যে কোনো স্মার্টফোনের ক্যামেরা ও স্টোরেজের সাথে গুরুত্বপূর্ণ ফিচার হল ব্যাটারি। আজকাল অধিকাংশ মোবাইলেই থাকে 5,000 mAh ব্যাটারি ফিচার। তবে এখন কয়েকটি হ্যান্ডসেট রয়েছে যারা 7000mAh ব্যাটারি। আপনিও যদি এমন ব্যাটার ফিচারের স্মার্টফোন কিনতে চান তবে চোখ বোলাতে পারেন নীচের লিস্টে।
Samsung Galaxy F62, Tecno Pova 2, Samsung Galaxy M51 মডেল আসে 7000mAh ব্যাটারি ফিচারসমেত। এই মডেলগুলি বেশ বাজেট ফ্রেন্ডলিও। পাওয়া যাবে 25,000 টাকার মধ্যেই।
হাতেগোনা যে কয়েকটি স্মার্টফোনে 7000mAh ব্যাটারি ফিচার পাওয়া যায় তাদের মধ্যে অন্যতম হল Samsung Galaxy F62। 25,000 টাকা বাজেটের মধ্যে যেসমস্ত স্মার্টফোন পাওয়া যায় তাদের মধ্যে সেরা হল এই মোবাইল। Samsung Galaxy F62 স্মার্টফোনের আকর্ষণীয় স্পেসিফিকেশনগুলি হল- 8GB RAM স্টোরেজ ফিচার যা এক্সপ্যান্ড করা যায় 1TB পর্যন্ত। ডিসপ্লে হিসেবে রয়েছে 6.7ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে। ক্যামেরা ফিচারের মধ্যে উল্লেখযোগ্য হল 64MP কোয়াড রিয়ার ক্যামেরা, 32MP সেলফি শুটার। এছাড়া ব্যাটারি ফিচার হিসেবে রয়েছে 7,000 mAh ব্যাটারি ও 18W ফাস্ট চার্জের সাপোর্ট।
Samsung Galaxy F62 মোবাইলের 6GB RAM ভ্যারিয়েন্ট পাওয়া যাবে 23,999 টাকায়। 8GB RAM ভ্যারিয়েন্ট কেনা যাবে 25,999 টাকায়। কেনা যাবে ফ্লিপকার্ট এবং স্যামসাংয়ের অফিসিয়াল সাইট থেকে। পাওয়া যাবে বিভিন্ন অফলাইন স্টোরেও।
Tecno Pova 2 স্মার্টফোন সবচাইতে সস্তা স্মার্টফোনগুলির মধ্যে একটি। এতে রয়েছে 7000mAh ব্যাটারি ফিচার। পাওয়া যাচ্ছে 64GB এবং 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টে। Tecno Pova 2 ডিভাইসে রয়েছে 6.95 ইঞ্চি এফএইচডি প্লাস ডট ডিসপ্লে। ক্যামেরা ফিচার হিসেবে রয়েছে 48MP কোয়াড রিয়ার ক্যামেরা সিস্টেম , 18W ফাস্ট চার্জের সুবিধাসমেত। প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও G85 SoC চিপসেট।
Tecno Pova 2 স্মার্টফোনের 64GB স্টোরেজ মডেলের দাম 10,999 টাকা। 128GB স্টোরেজ মডেল পাওয়া যাবে 13,499 টাকায়। দুটি ভ্যারিয়েন্ট পাওয়া যাবে তিনটি কালার অপশনে। অ্যামাজন ই-কমার্স সাইট এবং অফলাইন স্টোরে কেনা যাবে এই ফোন।
7000mAh ব্যাটারি ফিচারসমেত মোবাইলগুলির মধ্যে অন্যতম হল Samsung Galaxy M51। এই স্মার্টফোনে রয়েছে বেশ শক্তিশালী স্পেসিফিকেশন। এতে রয়েছে 6.7 ইঞ্চি ডট ডিসপ্লে। প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 730G। স্টোরেজ হিসেবে রয়েছে 6GB RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজ। ক্যামেরা ফিচার হিসেবে রয়েছে 64MP কোয়াড রিয়ার ক্যামেরা ও 32MP ফ্রন্ট ক্যামেরা।
Samsung Galaxy M51 স্মার্টফোনের একটিমাত্র ভ্যারিয়েন্ট রয়েছে 6GB RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজ। Amazon থেকে কেনা যাবে 23,990 টাকায়।