2023 সালে ভারতে একাধিক Flagship ফোন লঞ্চ করেছে ইতিমধ্যেই। আগামী মাসগুলোতেও আরও বেশ কিছু ফোন আসছে দেশে। ইতিমধ্যেই Samsung -এর তরফে Samsung Galaxy S23 ফোনটির সিরিজ লঞ্চ করে গিয়েছে। এছাড়া IQOO -এর তরফে IQOO 11 ফোনটিও লঞ্চ করে গিয়েছে। ফেব্রুয়ারি মাসে দেশে এসেছে OnePlus 11 5G। দেখে নিন এই বছর লঞ্চ হয়েছে বা হবে এমন Flagship ফোনগুলোর বিশেষত্ব।
OnePlus- এর তরফে তাদের নতুন Flagship ফোন ফেব্রুয়ারি মাসে লঞ্চ করা হয়েছে। এই ফোনে আছে Snapdragon 8 Gen 2 প্রসেসর। এটি এই কোম্পানির সব থেকে শক্তিশালী ফোন। এখানে আছে 16 GB RAM। 6.7 ইঞ্চির একটি ডিসপ্লে আছে এই ফোনে। সেখানে মিলবে 2K রেজোলিউশন। অ্যান্ড্রয়েড 13 এর সাহায্যে এই ফোনটি পরিচালিত হবে। এখানে আছে ট্রিপল রিয়ার ক্যামেরা যেখানে প্রাইমারি ক্যামেরায় আছে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর। আর ফ্রন্ট ক্যামেরায় আছে 16 মেগাপিক্সেলের একটি সেন্সর। ভারতে এই ফোনটির দাম রাখা হয়েছে 56,999 টাকা।
এই ফোনটিও এই বছর লঞ্চ করেছে। এটি Snapdragon 8 Gen 2 প্রসেসর এবং অ্যান্ড্রয়েড 13 এর সাহায্যে চলবে। এখানে 6.78 ইঞ্চির একটি E6 AMOLED ডিসপ্লে আছে। গ্রাহকরা এখানে 16 GB RAM এবং 512 GB ইন্টারনাল স্টোরেজ মিলবে। এছাড়া আছে 120W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ ট্রিপল রিয়ার ক্যামেরা যেখানে প্রাইমারি ক্যামেরায় আছে 50 মেগাপিক্সেলের সেন্সর। এছাড়া বাকি দুটো ক্যামেরায় আছে 8 এবং 13 মেগাপিক্সেলের আরও দুটি ক্যামেরা আছে। সেলফি তোলার জন্য এখানে আছে 16 মেগাপিক্সেলের একটি সেন্সর।
Samsung Galaxy S23 সিরিজ এই বছর Samsung Galaxy Unpacked 2023 এ লঞ্চ করা হয়েছে। এখানে আছে Samsung Galaxy S23, Samsung Galaxy S23 Plus, Samsung Galaxy S23 Ultra। এর মধ্যে Flagship ফোন হল Samsung Galaxy S23 Ultra। এখানে আছে Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর এবং অ্যান্ড্রয়েড 13। 6.8 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে আছে যেখানে মিলবে 2K রেজোলিউশন এবং 120 HZ রিফ্রেশ রেট। 240 HZ টাচ স্যাম্পলিং রেট, HDR 10+ সহ সর্বোচ্চ 1750 নিটসের ব্রাইটনেস। সুরক্ষার জন্য এখানে আছে গোরিলা গ্লাস Victus 2। 12 GB RAM এবং 1 TB ইন্টারনাল স্টোরেজ মিলবে। কোয়াড ক্যামেরা আছে এই ফোনে যেখানে প্রাইমারি ক্যামেরায় আছে 200 মেগাপিক্সেলের একটি সেন্সর। এছাড়া বাকি তিনটেতে আছে 12, 10, 10 মেগাপিক্সেলের সেন্সর। এখানে আছে 100X জুমের সুবিধা। 12 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা আছে এই ফোনে। 45W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি আছে এই ফোনে। এটির দাম 1,24,999 টাকা।