2023 সালের ফেব্রুয়ারি মাসেই Samsung -এর তরফে তাদের নতুন Flagship সিরিজ লঞ্চ করা হল দেশে। Samsung unpacked ইভেন্টের মাধ্যমে এই কোম্পানির তরফে তাদের ব্র্যান্ড নিউ এই সিরিজ লঞ্চ করা হয়েছে। যেখানে আছে তিনটি ফোন, Samsung Galaxy S23, Samsung Galaxy S23 Plus, Samsung Galaxy S23 Ultra। তবে যদি আমরা প্রথম দুটো ফোনের দিকে তাকাই, অর্থাৎ Samsung Galaxy S23 এবং Samsung Galaxy S23 Plus-এর দিকে তাহলে দেখা যাবে এই ফোন দুটো ফিচারের নিরিখে অনেকটাই এক। তবে তফাৎ আছে একাধিক ক্ষেত্রে, যেমন দাম, ব্যাটারি বা ক্যামেরা। এবার আপনি যদি এই দুটোর মধ্যে একটি কিনতে চান তাহলে দেখুন সেরা কোনটা, আর কেন।
Samsung Galaxy S23 ফোনটির দাম শুরু হচ্ছে 74,999 টাকায়। এই টাকায় 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল মিলবে। অন্যদিকে 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল কিনতে চাইলে দিতে হবে 79,999 টাকা। গ্রাহকরা এই ফোনটি একাধিক রঙে কিনতে পারবেন, যেমন ক্রিম, ফ্যান্টম ব্ল্যাক, ল্যাভেন্ডার। অন্যদিকে Samsung Galaxy S23 Ultra ফোনটির যে 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল আছে সেটা 94,999 টাকায় পাওয়া যাবে। 8 GB RAM এবং 512 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের দাম পড়বে এক্ষেত্রে 1,04,999 টাকা। এই ফোনটি গ্রাহকরা মাত্র দুটো রঙে কিনতে পারবেন, ফ্যান্টম ব্ল্যাক এবং ক্রিম।
Samsung Galaxy S23 ফোনটিতে মিলবে 120 Hz রিফ্রেশ রেট এবং 2X রেজোলিউশন সহ 6.1 ইঞ্চির একটি ডায়নামিক AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লেতে HDR 10+ এর সাপোর্ট মিলবে। গোরিলা গ্লাস ভিকটাসের প্রোটেকশন থাকবে ডিসপ্লেতে। অন্যদিকে Samsung Galaxy S23 Plus ফোনটিতে আছে বড় ডিসপ্লে। এখানে মিলবে 6.6 ইঞ্চির একটি ডিসপ্লে। যেখানে বাকি সব ফিচার এক থাকবে।
Samsung Galaxy S23 ফোনটি চলে Snapdragon 8 Gen 2 প্রসেসরের সাহায্যে সঙ্গে আছে অ্যান্ড্রয়েড 13। এখানে 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ এ। অন্যদিকে এই একই প্রসেসর এবং অ্যান্ড্রয়েড আছে Samsung Galaxy S23 Plus ফোনটিতেও। তবে এখানে স্টোরেজ মিলবে 512 GB পর্যন্ত। এবার যদি ক্যামেরার কথা বলতে হয় তাহলে Samsung Galaxy S23 ফোনটিতে আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ একটি 12 এবং একটি 10 মেগাপিক্সেলের সেন্সর। আর 12 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা আছে।
25W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 3900 mAh ব্যাটারি আছে Samsung Galaxy S23 ফোনটিতে। অন্যদিকে 45W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ মিলবে Samsung Galaxy S23 Plus যেখানে আছে 4700 mAh ব্যাটারি। এছাড়া দুটো ফোনেই মিলবে ওয়্যারলেস চার্জিং -এর সুবিধা।
এই আলোচনা থেকে তবে স্পষ্ট হয়ে গেল কোন ফোন কীসে আলাদা আর কোনটা কেন সেরা। Samsung Galaxy S23 Plus ফোনে উন্নত ব্যাটারি সহ বড় ডিসপ্লে এবং ফাস্ট চার্জিং -এর সুবিধা পাবেন। যদিও দামটাও এক্ষেত্রে 15 টাকা বেশি পড়বে। তাই আপনি এগুলো পছন্দ করলে Samsung Galaxy S23 Plus কিনতে পারেন। আর কমপ্যাক্ট ফোন চাইলে অনায়াসে বেছে নিন Samsung Galaxy S23 ফোনটিকে।