ক্যামেরা সহ ভাল ফিচার্স চাই কিন্তু বাজেট 15000? তাহলে দেখে নিন এই স্মার্টফোনগুলো
বর্তমানে স্মার্টফোনের দাম বিভিন্ন কারণে বেশ অনেকটাই বেড়েছে
কিন্তু এদিকে আপনার বাজেট মাত্র পনের হাজার? তাতেও মিলবে ভাল স্মার্টফোন
15 হাজারের মধ্যে স্মার্টফোনগুলো দেখে নিন তাদের ফিচার সমেত
ইদানিং ভাল মানের স্মার্টফোন কিনতে গেলে খরচ একটু বেশিই করতে হচ্ছে আগের তুলনায়। এর মূল কারণ যন্ত্রাংশের মূল্যবৃদ্ধি। আগে 10 হাজারের মধ্যে দারুন সব স্মার্টফোন পাওয়া যেত, যেখানে মিলত এক গুচ্ছ দারুন সব ফিচার। কিন্তু এখন ভাল ফিচারযুক্ত ফোন যেটা ভাল পারফর্ম করবে সেগুলো কিনতে গেলে কম করে 15 হাজার টাকা খরচ করতেই হচ্ছে।
কিন্তু 15 হাজারের মধ্যেই বিভিন্ন ব্র্যান্ডের দারুন সব ফোন পাওয়া যাচ্ছে। Xiaomi, Realme, Oppo সহ বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন 15 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন। আপনারাও কিন্তু এর মধ্যে স্মার্টফোন কেনার পরিকল্পনা রয়েছে কিন্তু বাজেট সীমিত? তাহলে এই পাঁচটি স্মার্টফোন দেখে নিতে পারেন, রয়েছে দারুন সব ফিচার, সঙ্গে 50 মেগাপিক্সেলের ক্যামেরা।
Redmi 10
Redmi 10 ফ্লিপকার্টে এখন মাত্র 10,499 টাকায় পাওয়া যাচ্ছে 4GB RAM ভ্যারিয়েন্টের জন্য। 6GB RAM ভ্যারিয়েন্টের জন্য খরচ করতে হবে 12,499 টাকা। এতে থাকছে 64GB ইন্টারনাল স্টোরেজ। 6.7 ইঞ্চির HD+ ডিসপ্লে থাকছে। এর পাশাপাশি 50+2 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। 6000 mAh এর ব্যাটারি আছে এই ফোনে। অত্যাধুনিক Qualcomm Snapdragon 680 প্রসেসর আছে ফোনটিতে। ফলে দারুন পারফরমেন্স যে দেবে তা বোঝাই যাচ্ছে। এই ফোনটি তিনটি রঙে পাওয়া যায় মিডনাইট ব্ল্যাক, ক্যারিবিয়ান গ্রিন এবং প্যাসিফিক ব্লু।
POCO M4 Pro 5G
POCO M4 Pro 5G ফোনটি তিনটে ভ্যারিয়েন্টে পাওয়া যায়, 4GB RAM, 6GB RAM, এবং 8GB RAM। 4GB RAM এর দাম 15,049 টাকা ফ্লিপকার্টে, 6GB এর দাম 17,059 টাকা এবং 8GB এর জন্য 19,079 টাকা দিতে হবে। ফোনটি তিনটে রঙে পাওয়া যায়, পাওয়ার ব্ল্যাক, কুল ব্লু এবং হলুদ। এই ফোনের ইন্টারনাল স্টোরেজ হচ্ছে 128 GB। সঙ্গে আছে 6.6 ইঞ্চ ফুল HD+ ডিসপ্লে। মিডিয়াটেক ডায়মেন্সিটি 810 প্রসেসর যুক্ত ফোনটিতে 50+8 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা আছে। ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেলের। 5000mAh ব্যাটারি রয়েছে এই ফোনে।
Realme 9i
Realme 9i তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যায়। 128 স্টোরেজ এবং 4GB RAM যুক্ত ফোনের দাম 14,999 টাকা, একই ইন্টারনাল স্টোরেজ এবং 6GB RAM এর দাম 15,999 টাকা। এছাড়া আরও একটি ভ্যারিয়েন্ট আছে এই ফোনের, যেখানে 64GB ইন্টারনাল স্টোরেজ এবং 4GB RAM পাওয়া যায়, দাম 13499 টাকা। এই ফোনেও 6.6 ইঞ্চ HD+ ডিসপ্লে রয়েছে। সঙ্গে 50+2+2 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এতে 5000mAh এর লিথিয়াম ion ব্যাটারি রয়েছে। Qualcomm Snapdragon 680 চিপসেট রয়েছে ফোনটিতে। prism black এবং prism blue এই দুটি রঙে পাওয়া যায় realme 9i।
Vivo T1
Vivo T1 এরও তিনটি ভ্যারিয়েন্ট রয়েছে। 4GB+128 GB ভ্যারিয়েন্টের dam 14,499 টাকা, 6GB+128GB ভ্যারিয়েন্টের 15,999 টাকা। 8GB +128 GB ভ্যারিয়েন্টের দাম হচ্ছে 17,999 টাকা। এই ফোনটি তিনটি রঙে পাওয়া যায়, স্টারি স্কাই, আইজ ডন এবং মিডনাইট গ্যালাক্সি। 6.44 ইঞ্চ full HD AMOLED ডিসপ্লে রয়েছে ভিভোর এই ফোনে। 50+2+2 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা আছে সঙ্গে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। 5000mAh ব্যাটারি সহ Qualcomm Snapdragon 680 প্রসেসর আছে Vivo T1 এ।
Oppo K10
6GB+128 GB RAM ভ্যারিয়েন্টের এই ফোন কিনতে ব্যয় হবে 14,990 টাকা, 8GB+128GB ভ্যারিয়েন্টের দাম 16,990টাকা। 6.59 ইঞ্চির full HD+ ডিসপ্লে রয়েছে ফোনটিতে। সঙ্গে 50+2+2 মেগাপিক্সেলের ক্যামেরা এবং 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। 5000mAh এর ব্যাটারিও আছে Oppo K10 এ। 33W ফাস্ট চার্জিং এর সুবিধার সঙ্গে Qualcomm Snapdragon 680 প্রসেসর রয়েছে। পাশাপাশি রয়েছে ডুয়াল স্পিকার, OPPO গ্লো ডিজাইন।