স্টাইলিশ ডিজাইন এবং দুর্দান্ত ফিচার সহ স্মার্টফোন কিনতে চান? লিস্টে রয়েছে iPhone, Oneplus, Google, Samsung
iPhone 14 Pro Max এ iPhone 14 Pro এর তুলনায় বড় ডিসপ্লে আছে
এই ফোনগুলি লুক বা ডিজাইনের দিক থেকে বেশ নজর কাড়বে
লিস্টে রয়েছে iPhone, Oneplus, Google, Samsung স্মার্টফোন
কার চোখে কোনটা ভাল লেগে যায় বলা মুশকিল! কারণ সৌন্দর্যের বিষয়টা পুরোটাই মানুষের দেখার উপর নির্ভর করে। আর এটা অনেকটাই সত্য। তবে সব স্মার্টফোন লুক বা ডিজাইন আকর্ষণীয় হয় যে এমনটা নয়। আজ এই খবর থেকে দেখে নিন এমন 14টি ফোন যেগুলোর ডিজাইন আপনার মনে ধরবেই ধরবে।
Apple iPhone 14 Pro/ iPhone 14 Pro Max
2022 সালে লঞ্চ হওয়া অন্যতম আকর্ষণীয় ফোন এটি। এখানে একটি পিল শেপের পাঞ্চ হোল ডিজাইন রয়েছে যেটাকে ডায়নামিক আইল্যান্ড বলা হচ্ছে। আর এটাই যেন গোটা ফোনের লুক একদম পাল্টে দিয়েছে। iPhone 14 Pro Max এ iPhone 14 Pro এর তুলনায় বড় ডিসপ্লে আছে, সঙ্গে উল্লিখিত একই ফিচার আছে। ফলে এই ফোনটিও লুক বা ডিজাইনের দিক থেকে বেশ নজর কাড়বে।
Samsung Galaxy S22 Ultra
এই ফোনের নতুন ইন্ডিভিজুয়াল লেন্স ডিজাইন, ফ্রস্ট ফিনিশ ম্যাট ব্যাক প্যানেল এই ফোনটিকে অন্যতম আকর্ষণীয় ফোন করে তুলেছে।
Samsung Galaxy Z Flip 4
এই ফোনটির ডিজাইন বা লুক তো আপনার নজর কাড়বেই কাড়বে। এতে রয়েছে কমপ্যাক্ট ফর্ম ফ্যাক্টর, তেমনই আছে ফোল্ডেবেল স্ক্রিন, ভাইব্রেন্ট রঙ, ইত্যাদি।
Samsung Galaxy Z Fold 4
এটি Samsung এর Flodable Flagship 2022 স্মার্টফোন। এই ফোনের সাধারণ অথচ সুন্দর ডিজাইন আপনার ভাল লাগতে বাধ্য। একটা স্লিম প্রোফাইল আছে এই ফোনে ফলে সহজেই এটা ধরা যায়। সঙ্গে আছে রাউন্ড কোনা। গ্রেগ্রিন, ব্ল্যাক, বেইজ রঙে এই ফো। উপলব্ধ রয়েছে।
Google Pixel 7 Pro
এই ফোনে বোল্ড ডিজাইন মিলবে, Google Pixel 6 এর তুলনায় এই ফোনটি আরও সুন্দর দেখতে। এই ফোনের পিছনে একটি সুনির্দিষ্ট ক্যামেরা বার আছে। স্টেনলেস স্টিল দিয়ে তৈরি সেটা, ফলে নজর তো কাড়বেই।
Oppo Reno 8 pro
বর্তমানে বাজারের সব থেকে গর্জিয়াস ফোনটি হল এই Oppo Reno 8 Pro। এর ইউনিবডি গ্লাস ডিজাইন, ক্যামেরা আইল্যান্ড সবটাই বেশ আকর্ষণীয়। সঙ্গে রয়েছে ভিনটেজ সিনেমা ক্যামেরার জন্য কাটআউট সেন্সর বোর্ডের এবং ফ্ল্যাশ।
OnePlus 10T
এই ফোনের ক্যামেরা আইল্যান্ড আপনার দৃষ্টি আকর্ষণ করবে। এখানে একটি নতুন ধরনের রিয়ার ডিজাইন দেখা যাবে ক্যামেরা মডিউলের জন্য।
OnePlus 10R
OnePlus কোম্পানির সেরা লুক যুক্ত ফোন হচ্ছে এটি। এখানে স্লিকডিজাইন আছে সঙ্গে রয়েছে ডুয়াল প্যানেল। ফলে এটা এই ফোনকে একদম ফ্রেশ একটা লুক দেবে।
Vivo V25 Pro
এই ফোনের ডিজাইন বলুন বা রঙ সবটাই বেশ অন্যরকম। এই ফোনটিকে সূর্যের আলোয় ধরলে তার রঙ বদলে যায় কারণ এতে আছে রঙ বদলানো AG গ্লাস।
Nothing Phone 1
চেনা ফোনের ডিজাইন থেকে এই ফোনের ডিজাইন একদম আলাদা। এতে ট্রান্সপারেন্ট ব্যাক রয়েছে সঙ্গে Glyph ইন্টারফেস মিলবে যা আপনি অন্য কোনও স্মার্টফোনে পাবেন না।
IQOO 9T Legend
এটি একটি প্রিমিয়াম হাই পারফরমেন্স স্মার্টফোন সঙ্গে আছে Flagship ডিজাইন। ট্রাই কালার স্ট্রিপ দেখা যায় এই ফোনের ব্যাক প্যানেলে যা এটাকে আরও আকর্ষণীয় করে তোলে।
Motorola Edge 30 Fusion
এটা অন্যতম পাতলা ফোন বাজারের। এই ফোনের ফ্রন্ট এবং ব্যাক প্যানেলে কার্ভ দেখা যায়। এটা একাধিক রঙে উপলব্ধ রয়েছে, সোলার গোল্ড, কসমিক গ্রে, ইত্যাদি রঙে মেলে এই ফোনটি।
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile