ভারতে বেশ অনেক দিন ধরে 4G VoLTE স্মার্টফোনের চাহিদা অনেক বেড়ে গেছে. এই সময় বাজারে অনেক 4G VoLTE স্মার্টফোন বিক্রি হচ্ছে, কিন্তু এখানে আমরা আপনাদের জন্য বাজারে পাওয়া যায় এরকম সবথেকে ভাল 4GVoLTE স্মার্টফোনের বিষয়ে বলছি. আপনি যদি এই ধরনের স্মার্টফোনের খোঁজে থাকনে তবে এখান থেকে আপনি বাজরে পাওয়া সেরা 4G VoLTE স্মার্টফোনের সন্ধান পেতে পারেন.
সাওমি রেডমি 3S
আপনার বাজেট যদি 7 হাজার হয় তবে আপনি সাওমি রেডমি 3S কিনতে পারেন. এই স্মার্টফোনটি Redmi 3S Prime এর টেন্ড ডাউন ভার্শন. এই ডিভাইসে থাকা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 430 প্রসেসার আছে. এই ডিভাইসে 5.0 ইঞ্চির ডিসপ্লে আছে. এই ডিভাইসের ইন্টারনাল স্টোরেজ 16GB, ক্যামেরা 13MP আর 5MP. এই ডিভাইসের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 6.0.1. মার্শমেলো. এই ডিভাইসের ব্যাটারি 4100mAh.
সাওমি রেডমি নোট 4
সম্প্রতি সাওমি রেডমি নোট 4 ভারতে লঞ্চ হয়েছে. আপনি এতে খুব ভাল ব্যাটারি লাইফ পাবেন. এর র্যাম 2GB আর 32GB র ইন্টারনাল স্টোরেজ আছে এতে. এই ফোনটিতে 13MP রেয়ার ক্যামেরা আছে. এটি অ্যান্ড্রয়েড মার্শমেলো অপারেটিং সিস্টেমে কাজ করে.
কুলপ্যাড কুল 1
আপনি যদি 15 হাজারের মধ্যে একটি ভাল 4G VoLTE স্মার্টফোন কিনতে চান তবে এই ফোনটি আপনার পছন্দ হবে. এই স্মার্টফোনটিতে 5.5 ইঞ্চির ডিসপ্লে, প্রসেসার কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 625, র্যাম 4GB, ইন্টারনাল স্টোরেজ 32GB. এছাড়া এই ডিভাইসে 13MP ডুয়াল ক্যামেরা সেটআপ আছে. এর ফ্রন্ট ক্যামেরা 8MP. এই ডিভাইসের ব্যাটারি 4000mAh. এটি অ্যান্ড্রয়েড 6.0 মার্শমেলো অপারেটিং সিস্টেমে কাজ করে.
লেনোভো Z2 প্লাস
লেনোভো Z2 প্লাস একটি সস্তা কিন্তু ভাল ডিভাইস, এটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 820 প্রসেসার যুক্ত. এটির দাম Rs.14,999. এটিতে 64GBর ইন্টারনাল স্টোরেজ আর 4GBর র্যাম আছে. এটিতে 5 ইঞ্চির ডিসপ্লে আছে.এর ব্যাটারি 3500mAhএর. এটিতে 13MP রেয়ার ক্যামেরা আর 8MPর ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে. এটিতে অ্যান্ড্রয়েড 6.0.1 মার্শমেলো অপারেটিং সিস্টেম আছে.
সাওমি Mi5
সাওমি Mi5 25 হাজারের মধ্যে পাওয়া যায় এমন ফোনের মধ্যে সবথেকে ফাস্ট স্মার্টফোন. যদিও এটি কোম্পানির সবথেকে ভাল ফ্ল্যাগশিপ ডিভাইস নয়. এই ডিভাইসে স্ন্যাপড্র্যাগন 820 প্রসেসার আছে. এটিতে 5.15 ইঞ্চির 1080p ডিসপ্লে আছে. এটিতে 3GB র্যাম আর 32GBর স্টোরেজ আছে. এর রেয়ার ক্যামেরা 16MPর.
ওয়ানপ্লাস 3T
ওয়ানপ্লাস 3T গত বছর লঞ্চ হওয়া সবথেকে ভাল স্মার্টফোনের মধ্যে একটি. এটিতে স্ন্যাপড্র্যাগন 821 প্রসেসার আছে. এটিতে 6GBর র্যাম দেওয়া হয়েছে. এর ডিসপ্লে 5.5 ইঞ্চির.
মোটো Z
এটি কোম্পানির সবথেকে নতুন ফ্ল্যাগশিপ ডিভাইস. এটি একটি মেটুলার ডিভাইস. এটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 820 প্রসেসার আছে. এর সঙ্গে এতে 4GB র্যামও আছে. এতে 13 MP র রেয়ার ক্যামেরা আছে.
অ্যাপেল আইফোন 7/7 প্লাস
অ্যাপেল গত বছর বাজারে আইফোন 7 আর আইফোন 7 প্লাস এনেছিল. দুটি ফোনই 4G VoLTE ফিচার যুক্ত. এতে খুব ভাল ক্যামেরা আছে, তবে এর দাম খুব বেশি.