আজকালকার যুগে স্মার্টফোন একটি অত্যন্ত জরুরি যন্ত্র। সামান্য কথা বলা হোক বা জরুরি নথি সেভ করে রাখা, পৃথিবীর অন্য প্রান্তে থাকা কাছের মানুষের সঙ্গে যোগাযোগ হোক বা জরুরি কাজ, সব কিছুর জন্যই জরুরি স্মার্টফোন। এখন ভারতে বিভিন্ন। রেঞ্জের স্মার্টফোন উপলব্ধ আছে। গ্রাহকরা তাঁদের বাজেট এবং পছন্দ অনুযায়ী স্মার্টফোন বেছে নিতে পারেন। কেউ যেমন বাজেট ফ্রেন্ডলি ফোন কিনতে চান, তেমনই কেউ প্রিমিয়াম ফোন। আপনি যদি এই মাসে বাজেট ফ্রেন্ডলি ফোন কিনতে চান তাহলে 15,000 টাকার মধ্যে উপলব্ধ এই ফোনগুলো দেখুন।
আপনি যদি সস্তায় 5G ফোন চান তাহলে দারুন ফিচার যুক্ত তাহলে অবশ্যই এই ফোনটিকে বাছতে পারেন। এই ফোনে আছে MediaTek Dimensity 810 প্রসেসর। ফলে কোনও ঝঞ্ঝাট ছাড়াই আপনি এখানে স্মুদ পারফরমেন্স পাবেন। তবে এটা যে কেবল পারফরমেন্সের নিরিখে সেরা এমনটা নয়। এখানে আছে ফাটাফাটি একটি ডিজাইন। হলুদ এবং কালো রঙের কম্বিনেশনে উপলব্ধ এই ফোন। এখানে আছে 90 Hz রিফ্রেশ রেট সহ একটি IPS ডিসপ্লে। 33W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000 mAh ব্যাটারি আছে এই ফোনে। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ ট্রিপল রিয়ার ক্যামেরা পাবেন এখানে।
এই ফোনের বেস ভ্যারিয়েন্টটি 10,000 টাকায় কেনা সম্ভব। তবে মনে রাখবেন এটা একটি 4G ফোন। তাই আপনার যদি 5G ফোন না হলেও চলে তাহলে অবশ্যই এই ফোনটিকে বেছে নিতে পারেন। এখানে পারফরমেন্সের জন্য পাবেন MediaTek Helio G85 প্রসেসর। এই ফোনে আছে দুর্দান্ত ক্যামেরা যার সাহায্যে আপনি ফাটাফাটি সমস্ত ছবি তুলতে পাবেন। পরিষ্কার ইউজার ইন্টারফেস সহ দারুন পারফরমেন্স চান যদি তাহলে এই ফোনটিকে আপনি আপনার পছন্দের তালিকায় অবশ্যই রাখতে পারেন। উল্লেখযোগ্য এই ফোনে একটি শক্তিশালী ব্যাটারি পেয়ে যাবেন।
সেরা যন্ত্র বলা ভালো স্মার্টফোন খুঁজছেন তা সে যে কোনও রেঞ্জের হোক না কেন আর সেখানে Samsung ফোন থাকবে না হয়! আপনি যদি একটি ভরসাযোগ্য 5G ফোন কিনতে চান তাহলে আপনি অবশ্যই এই ফোনটিকে আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন। এখানে আছে 90 Hz LCD ডিসপ্লে সহ MediaTek Dimensity 700 প্রসেসর। এটি 11টি 5G ব্যান্ড সাপোর্ট করে। 5000 mAh ব্যাটারি আছে এই ফোনে। এই ফোন অন্যান্য ফোনগুলোর তুলনায় একটু ভারী হলেও এই ফোন একবার চার্জ দিলে বহুক্ষণ পর্যন্ত চলে। ফলে সেই দিক দিয়ে এই ফোন বাকিগুলোর তুলনায় এগিয়ে থাকবে বইকি।
অন্যতম সেরা বাজেট ফোন হল এটি। এই ফোনটিকে কেউ যদি এই সের বাজেট ফোনের তালিকা থেকে সরাতে পারে তাহলে হল কেবল মাত্র এটির উত্তরসূরি IQOO Z7 Lite। এই ফোনটি পরিচালিত হয় Snapdragon 4 Gen 1 প্রসেসরের সাহায্যে। এটাই প্রথম ফোন যা এই প্রসেসর নিয়ে ভারতে লঞ্চ করেছিল। এখানে 120 Hz রিফ্রেশ রেট সহ একটি ডিসপ্লে আছে। সঙ্গে আছে 18W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি। ডুয়াল রিয়ার ক্যামেরা উপলব্ধ আছে এই ফোনে যেখানে প্রাইমারি ক্যামেরায় মিলবে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর।