নতুন বছর শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। 2022-এ ভারতে 5G কানেক্টিভিটির ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ বছর ছিল। 1 অক্টোবর ভারতে 5G সার্ভিস লঞ্চ হয়েছিল। ইন্ডিয়া মোবাইল কংগ্রেস (IMC 2022) এর 6th এডিশনে 5G পরিষেবা চালু করেছেন। দেশে 5G পরিষেবা চালু হওয়ার পর স্মার্টফোনের বাজারে 5G ডিভাইসের চাহিদাও বেড়েছে। স্মার্টফোন কোম্পানিগুলো গত দুই বছর থেকে অনেক 5G স্মার্টফোন লঞ্চ করেছে।
বেসরকারি টেলিকম সংস্থা, Airtel এবং Jio দেশের নানান বড় শহর যেমন কলকাতা, দিল্লি, মুম্বাই, পুনে, বেনারস, চেন্নাই, ইত্যাদিতে 5G পরিষেবা চালু করে দিয়েছে। আপনি এই পরিষেবার সুবিধা পেতে চান কিন্তু আপনার ফোনে 5G সাপোর্ট করে না? নতুন ফোন কেনার কথা ভাবছেন বছর শেষ হওয়ার আগেই? তাহলে দেখে নিন 25,000 টাকার মধ্যে একাধিক 5G স্মার্টফোনের তালিকা।
এই ফোনে আছে 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। 67W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ বড় ব্যাটারি আছে এই ফোনে। সঙ্গে 120 Hz রিফ্রেশ রেট সহ 6.67 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে রয়েছে, যেখানে সুরক্ষার জন্য দেওয়া হয়েছে কর্নিং গোরিলা গ্লাস 5। এই ফোনের পারফরমেন্স পরিচালিত হবে Qualcomm Snapdragon 695 5G প্রসেসরের সাহায্যে। ডুয়াল স্টিরিও স্পিকার এবং অ্যালেক্সা হ্যান্ডস ফ্রি ফিচার রয়েছে এতে। 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ ট্রিপল রিয়ার ক্যামেরা আছে এই ফোনে। সঙ্গে 3.5 mm অডিও জ্যাক আছে এই ফোনে। এই ফোনের আসল দাম 24,999 টাকা। তবে এখন এই ফোনের উপর Amazon এ ছাড় দিচ্ছে, ফলে 5000টাকা কমেই এখন এই ফোন 19,999 টাকায় পাওয়া যাচ্ছে।
ট্রিপল ক্যামেরা সেটআপ সহ 6 GB RAM আছে এই ফোনে। এই ফোনের প্রাইমারি ক্যামেরায় আছে 108 মেগাপিক্সেলের একটি সেন্সর। অন্যদিকে ফ্রন্ট ক্যামেরায় আছে 16 মেগাপিক্সেলের একটি সেন্সর। এই ফোনটির পারফরমেন্স পরিচালিত হবে Octa Core MediaTek Dimensity 920 প্রসেসরের সাহায্যে। 5160mAh ব্যাটারি আছে এই ফোনে। 22,380 টাকায় পেয়ে যাবেন এই ফোনটি।
6.5 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে আছে এই ফোনে। Qualcomm Snapdragon 778G প্রসেসরের সাহায্যে এই 5G ফোনটির পারফরমেন্স পরিচালিত হবে। এখানে 5G পরিষেবা সাপোর্ট করবে। চারটি ক্যামেরা আছে এই ফোনে যেখানে প্রাইমারি ক্যামেরায় আছে 64 মেগাপিক্সেলের একটি সেন্সর আর ফ্রন্ট ক্যামেরায় সেলফি এবং ভিডিও কলের জন্য আছে 32 মেগাপিক্সেলের একটি সেন্সর। 4500mAh এর ব্যাটারি আছে এই ফোনে। IP67 রেটিং আছে এই ফোনে। আর দাম? মাত্র 24,494 টাকা।
এই ফোনে আছে 8GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ, সঙ্গে Octa Core MediaTek Dimensity 700 প্রসেসরের সাহায্যে এই ফোনের পারফরমেন্স পরিচালিত হয়। 60 Hz রিফ্রেশ রেট সহ একটি 6.58 ইঞ্চির IPS LCD ডিসপ্লে রয়েছে এই ফোনে। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ ট্রিপল ক্যামেরা সেটআপ আছে, সঙ্গে ফ্রন্ট ক্যামেরায় সেলফি এবং ভিডিও কলের জন্য আছে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। এছাড়া একটি 5000 mAh ব্যাটারি এবং LED ফ্ল্যাশ আছে। এই ফোনের দাম 20,990 টাকা।
এই ফোনে 60 Hz রিফ্রেশ রেট সহ একটি 6.43 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে রয়েছে। সঙ্গে আছে 8GB RAM। ট্রিপল রিয়ার ক্যামেরার প্রাইমারি ক্যামেরায় আছে 64 মেগাপিক্সেলের একটি সেন্সর। 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা আছে সেলফি এবং ভিডিও কলের জন্য। এই ফোন পরিচালিত হবে Qualcomm Snapdragon 695 প্রসেসরের সাহায্যে। সঙ্গে আছে 4500mAhএর ব্যাটারি। এই ফোনের দাম 21,999 টাকা।
Octa Core Qualcomm Snapdragon 695 প্রসেসরের সাহায্যে এই ফোনটির পারফরমেন্স পরিচালিত হবে। এই ফোনেও আছে 6 GB RAM। 120Hz রিফ্রেশ রেট সহ 6.6 ইঞ্চির একটি OLED ডিসপ্লে আছে এই ফোনে। 50 মেগাপিক্সেলের সেন্সর রয়েছে প্রাইমারি ক্যামেরায় আর 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা আছে। এই ফোনের দাম 21,999 টাকা।