স্মার্টফোন ছাড়া আজকাল জীবন কল্পনা করা যায় না। এটা যে কেবল আজ যোগাযোগের মাধ্যম হিসেবে রয়ে গিয়েছে সেটা একদমই নয়। রোজকার নানা কাজকর্ম এখন ফোনের মাধ্যমেই করা সম্ভব। এছাড়া ছোটখাটো কাজ যেমন সেরা মুহূর্ত বন্দি সহ, ইত্যাদি সবই এখন ফোন দিয়ে করা সম্ভব। আর মজার কথা হল ফোন কেনা মানেই যে পকেটে সবসময় অনেক বেশি চাপ পড়া সেটা কিন্তু নয়। ভারতে এখন এমন একাধিক ফোন আছে যেগুলোর দাম 15,000 টাকার মধ্যে। এই ফোনের পারফরমেন্স যেমন ভালো হয়, তেমনই এখানে ভালো ব্যাটারি সহ ক্যামেরা পাওয়া যায়। আপনি যদি বাজেট ফ্রেন্ডলি ফোন কিনতে চান এখন তাহলে দেখে নিন এই রেঞ্জের সেরা 4 ফোনের হদিস।
এই ফোনটি পরিচালিত হয় Snapdragon 8 Gen 1 প্রসেসরের সাহায্যে। এখানে আছে 120 Hz রিফ্রেশ রেট সহ 5G সাপোর্ট। ফলে বুঝতেই পারছেন যাঁরা গেম খেলতে পছন্দ করেন তাঁদের জন্য এটি একটি আদর্শ ফোন হতে পারে। সারাদিনের কাজকর্মের জন্য এখানে আপনি দারুন পারফরমেন্স পেয়ে যাবেন। ফলে আপনি যদি বাজেট ফ্রেন্ডলি কোনও ফোন কেনার কথা এখন ভাবেন তাহলে এটিকে পছন্দের তালিকায় রাখুন।
এখানে 5G সাপোর্ট সহ 90 Hz রিফ্রেশ রেট মিলবে এই ফোনে। এখানে আছে MediaTek Dimensity 700 প্রসেসর সহ 22.5W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 5000mAh ব্যাটারি। ফলে এটি একটি ট্রাস্টেড ব্র্যান্ডের ফাটাফাটি ফোন যা আপনি মাত্র 15,000 টাকার মধ্যে কিনতে পারবেন। Redmi 12 সিরিজের তুলনায় Redmi 11 Prime 5G অনেক বেশি সস্তা।
ভারতের গ্রাহকদের কাছে অন্যতম পছন্দের এবং বিশ্বাসযোগ্য স্মার্টফোন ব্র্যান্ড হল Samsung। এই কোম্পানির Samsung Galaxy F23 5G ফোনটি 15,000 টাকার মধ্যে কেনা যাবে। এখানে 12 5G ব্র্যান্ড সাপোর্ট করে। ট্রিপল রিয়ার ক্যামেরা আছে এখানে যেখানে প্রাইমারি ক্যামেরায় মিলবে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর। এছাড়া আছে 120 Hz রিফ্রেশ রেট সহ 5000mAh ব্যাটারি। আপনি চাইলে এটিকে অনলাইনে কিনতে পারেন সেখানে আপনি আরও একাধিক অফার পেয়ে যাবেন।
এই ফোনটিও আপনি 15,000 টাকার মধ্যে কিনতে পারবেন। এখানে একটি চোখ ধাঁধানো ডিজাইন আছে। কালো এবং পার্পল রঙে কেনা যাবে এই ফোন। এখানে আছে 90 Hz রিফ্রেশ রেট সহ একটি ডিসপ্লে এবং 18W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 5000mAh ব্যাটারি। Snapdragon 480 প্রসেসর আছে এই ফোনে। এই ফোনেও মিলবে ট্রিপল রিয়ার ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় আছে 48 মেগাপিক্সেলের একটি সেন্সর।