কম বেশি সবারই জিজ্ঞাসা থাকে যে ভাল ক্যামেরা, ভাল ব্যাটারি বা ভাল পারফমেন্স যুক্ত সেরা স্মার্টফোন গুলি কি। আমরা আজ আপনাদের জন্য তাই এমন কিছু স্মার্টফোন নিয়ে এলাম যাতে এই সব বৈশিষ্ট্যই আছে আর যে স্মার্টফোন গুলির দাম Rs 15,000 এর থেকে কম।
Coolpad Cool 1
এই স্মার্টফোনটি বাজেট রেঞ্জের স্মার্টফোনের মধ্যে একটি।
এই ডিভাইসে 5.5 ইঞ্চির ডিসপ্লে, কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 652, র্যাম 4GB, আর ইন্টারনাল স্টোরেজ 32GB আছে. এছাড়া এই ডিভাইসে 13 মেগাপিক্সালের ডুয়াল ক্যামেরা সেটআপ আছে.এর ফ্রন্ট ক্যামের 8 মেগাপিক্সাল. এই ডিভাইসের ব্যাটারি 4000mAh.
আমেজান থেকে 12,999 টাকায় কিনুন Coolpad Cool 1 (Gold, 4GB)
Nubia ZTE Z11 Mini
বাজেট রেঞ্জের মধ্যে যদি আপনি একটি ভাল ক্যামেরা যুক্ত স্মার্টফোন চান তবে এটি আপনার জন্য একটি ভাল অপশন হতে পারে। এই ডিভাইসে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 617 SoC আছে। এই ডিভাইসের ডিসপ্লে 5.0 ইঞ্চি। এই ডিভাইসের র্যাম 3GB আর স্টোরেজ 32GB। এর ব্যাটারি 2800mAh এর।
আমেজান থেকে 12,999 টাকায় কিনুন Nubia Z11 Mini (Black) (Space Grey, 16 GB)
Lenovo P2
Lenovo P2 স্মার্টফোনের ব্যাটারি লাইফ খুব ভাল। এই ডিভাইসে 5100mAh এর ব্যাটারি আছে। এই ডিভাইসে 5.5 ইঞ্চি ফুল HD ডিসপ্লে আছে। এই ডিভাইসের র্যাম 3GB। এর ইন্টারনাল স্টোরেজ 32GB। ক্যামেরা 13 আর 5 মেগাপিক্সাল।
ফ্লিপ্কার্ট থেকে কিনুন 14,999 টাকায় Lenovo P2 (Grey/Graphite Grey, 32 GB) (3 GB RAM)
Lenovo Z2 Plus
এই স্মার্টফোনটি এই ক্যাটাগরির সেরা স্মার্টফোন। এই ডিভাইসে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 820 SoC আছে। এই ফোনের পারফরমেন্স খুব ভাল। এই ডিভাইসে 5.0 ইঞ্চির ডিসপ্লে আছে। এই ডিভাইসের ইন্টারনাল স্টোরেজ 32GB আর র্যাম 3GB।এই ডিভাইসের ক্যামেরা 13 আর 8 মেগাপিক্সালের। এই ডিভাইসের ব্যাটারি 3500mAh। এই ডিভাইসের অপারেটিং সিস্টেম 6.0.1।
আমেজান থেকে 13,499 টাকায় কিনুন Lenovo Z2 Plus (White, 32GB)
Moto G5
আপনি একটি কমপ্যাক্ট স্মার্টফোনের সন্ধানে থাকলে এই ফোনটি আপনি ব্যবহার করতেই পারেন। এই ডিভাইসে 5.0 ইঞ্চির ডিসপ্লে আছে। এই ডিভাইসে 3GB র্যাম আছে। এই ডিভাইসের স্টোরেজ 16GB। এর ক্যামেরা 13 আর 5 মেগাপিক্সাল।এর ব্যাটারি 2,800mAh।
আমেজান থেকে 11,999 টাকায় কিনুন Moto G5 (3 GB, Lunar Grey)
Xiaomi Redmi 3S Prime
আপনার বাজেট যদি Rs 10,000’র থেকে কম হয় তবে এই স্মার্টফোনটি আপনার জন্য সবথেকে ভাল বিকল্প। এই ডিভাইসে 4100mAh এর ব্যাটারি আছে যাতে 2 দিনের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। এই ডিভাইসে 5 ইঞ্চির ডিসপ্লে আছে।এই ডিভাইসে 3GB র্যাম আছে।এর ইন্টারনাল স্টোরেজ 32GB।
আমেজান থেকে 9,999 টাকায় কিনুন Xiaomi Redmi 3S Prime (Gold, 32GB)
Moto G5 Plus
আপনার বাজেট যদি Rs 15,000’র থেকে একটু বেশি হয় তবে এটি আপনার জন্য একটি ভাল বিকল্প হতে পারে। এই স্মার্টফোনটিতে 12 আর 5 মেগাপিক্সালের ক্যামেরা পাওয়া যাবে। এই ডিভাইসের র্যাম 4GB আর এর ইন্টারনাল স্টোরেজ 32GB।
ফ্লিপ্কার্ট থেকে কিনুন 16,999 টাকায় Moto G5 Plus (Gold, 32 GB) (4 GB RAM)#OnlyOnFlipkart