেকে দেখে নিন কোনটা সেরা আপনার জন্য।
এখানে Vivo V27 Pro, OnePlus 11R, Samsung S21 FE ফোন তিনটি নিয়ে আলোচনা হবে। Vivo V27 Pro, OnePlus 11R ফোন দুটি সম্প্রতি লঞ্চ হয়েছে দেশে, অন্যদিকে Samsung S21 FE ফোনটি গতবছর বাজারে এসেছে। তিনটির দামই খুব কাছাকাছি। এবার তুলনার মধ্যে দিয়ে দেখে নিন কোন ফোনটা ভাল আর কেন।
Vivo V27 Pro ফোনটির ডিজাইনের সঙ্গে এই কোম্পানির Vivo S16 সিরিজের ডিজাইনের বেশ মিল আছে। এখানে আছে ট্রিপল রিয়ার ক্যামেরা সহ LED রিং লাইট। কার্ভড ডিসপ্লে মিলবে। সঙ্গে আছে কালার চেঞ্জিং ব্যাক প্যানেল। দুটি রঙে এটি উপলব্ধ আছে ম্যাজিক ব্লু এবং নোবেল ব্ল্যাক।
OnePlus 11R ফোনটিতে আছে Sandstone ফিনিশ। এখানে একটি পাঞ্চ হোল কাট আউট আছে সঙ্গে আছে ট্রিপল রিয়ার ক্যামেরা। গোলাকার একটি ক্যামেরা আইল্যান্ড আছে এই ফোনে। এই ফোনের রিয়ার প্যানেলে আছে অ্যালুমিনিয়াম ফ্রেম। এটি কালো এবং গ্লেসিয়ার ব্লু রঙে কেনা যাবে।
Samsung Galaxy S21 FE ফোনটির সঙ্গে Samsung Galaxy S21 ফোনটির ব্যাপক মিল আছে। এখানে আছে একটি পাতলা মেটাল ফ্রেম সহ হালকা কার্ভড রিয়ার প্যানেল। এখানে IP 68 রেটিং আছে। সাদা, কালো, ল্যাভেন্ডার এবং অলিভ রঙে এটি উপলব্ধ।
Vivo V27 Pro ফোনটিতে আছে 6.78 ইঞ্চির একটি কার্ভড AMOLED ডিসপ্লে। এখানে আছে 1080X2400 পিক্সেলের রেজোলিউশন। এখানে 120 Hz রিফ্রেশ রেট মিলবে। HDR 10+ সাপোর্ট আছে এখানে।
OnePlus 11R ফোনটিতে আছে 6.7 ইঞ্চির একটি কার্ভড AMOLED ডিসপ্লে। এখানে 1240X2772 পিক্সেলের রেজোলিউশন মিলবে। এখানে HDR 10+ সহ 120 HZ রিফ্রেশ রেট আছে।
Samsung Galaxy S21 FE ফোনটিতে আছে 6.5 ইঞ্চির একটি ডায়নামিক AMOLED ডিসপ্লে। এখানে মিলবে 1080X2340 পিক্সেলের রেজোলিউশন। 120 Hz রিফ্রেশ রেট মিলবে এই ফোনে। কনিং গোরিলা গ্লাস ভিকটাসের সাপোর্ট।
Vivo V27 Pro ফোনটিতে আছে MediaTek Dimensity 8200 প্রসেসর। এখানে 8 GB RAM এবং 12 GB RAM এর দুটি মডেল আছে। অ্যান্ড্রয়েড 13 এর সাহায্যে চলে এটি। 128 GB এবং 256GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত দুটি মডেল আছে।
Qualcomm Snapdragon 8+ Gen 1 প্রসেসরের সাহায্যে চলে এই ফোন। এখানে আছে 256 GB ইন্টারনাল স্টোরেজ এবং 12 GB RAM, 16 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ, 16 GB RAM এবং 512 GB ইন্টারনাল স্টোরেজ মডেল।
Samsung Galaxy S21 FE ফোনটিতে আছে Qualcomm Snapdragon 888 প্রসেসর। এখানে আছে 6 এবং 8 GB RAM। অ্যান্ড্রয়েড 12 এর সাহায্যে চলে এটি। 128 এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল মিলবে এখানে।
Vivo V27 Pro ফোনটিতে আছে ট্রিপল রিয়ার ক্যামেরা। এখানে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা আছে সঙ্গে 8 এবং 2 মেগাপিক্সেলের দুটি ক্যামেরা। 50 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা আছে এই ফোনে।
OnePlus 11R ফোনটিতে আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ডগি 8 এবং 2 মেগাপিক্সেলের ক্যামেরা। 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উপলব্ধ আছে এখানে।
Samsung Galaxy S21 FE ফোনটিতে আছে ট্রিপল রিয়ার ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় আছে 12 মেগাপিক্সেলের একটি সেন্সর সহ 8 এবং 12 মেগাপিক্সেলের আরও দুটি ক্যামেরা। এখানে 32 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা আছে।
Vivo V27 Pro ফোনটিতে আছে 66W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 4600mAh ব্যাটারি।
OnePlus 11R ফোনটিতে আছে 100W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000mAh ব্যাটারি।
25W ফাস্ট চার্জিং- এর সুবিধা সহ 4500mAh ব্যাটারি আছে Samsung Galaxy S21 FE ফোনটিতে।
এবার যদি আমরা দামের দিকে নজর দিই, তাহলে Vivo V27 Pro ফোনটির দাম শুরু হচ্ছে 37,999 টাকা থেকে। OnePlus 11R ফোনটির দাম শুরু হচ্ছে 39,900 টাকা থেকে। এবং Samsung Galaxy S21 FE ফোনটির দাম শুরু হচ্ছে 49,999 টাকা থেকে।