Rs. 10,000 টাকার মধ্যে ভারতের সেরা ফোন (জুন 2017)

Updated on 16-Jun-2017
HIGHLIGHTS

এর মধ্যে বেশ কিছু ফোন আপনার অবশ্যই পছন্দ হবে

আপনি যদি Rs 10,000 দামের মধ্যে নতুন স্মার্টফোন খুঁজছেন তবে আপনার কাছে অনেক বিকল্প আছে। এই রেঞ্জের মধ্যে আপনি অনেক ভাল ফিচার্স যুক্ত স্মার্টফোনও পেয়ে যাবেন। আসুন তেমন কিছু সেরা স্মার্ট ফোন এবার দেখে নেওয়া যাক।

Xiaomi Redmi Note 4

এই ফোনটির ব্যাটারি লাইফ খুব ভাল। এতে 4100mAh এর ব্যাটারি আছে। এই ডিভাইসে 5.5 ইঞ্চির ডিসপ্লে আছে। এটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 625 প্রসেসার যুক্ত। এর র‍্যাম 4GB আর এর ইন্টারনাল স্টোরেজ 64GB। এই ডিভাইসে রেয়ার ক্যামেরা 13 মেগাপিক্সালের আর ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সালের।

Xiaomi Redmi 4

নোট 4 এর পরে এটি সবথেকে ভাল স্মার্টফোন। এই ডিভাইসে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 435 আছে। এই ডিভাইসটির পারফরমেন্স ভাল। এই ডিভাইসের ব্যাটারি 4100mAh এর। এই ফোনের ব্যাটারি ব্যাকআপ ভাল।

Yu Yureka Black

এই ডিভাইসটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 430 আছে। এটি এই ক্যাটাগরির সেরা স্মার্টফোন। এই ডিভাইসের ব্যাটারি 4GB’র আর এর ইন্টারনাল স্টোরেজ 32GB।

Lenovo K6 Power

এই ডিভাইসটির ডিজাইন Xiaomi Redmi Note 3 এর মতন। এই ডিভাইসে অক্টাকোর কোয়াল্কম স্ন্যাপড্র্যাগ্ন আছে। এই ডিভাইসের ইন্টারনাল স্টোরেজ 32GB। এই ফোনটির ডিসপ্লে 5.0 ইঞ্চির। এটি 4100mAh ব্যাটারি যুক্ত। এই ডিভাইসের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 6.0.1।    

Xiaomi Redmi 4A

এই ডিভাইসটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 425SoC আছে। এটি রেডমির অন্যান্য স্মার্টফোনের তুলনায় অত শক্তিশালী নয়। তবে আপনি যদি 6,000 টাকা বাজেটের মধ্যে স্মার্টফোন কিনতে চান তবে এটি আপনার জন্য একটি ভাল বিকল্প হবে।

Moto G4 Plus

এই স্মার্টফোনটিতে স্টেলার ক্যামেরা আছে। এই ডিভাইসে 5.5ইঞ্চির ডিসপ্লে আছে। এই ডিভাইসটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 617 যুক্ত। এই ডিভাইসের ব্যাটারি 3000mAh এর। এটি অ্যান্ড্রয়েড 6.0.1 অপারেটিং সিস্টেম যুক্ত।  

Moto G4 Play

আপনি যদি অ্যান্ড্রয়েডের UI ব্যবহার করা পছন্দ করেন তবে এই স্মার্টফোনটি আপনার জন্য একটি ভাল বিকল্প। এই ডিভাইসে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 410 SoC আছে। আপনি যদি গেমিং এ আসক্ত না হন তবে এই ফোনটির পারফরমেন্স  আপনাকে নিরাশ করবেনা।

Coolpad Note 5 Lite

এটি কুল প্যাড নোট 5 এর ছোট ভার্শান। এই স্মার্টফোনটির ডিজাইন খুব ভাল। তবে এটি একই রেঞ্জের মধ্যে থাকা রেডমি নোট 4 আর রেডমি 4 এর থেকে ভাল বিকল্প।

Coolpad Note 5

এই স্মার্টফোনটির ব্যাটারি খুব ভাল। এই ডিভাইসে 4010mAh এর ব্যাটারি আছে। এই ব্যাটারিটি ২ দিন ধরে চলতে পারে। এই ডিভাইসের পারফরমেন্স ডিসেন্ট।

Lenovo Vibe K5 Plus

এই ডিভাইসটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 616 প্রসেসার আছে। তবে এই ফোনটি এখনও অ্যান্ড্রয়েড 5.1 এ কাজ করে। তবে এই ফোনের প্রসেসার আপডেট করা হয়েছিল। 

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India!

Connect On :