ভারতে এখন একাধিক বাজেট ফ্রেন্ডলি ফোন পাওয়া যায়। কিন্তু সেগুলোর মধ্যে দিয়ে সেরা স্মার্টফোন কোনটা সেটা খুঁজে বের করা সত্যি একটা ঝক্কির বিষয়। বিশেষ করে যদি আপনি দারুন ক্যামেরা সহ দুর্দান্ত পারফরমেন্স যুক্ত কোন ফোন চান তাহলে তো কথাই নেই। 12,000 টাকার মধ্যে ভালো বাজেট ফ্রেন্ডলি খুঁজে পাওয়া একটু চাপের বিষয় বইকি! তবে আপনি এই বাজেটেও Redmi, Realme, Samsung, Poco, Lava ইত্যাদি ব্র্যান্ডের স্মার্টফোন কিনতে পারবেন যেখানে আপনি অল রাউন্ডার পারফরমেন্স পেয়ে যাবেন। দেখে নিন তবে 12,000 টাকার মধ্যে সেরা কিছু স্মার্টফোন।
এই ফোনটি মাত্র কিছু মাস আগেই লঞ্চ হয়েছে। যাঁরা 12,000 টাকার মধ্যে স্মার্টফোন কিনতে চান তাঁদের জন্য এটা একটা ভালো অপশন বইকি! এখানে গ্রাহকরা দুটো ভ্যারিয়েন্ট পাবেন, 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ এবং 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। তবে গ্রাহকরা চাইলে এটিকে 8 GB পর্যন্ত বাড়াতে পারবেন। এই ফোনটির দাম শুরু হচ্ছে 9,999 টাকা থেকে। আর টপ ভ্যারিয়েন্টটি পাবেন 11,999 টাকায়। এখানে আপনি 18W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ একটি 6000mAh ব্যাটারি পেয়ে যাবেন। সোগে আছে Qualcomm Snapdragon 680 প্রসেসর। 6.71 ইঞ্চির একটি ডিসপ্লে আছে এই ফোনে যেখানে মিলবে ওয়াটার ড্রপ নচ।
12,000 টাকার মধ্যে এই ফোনটিও আপনার জন্য একটি ভালো অপশন। এটির দাম 11,999 টাকা থেকে শুরু হচ্ছে। এখানে আছে 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ। আরেকটি মডেলে পাবেন 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। এখানে আছে T616 প্রসেসর। 18W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 5000mAh ব্যাটারি আছে এখানে। Full HD ডিসপ্লে সহ প্রাইমারি ক্যামেরায় 50 মেগাপিক্সেলের একটি সেন্সর মিলবে।
12,000 টাকার মধ্যে আপনি এই 5G ফোনটি কিনতে পারবেন। এখানে আছে MediaTek Dimensity 700 প্রসেসর সহ 12W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ একটি 5000mAh ব্যাটারি। দারুন ডিজাইন উপলব্ধ আছে এই ফোনে।
এই ফোনটির দাম 12,499 টাকা। Flipkart -এ এই ফোনের উপর একাধিক অফার আছে। ফলে সেগুলোর সাহায্যে অনেকটাই কম দামে ফোনটি কিনতে পারবেন। এখানে 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ মিলবে যা আপনি চাইলে 512 GB পর্যন্ত বাড়াতে পারবেন। 6.58 ইঞ্চির একটি ডিসপ্লে আছে। এটি চলবে MediaTek Helio G99 প্রসেসরের সাহায্যে। 5000mAh ব্যাটারি আছে এই ফোনে। 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা মিলবে এখানে।
এই ফোনের দাম 11,999 টাকা। গ্রাহকরা এই ফোনে 128 GB ইন্টারনাল স্টোরেজ পাবেন। 6.6 ইঞ্চির একটি Full HD+ ডিসপ্লে পাবেন। Exynos 850 প্রসেসরের সাহায্যে এটি চলবে। 15W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 6000mAh ব্যাটারি আছে এই ফোনে। 4 GB RAM থাকবে। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ একটি 2 মেগাপিক্সেলের সেন্সর থাকবে এখানে।