2022 সালে একাধিক ফোন ভারতে লঞ্চ করেছে। কখনও 30,000 টাকা বা তার বেশি দামের ফোন লঞ্চ করেছে, তো কখনও আবার 15,000- 20,000 টাকা দামের ফোনও লঞ্চ করেছে। তবে এই 15,000 টাকার কমের ফোন যেগুলো, অর্থাৎ বাজেট ফ্রেন্ডলি ফোনগুলো ভারতের বাজারে বেশ ভালো সাড়া পেয়েছে। অন্যদিকে ফোন প্রস্তুতকারক সংস্থাগুলো 30,000 টাকার বিভাগে বেশি মনোনিবেশ করেছে কারণ তারা সেখানে সমস্ত প্রিমিয়াম ফিচার দিয়ে ফোনগুলোর দাম মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে রাখার চেষ্টা করেছে। আসুন এবার দেখে নেওয়া যাক 2022 সালে লঞ্চ হওয়া কিছু সেরা বাজেট ফ্রেন্ডলি ফোন যেগুলোর দাম 15,000 টাকার কম।
এই ফোনটিকে 2022 সালের সেরা বাজেট ফ্রেন্ডলি ফোন বলা হচ্ছে কারণ এখানে এই অল্প দামের মধ্যেও একাধিক দুর্দান্ত ফিচার মিলছে। Qulacomm Snapdragon 4 Gen 1 প্রসেসর রয়েছে এই ফোনটিতে, সঙ্গে আছে 120 Hz রিফ্রেশ রেট সহ একটি 6.68 ইঞ্চির ডিসপ্লে। 18W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 5000mAh ব্যাটারি আছে এখানে। যদিও এই ফোনের সঙ্গে চার্জার থাকবে না, আপনাকে আলাদা ভাবেই এটাকে কিনতে হবে। এই জিনিসটা এখন অনেক স্মার্টফোন কোম্পানিকে করতে দেখা যায় যবে থেকে Apple iPhone 12 এর সময় থেকে ফোনের সঙ্গে চার্জার দেওয়া বন্ধ করে দিল তবে থেকে। এই ফোনে 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং তিন বছরের সিকিউরিটি সাপোর্ট মিলবে। এই ফোনে আছে দুর্দান্ত ক্যামেরা যার সাহায্যে দারুন সমস্ত ছবিও তোলা যাবে।
Samsung Galaxy M13 এর একটি 5G ভার্সনও লঞ্চ করেছে, কিন্তু সেটার থেকে এই 4G মডেলটি অনেক বেটার। মাত্র 10,749 টাকাতেই একজন 15W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 6000mAh ব্যাটারি পাবেন, সঙ্গে 6.6 ইঞ্চির একটি Full HD+ LCD ডিসপ্লে পেয়ে যাবেন। Exynos 850 প্রসেসর রয়েছে এই ফোনে। এই প্রসেসরের সাহায্যে বেশ একটি স্মুদ অভিজ্ঞতা অর্জন করতে পারবেন ব্যবহারকারীরা। এই ফোনে যে ক্যামেরা আছে সেটার সাহায্যে মোটামুটি ভাল ছবি তোলা যাবে কিন্তু বেশি ভাল কিছুর আশা না রাখাই ভাল।
এটা সব থেকে সস্তার বাজেট ফ্রেন্ডলি ফোন এই তালিকার। এই ফোনে গ্রাহকরা বেশ একটি ইউনিক ডিজাইন সহ বিভিন্ন ধরনের উন্নতমানের ফিচার পেয়ে যাবেন।MediaTek Dimensity 700 প্রসেসরের সাহায্যে এই ফোনটি পরিচালিত হবে। 18W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 5000mAh ব্যাটারি আছে এই ফোনে। এই ফোনটি বর্তমানে 10,999 টাকাতেই পাওয়া যাচ্ছে। 6.58 ইঞ্চির একটি Full HD+ ডিসপ্লে আছে এই ফোনে। এই টাকায় মোটের উপর বেশ ভালই একটি ক্যামেরা পেয়ে যাবেন গ্রাহকরা।
এই ফোনটি একটি অলরাউন্ডার ফোন যেখানে কম দামে আপনি একাধিক দারুন সমস্ত ফিচার পেয়ে যাবেন। Qualcomm Snapdragon 680 প্রসেসরের সাহায্যে এই ফোন পরিচালিত হবে। IP 52 রেটিং আছে এই ফোনে ফলে জলের ছিঁটে লাগলেও কোনও অসুবিধা হবে না। এখানে ব্লটফ্রি অ্যান্ড্রয়েড সফটওয়্যার এক্সপিরিয়েন্স মিলবে যা সাধারণত এই বাজেটের ফোনে পাওয়া যায় না। 90 Hz রিফ্রেশ রেট সহ একটি AMOLED ডিসপ্লে আছে। 5000mAh ব্যাটারি সহ দুর্দান্ত স্টিরিও স্পিকার আছে এই ফোনে।
15,000 টাকার বিভাগের মধ্যেই এটি একটি রেয়ার ফোন যা আপনার নজর কাড়তে বাধ্য। 33 ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 5000mAh ব্যাটারি মিলবে এই ফোনে। দুর্দান্ত স্টিরিও স্পিকার, তবে এখানে কোনও ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ইত্যাদি মিলবে না। তবে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সাহায্যে দিনের আলোয় ভাল ছবি তোলা যাবে এই ফোনের সাহায্যে। 90 Hz রিফ্রেশ রেট সহ একটি 6.6 ইঞ্চির LCD Full HD+ ডিসপ্লে রয়েছে এই ফোনে।