৮০০০ টাকার মধ্যে এই মুহূর্তে ভারতের সেরা ফোন

৮০০০ টাকার মধ্যে এই মুহূর্তে ভারতের সেরা ফোন
HIGHLIGHTS

এই তালিকায় থাকা স্মার্টফোন গুলি পারফরমেন্স বা ক্যামেরা সব দিক দিয়েই সেরা

বাজেট স্মার্টফোন গুলির সাইজ আর শেপ একই রকমের হয়। তবে আপনি যদি 8000 টাকার মধ্যে বাজেট স্মার্টফোনের খোঁজ করছেন তবে এই খানে থাকা ফোন গুলি আপনাদের এই রেঞ্জের মধ্যে ফোন খুঁজতে সাহায্য করবে। এই তালিকায় থাকা ফোন গুলি এই রেঞ্জের মধ্যে থাকা সেরা পারফরমেন্স, ক্যামেরা লুক আর বিল্ড যুক্ত স্মার্টফোন। আপনি এই তালিকায় আরও কিছু ফোন যোগ করতেই পারেন তবে এই মুহূর্তে এই গুলিই হল এই রেঞ্জের সেরা স্মার্টফোন।

১। Xiaomi Redmi 3s

আপনি যদি বাজেট স্মার্টফোন খুঁজছেন তবে কোন ফোনটি আপনাকে টাকা অনুযায়ী খুব ভাল পারফেমেন্স দেবে? তবে এর মধ্যে এই ফোনটি অন্যতম সেরা, এই ফোনটির দাম 8000 টাকার মধ্যে। এই ফোনের ডিসপ্লেটি 5-ইঞ্চির আর এর রেজিলিউশন 720p। এই ডিসপ্লেটি ওয়ার্ম কালার আর এই তালিকায় থাকা বেস্ট ভিউইং অ্যাঙ্গেল যুক্ত। এই ফোনটিতে কোয়াল্কাম স্ন্যাপড্র্যাগন 430 SoC আছে এই ফোনের র‍্যাম 2GB। এই ফোনটির ব্যাটারি 4100mAh এর, এই ব্যাটারি দিয়ে দুদিন ধরে ফোন সহজেই ব্যবহার করা যায়। স্পেক্সঃ ডিস্প্লেঃ 5-ইঞ্চি, 720 x 1280 p SoC: কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 430 র‍্যামঃ 2GB স্টোরেজঃ 16GB ক্যামেরাঃ 13MP, 5MP ব্যাটারি নন রিমুভেবেল লিয়ন 4100 mAh OS: অ্যান্ড্রয়েড 6.0.1।

২। Xiaomi Redmi 4A 

রেডমি 4A স্মার্টফোনটির সঙ্গে সাওমি 6 হাজার রেঞ্জেরে মধ্যে প্রবেশ করেছে। এই ফোনটির পারফরমেন্স ভাল এই ফোনে কোয়াল্কাম স্ন্যাপড্র্যাগন 425 SoC আছে আর এই ফোনের র‍্যাম 2GB। এই ফোনের ডিসপ্লেটি 5-ইঞ্চির আর এই ফোনটি 4G VoLTE সাপোর্ট করে। এই ফোনের রেয়ার ক্যামেরা 13MP’র যা এই রেঞ্জের মধ্যে থাকা অন্যন্য ফোনের মধ্যে থাকা ক্যামেরার মধ্যে ভাল। স্পেক্সঃ ডিসপ্লেঃ 5.0-ইঞ্চি, SoC: কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 425 র‍্যামঃ 2GB স্টোরেজঃ 16GB ক্যামেরা 13MP, 5MP, ব্যাটারি 3120mAh OS: অ্যান্ড্রয়েড 6.0 ললিপপ।

৩। Lenovo Vibe K5

লেনোভোর এই ফোনটি এই তালিকায় পারফেমেন্স আর বিশ্বাসযোগ্যতার মাপকাঠিতে তৃতীয় নম্বরে আছে। এটি সহজ আর দামের দিক থেকেও কম। এই ফোনটি যেকোন ইউজারই সহজেই ব্যবহার করতে পারেবন। গেমিং এর জন্য তেমন ভাল না হলেও এই ফোনটি নিয়মিত ব্যবহারের জন্য ভাল। এই ফোনের ক্যামেরাটি ডিসেন্ট, এবং এর ব্যাটারি লাইফও ভাল। স্পেক্সঃ ডিসপ্লেঃ 5-ইঞ্চি, 720 x 1280 p SoC: কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 415 র‍্যামঃ 2GB স্টোরেজঃ 16GB ক্যামেরা 13MP, 5MP, ব্যাটারি রিমুভেবেল লিয়ন 2750 mAh ব্যাটারি, OS: অ্যান্ড্রয়েড, v5.1।

৪। Xolo Black 1X

এই তালিকায় আছে, এই ফোনটিতে 1080p ডিসপ্লে যুক্ত। এই ফোনটি 8000 টাকা দামের মধ্যে থাকা ফোনের মধ্যে একটি ভাল ফোন। এই ফোনের ইন্টারনাল স্টোরেজ 32GB। এই ফোনটিতে মিডিয়াটেক MT6753 SoC আছে এই বাজেটের ফোনের মধ্যে এটি অন্যান্য ফোনের তুলনায় বেসি ফাস্ট। এই ফোনের ব্যাটারি লাইফ অ্যাভারেজ। স্পেক্সঃ ডিসপ্লে-5-ইঞ্চি,  1080 x 1920 p SoC: মিডিয়াটেক MT6753 র‍্যামঃ 3GB স্টোরেজ 32GB    

ক্যামেরাঃ 13MP, 5MP ব্যাটারি নন রিমুভেবেল Li-Po 2400 mAh OS: অ্যান্ড্রয়েড v5.1

৫। Micromax Canvas Pulse 4G

মাইক্রোম্যাক্স ক্যানভাস প্লাস 4G ফোনটির পারফরমেন্স ভাল। এটি একটি ভাল কার্ভড যুক্ত ফোন,  এই ফোনটির সাইড মেটালের যা একে বাজেট স্মার্টফোনের মধ্যে একটা আলাদা লুক দেয়। এই ফোনটিতে মিডিয়াটেক MT6753 SoC আছে। এই ফোনে ফেসবুকের মতন অ্যাপ গুলি ভালভাবে ব্যবহার করা যায়। তবে এই ফোনটির ব্যাতারি লাইফ তেমন ভাল নয়। স্পেক্সঃ ডিসপ্লেঃ 5- ইঞ্চি, 720 x 1280 p SoC: মিডিয়াটেক MT6753 র‍্যামঃ 3GB স্টোরেজ 16GB ক্যামেরাঃ 13MP, 5MP ব্যাটারি 2100mAh রিমুভেবেল ব্যাটারি OS: অ্যান্ড্রয়েড v5.1।

৬। Lava X81

লাভা X81 একটি দেখতে সুন্দর ফোন। এই ফোনটি পারফরমেন্সের দিক থেকে সাওমি রেডমি 3s এর প্রতিযোগী। এই ফোনে মিডিয়াটেক MT6735 X81 এর সঙ্গে আছে যা নিরাশা জনক নয়। এই ফোনটির সবথেকে বড় সেলিং পয়েন্ট হল এর আইফোনের মতন ডিজাইন। স্পেক্সঃ ডিসপ্লেঃ 5-inch, 720 x 1280 p SoC: মিডিয়াটেক MT6735 র‍্যাম 3GB স্টোরেজঃ 16GB ক্যামেরা 13MP, 5MP ব্যাটারি লিলিয়ন 2700 mAh OS: অ্যান্ড্রয়েড v6.0.1।

 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo