ঘণ্টার পর ঘণ্টা ব্যবহারের পরও শেষ হয় না ব্যাটারি, কম বাজেটে রয়েছে এই দুর্দান্ত স্মার্টফোনস

Updated on 28-Dec-2022
HIGHLIGHTS

স্মার্টফোন কেনার সময় যদি আপনার মাথায় সবার আগে ব্যাটারির কথা আসে তাহলে দেখে নিন এই 5টি স্মার্টফোন যেখানে পাবেন দুর্দান্ত ব্যাটারি

লিস্টে রয়েছে Samsung, Oppo, iPhone স্মার্টফোন

একবার চার্জ দিলে প্রায় গোটা দিন ব্যাটারি ব্যাকআপ মিলবে এই ফোনে

কোনও গ্রাহকের পছন্দ ফোনের স্টাইলিশ ডিজাইন বা কাউর ফিচার পছন্দ। কেউ চান দারুন ক্যামেরা যুক্ত ফোন। কারও চাই ভাল ব্যাটারি এসব এমন ফোন। আপনি কোন দলে পড়েন? তৃতীয়? স্মার্টফোন কেনার সময় যদি আপনার মাথায় সবার আগে ব্যাটারির কথা আসে তাহলে দেখে নিন এই 5টি স্মার্টফোন যেখানে পাবেন দুর্দান্ত ব্যাটারি। 

1. Samsung Galaxy M32 5G

এই ফোনটিতে 5000mAh ব্যাটারি আছে ফলে এক চার্জেই ফোনটি যে দীর্ঘক্ষণ চলতে পারবে সেটা বুঝতেই পারছেন। এছাড়া এতে পাবেন 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। এই ভ্যারিয়েন্টটির বাজার মূল্য হল 22,989 টাকা (Flipkart)।  এছাড়া এতে 48 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ আছে। 

2. Oppo Reno 8 5G

এই ফোনে 4500mAh ব্যাটারি আছে। ফলে একবার চার্জ দিলে প্রায় গোটা দিন ব্যাটারি ব্যাকআপ মিলবে এই ফোনে। এছাড়া পারফরমেন্সের জন্য এই ফোনে আছে MediaTek Dimensity 1300 প্রসেসর। ট্রিপল রিয়ার ক্যামেরা আছে এই ফোনে যার মধ্যে প্রাইমারি ক্যামেরায় আছে 50 মেগাপিক্সেলের সেন্সর। 29,999 টাকায় এই ওজনের 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট মিলবে। 

3. iPhone 13

যদি আপনার বাজেটের ব্যাপার না থাকে তাহলে এই ফোনটি কিনতে পারেন। দুর্দান্ত ব্যাটারির সঙ্গে ক্যামেরা, ইত্যাদি পাবেন। ফলে এক ঢিলে অনেকগুলো জিনিস পেয়ে যাবেন। এই ফোনের 128 GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম 65,999 টাকা। 

4. Samsung Galaxy M13

এই ফোনে রয়েছে 6000mAh ব্যাটারি। তাই একদিন কিংবা তারও বেশি ব্যাটারি ব্যাকআপ মিলবে এই ফোনে। এটি একটি বাজেট ফ্রেন্ডলি ফোন। মাত্র 13,690 টাকায় এই ফোনের 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন। 

5. Realme Narzo 50A

8 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলটির দাম 11,499 টাকা। এই ফোনেও আছে 6,000 mAh ব্যাটারি।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :