মাত্র 10000 টাকার মধ্যে চমৎকার ফিচার এবং বড় ব্যাটারি সহ সেরা স্মার্টফোনের লিস্ট

মাত্র 10000 টাকার মধ্যে চমৎকার ফিচার এবং বড় ব্যাটারি সহ সেরা স্মার্টফোনের লিস্ট
HIGHLIGHTS

Realme Narzo 30A হ্যান্ডসেট কেনা যাবে 10,000 টাকার মধ্যেই

Moto G10 Power ডিভাইস কেনা যাবে এই বাজেটে

2021 সালে 10,000 টাকা বাজেটের মধ্যে হাতে গোনা কয়েকটি 10,000 টাকা বাজেটের মধ্যে স্মার্টফোন লঞ্চ করেছে

এই বছর মানে 2021 সালে বেশিরভাগই প্রিমিয়াম রেঞ্জের স্মার্টফোন লঞ্চ হয়েছে। তবে 10,000 টাকা বাজেটের মধ্যে তেমন কোনো হ্যান্ডসেট এই বছর টেক মার্কেটে আসেনি। Realme এবং Xiaomi ব্র্যান্ড বেশিরভাগ সময়ই প্রিমিয়াম রেঞ্জের মোবাইল লঞ্চ করতে ব্যাস্ত থাকলেও এই বছর হাতে গোনা কয়েকটি লো-বাজেট ডিভাইস লঞ্চ হয়েছে। অনেকেই মনে করছে যে গ্লোবাল মার্কেটে চিপসেটের শর্টেজের কারণেই এই বছর মোবাইলগুলির দাম বেশ খানিকটা বেশিই হয়েছে।

তবে চিন্তার কোনো কারণ নেই, কেননা এখনও টেক মার্কেটে রয়েছে 10,000 টাকা বাজেটের মধ্যের বেশ কয়েকটি স্মার্টফোন। আপনি যদি এই বাজেটের মধ্যে মোবাইল কিনতে চান তবে এক্ষুনি দেখে নিতে পারের 2021 সালের সেরা কম দামের ডিভাইসের লিস্ট-

Realme Narzo 30A

10,000 টাকা বাজেটের মধ্যে আপনি যদি স্মার্টফোন কিনতে চান , তবে লিস্টে সবার আগে আসবে Realme Narzo সিরিজের 30A মডেল। দাম কম হলেও এই ফোনের স্পেসিফিকেশন কিন্তু খুব একটা খারাপ নয়। Realme Narzo 30A আসছে বেশ বড়ো মাপের 6.5 ইঞ্চি স্ক্রিন সাইজের ডিসপ্লের সাথে। এই হ্যান্ডসেটের ডিসপ্লেতে রয়েছে হাই ডেফিনেশন প্লাস কোয়ালিটি। এই ডিভাইসের স্ক্রিনের পিক্সেল রেজোলিউশন রয়েছে 1600X720 পিক্সেল। এই স্মার্টফোন আসছে বেশ উন্নত প্রসেসরের সাথে, কাজ করবে Helio G85 অক্টা- কোর চিপসেটে। এই মডেলে ক্যামেরা স্পেসিফিকেশন হিসেবে রয়েছে 13MP প্রাইমারি ক্যামেরা এবং 8MP সেলফি ক্যামেরা। এছাড়া আসছে 2MP সেকেন্ডারি ক্যামেরার সাথে।

Moto G10 Power

Motorola ব্র্যান্ড গত 18 মাসে বেশ কয়েকটি নতুন স্মার্টফোন লঞ্চ করলেও 10,000 টাকা বাজেটে টেক মার্কেটে এনেছে Moto G10 Power হ্যান্ডসেট। আপনি যদি কোনো বেসিক স্পেসিফিকেশনের ফোন কিনতে চান তবে এটি আপনার জন্য হতে পারে বেস্ট চয়েস। এই ডিভাইসে রয়েছে 6.51 ইঞ্চির হাই ডেফিনেশন প্লাস ডিসপ্লে। প্রসেসর হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন 460 চিপসেট। এই হ্যান্ডসেটের ক্যামেরা স্পেসিফিকেশন হিসেবে রয়েছে 48MP প্রাইমারি ক্যামেরা। এছাড়া আসছে 8MP ফ্রন্ট ক্যামেরার সাথে। এই স্মার্টফোন কাজ করবে অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমে। এছাড়া ব্যাটারি স্পেসিফিকেশন হিসেবে রয়েছে 6000mAh ব্যাটারি। এই ডিভাইসের স্টোরেজ ফিচার হিসেবে রয়েছে 4GB RAM এবং 64GB ইন্টারনাল।

Redmi 9 Prime

Redmi ব্র্যান্ড 2021 সালের শুরুর দিকে কেবল এক্টিমাত্র স্মার্টফোন লঞ্চ করেছে যা হল Redmi 9 Prime । এই হ্যান্ডসেট আসছে 6.53 ইঞ্চির হাই ডেফিনেশন প্লাস ক্যাটেগরির ডিসপ্লের সাথে। এই ফোন আসছে মাল্টি টাচ ক্যাপাসিটিভ স্ক্রিনের সাথে যেখানে পিক্সেল রেজোলিউশন রয়েছে 2340X1080 পিক্সেল। এই ডিভাইস আসছে 4GB RAM এবং 64GB ইন্টারনাল মেমোরির সাথে। এই মডেল আসছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপের সাথে। যেখানে প্রাইমারি ক্যামেরা হিসেবে রয়েছে 13MP সেন্সর। আসছে 8MP ফ্রন্ট সেলফি ক্যামেরার সাথে। এই ফোন কাজ করবে মিডিয়াটেক Helio G80 অক্টা-কোর প্রসেসরে।

Micomax In 1

এই বছরে Micomax ব্র্যান্ড তেমন কোনো স্মার্টফোন লঞ্চ না করলেও মাত্র 10,000 টাকা বাজেটের মধ্যে আসছে Micomax In 1 হ্যান্ডসেট। এই ফোন আসছে 6.67 ইঞ্চির ফুল হাই ডেফিনেশন প্লাস ডিসপ্লের সাথে। যেখানে স্ক্রিনের পিক্সেল রেজোলিউশন রয়েছে 1080X2400 পিক্সেল। এই মোবাইল চলবে মিডিয়াটেক Helio G80 প্রসেসরে, যেখানে স্টোরেজ হিসেবে আছে 4GB RAM । এই ডিভাইস কাজ করবে Android 10 অপারেটিং সিস্টেমে। যেখানে রয়েছে 5000mAh ব্যাটারি। এই Micomax In 1 হ্যান্ডসেট আসছে ফাস্ট চার্জের সাপোর্টের সাথে। ক্যামেরা ফিচার হিসেবে রয়েছে 48MP প্রাইমারি ক্যামেরা এবং 2MP লেন্স।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo