Smartphones under 10000: বছর শেষ হতে চলেছে এবং এই সময়ে কোম্পানিগুলি তাদের নতুন স্মার্টফোন নিয়ে আসছে। এখন স্মার্টফোন নির্মাতা কোম্পানিরা Budget Smartphones-এ বিশেষ ফিচার অফার করছে। আপনি যদি 10 হাজার টাকার নিচে একটি স্মার্টফোন খুঁজছেন, তবে Nokia C20 Plus, Motorola Moto E7 Plus, Samsung Galaxy F02S, Realme Narzo 30A এবং Infinix Hot 11S আপনার জন্য সেরা বিকল্প হতে পারে। আসুন এই সমস্ত স্মার্টফোন সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক…
স্যামসাং গ্যালাক্সি F02S এর 6.5 HD+ ইনফিনিটি-V ডিসপ্লে রয়েছে যার অ্যাসপেক্ট রেশিও 20: 9। ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 450 চিপসেট রয়েছে। ফোনটি 3 জিবি র্যাম এবং 32 জিবি স্টোরেজ এবং 4 জিবি র্যাম সহ 64 জিবি ইনবিল্ট স্টোরেজের সাথে বাজারে আনা হয়েছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়ানো যেতে পারে।
Samsung এর এই ফোনে ফটোগ্রাফির জন্য পিছনে 13 মেগাপিক্সেল প্রাইমারি, 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ লেন্স রয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনে একটি 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। কানেক্টিভিটির জন্য, এই ফোনে 4G LTE, ওয়াই-ফাই, ব্লুটুথ, GPS, 3.5mm অডিও জ্যাক এবং ইউএসবি টাইপ-C মতো ফিচার দেওয়া হয়েছে। Samsung Galaxy F02s অ্যান্ড্রয়েড 10 ভিত্তিক OneUI কোর কাস্টম স্কিন এর সাথে আসে। ফোনে 5000mAh ব্যাটারি রয়েছে যা 15 ওয়াটের চার্জিংকে সপোর্ট করে।
Samsung স্মার্টফোনের 3GB RAM এবং 32GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 9,499 টাকা।
Infinix Hot 11S স্মার্টফোনে 6.78 ইঞ্চি এফএইচডি প্লাস পাঞ্চহোল ডিসপ্লে সঙ্গে 90Hz রিফ্রেশ রেট। স্ক্রিনের টাচ স্যাম্পেল রেট 180HZ। এই ডিভাইসের রয়েছে মিডিয়াটেক হেলিও G88 চিপসেট সঙ্গে স্টোরেজ হিসেবে রয়েছে 4GB RAM ও 64GB ইন্টারনাল। Infinix Hot 11S ফোনে রয়েছে 50MP প্রাইমারি ক্যামেরা ও কোয়াড এলইডি ফ্ল্যাশ । সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে 8MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা। চার্জের বেনিফিট হিসেবে মিলবে 5,000 mAh ব্যাটারির সঙ্গে 18W ফাস্ট চার্জ ফিচার। এছাড়া রয়েছে ট্রিপল কার্ড স্লট যেখানে একটি অংশ রয়েছে মাইক্রো এসডি কার্ডের জন্য যার মাধ্যমে বাড়ানো যাবে 256GB পর্যন্ত স্টোরেজ এক্সপ্যানশন। অন্যান্য ফিচার হিসেবে রয়েছে ওয়েভ ফ্লো প্যাটার্ন ডিজাইন, রিয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়াল স্পিকার , DTS সারাউন্ড সাউন্ড।
Flipkart-এ Infinix Hot 11S-এর 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের দাম 10,499 টাকা।
Moto E7 Plus হাইব্রিড ডুয়াল সিম সপোর্ট দেওয়া হয়েছে। এছাড়া ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে, যার পিক্সেল রেজোলিউশন ১৬০০ x৭২০ এবং আসপেক্ট রেশিও ২০:৯। গ্রাফিক্সের জন্য ফোনটিতে কোয়ালকমের ১.৮ গিগাহার্টজ স্পিডের স্ন্যাপড্রাগন ৪৬০ প্রসেসর এবং অ্যাড্রেনো ৬১০ জিপিউ রয়েছে। ফোনটিতে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ রয়েছে, যা মেমোরি কার্ডের সাহায্যে বাড়ানো যেতে পারে। এই ফোনটিতে অ্যান্ড্রয়েড ১০ ওএস চলবে। এছাড়াও Moto E7 Plus ফোনটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাথে লঞ্চ হয়েছে।
ক্যামেরার কথা বললে মটোরোলার Moto E7 Plus ফোনে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে যার মূল ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল, যার অ্যাপারচার f / 1.7 রয়েছে। দ্বিতীয় লেন্সটি ২ মেগাপিক্সেলের। সেলফির জন্য এটিতে একটি ৮ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে, এতে অ্যাপারচার এফ / ২.২ রয়েছে। ফোনে পাওয়ারের জন্য এই ফোনে রয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি যা ১০ ওয়াট ফাস্ট চার্জিং সপোর্ট করবে। সংস্থা দাবি করেছে যে ফোনটি একবার ফুল চার্জে দুদিন দের ব্যাটারি ব্যাকআপ দেয়।
ই-কমার্স সাইট Flipkart-এ Motorola Moto E7 Plus-এর 4GB RAM এবং 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 8,999 টাকা।
Nokia C20 Plus-এ 6.5 ইঞ্চি HD+ স্ক্রিন রয়েছে। ফোনে 1.6 GHz অক্টা-কোর SC9863a প্রসেসর রয়েছে। ফোনে 2 জিবি RAM এবং 3 জিবি RAM বিকল্প রয়েছে। হ্যান্ডসেটটিতে 32 জিবি ইনবিল্ট স্টোরেজ রয়েছে যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 256 জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ফটোগ্রাফির জন্য ফোনে 8 মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরা সহ 2 মেগাপিক্সেল ফিক্সড ফোকাস ক্যামেরা রয়েছে। এছাড়া সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। হ্যান্ডসেটে পোর্ট্রেট মোড, এইচডিআর এবং বিউটিফিকেশনের মতো ক্যামেরা মোডের সাথে আসে। ফোনে পাওয়ার দিতে, একটি শক্তিশালী 4950mAh ব্যাটারি রয়েছে।
Nokia এর অফিসিয়াল সাইটে এই Nokia স্মার্টফোনের 2GB RAM এবং 32GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের দাম 8,999 টাকা।
এই লেটেস্ট রিয়েলমি স্মার্টফোন Android 10 এর উপর ভিত্তি করে রিয়েলমি ইউআইতে কাজ করে এবং এই ফোনে একটি 6.5 ইঞ্চির মিনি-ড্রপ (720×1,600 পিক্সেল) ডিসপ্লে রয়েছে যা এইচডি রেজোলিউশন সহ আসে। এর অ্যাসপেক্ট রেশিও 20: 9, স্ক্রিন-টু-বডি রেশিও 88.9 শতাংশ এবং পিক ব্রাইটনেস 570 নিট।
রিয়েলমি নারজো 30A স্মার্টফোনে স্পিড এবং মাল্টিটাস্কিংয়ের জন্য মিডিয়াটেক হেলিও G85 প্রসেসরের সাথে 4 জিবি পর্যন্ত র্যাম এবং 64 জিবি স্টোরেজ রয়েছে। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে স্টোরেজ বাড়ানো সম্ভব হবে। নতুন এন্ট্রি-লেভেলের এই স্মার্টফোনে সংস্থা 6000mAh ব্যাটারি দিয়েছে এবং 18 ওয়াটের ফাস্ট চার্জিং সপোর্ট করে।
ফোনের পিছনের প্যানেলে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, প্রাথমিক ক্যামেরা 13 মেগাপিক্সেল এবং এর অ্যাপারচার এফ/2.2, পোর্ট্রেট ক্যামেরা সেন্সর সহ অ্যাপারচার এফ / 2.4 রয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর, অ্যাপারচার এফ / 2.0 রয়েছে। ফোনটিতে সুপার নাইটস্কেপ মোড, থ্রি নাইট ফিল্টার, ক্রোমা বুস্ট, রেট্রো পোর্ট্রেট মোডের মতো ক্যামেরা ফিচার পাবেন।
Realme-এর ওয়েবসাইটে Realme Narzo 30A-এর 3GB RAM এবং 32GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের দাম 8,999 টাকা।