5000mAh ব্যাটারি এবং ক্যামেরা সহ 4 দুর্দান্ত 4G স্মার্টফোন, দাম 5 হাজার থেকে শুরু

5000mAh ব্যাটারি এবং ক্যামেরা সহ 4 দুর্দান্ত 4G স্মার্টফোন, দাম 5 হাজার থেকে শুরু
HIGHLIGHTS

5 স্মার্টফোন Redmi Go, Gionee MAX, Samsung M01 Core, Maplin Kekai Alpha 4G এবং Itel A25 Pro এর ফিচার এবং দাম জেনে নিন

5 হাজার টাকার কম দামে বাজারে আসা সেরা 5 স্মার্টফোন

5000mAh এর শক্তিশালী ব্যাটারি এবং অসাধারন ক্যামেরা

দেশে এবং বিশ্বের জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা সংস্থা ভারতীয় বাজারে একসে বড় কর এক স্মার্টফোন আনতে চলেছে। আপনি যদি কোনও সস্তা স্মার্টফোনের খোঁজ করছেন তবে আমরা আপনাকে বাজারে উপস্থিত 5 হাজারের কম দামের 5টি সেরা স্মার্টফোন সম্পর্কে জানাবো। 5 হাজারে আসা এই স্মার্টফোনগুলিতে 4G কানেক্টিভিটি দেওয়া হয়েছে, এর পাশাপাশি দুর্দান্ত ফিচারও রয়েছে। এখানে আমরা আপনাকে এই 5 স্মার্টফোন Redmi Go, Gionee MAX, Samsung M01 Core, Maplin Kekai Alpha 4G এবং Itel A25 Pro এর ফিচার এবং স্পেসিফিকেশন থেকে নিয়ে দাম সম্পর্কে বলবো।

Redmi Go
দাম: 5,999 টাকা

Redmi Go ফোনটির স্পেশাল স্পেক্সের বিষয়ে বললে বলতে হয় যে এই ফোনে 5.0 ইঞ্চির HD ডিসপ্লে দেয়া হয়েছে। আর এই ফোনে 3000mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনে 1GB র‍্যাম আর 8GB স্টোরেজ আছে। এই ফোনের স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 128GB পর্যন্ত এক্সপেন্ড করা যায়। আর এই ফোনটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 425 কোয়াড কোর প্রসেসার যুক্ত। ফোনের ফ্রন্টে একটি 5মেগাপিক্সালের AI ক্যামেরা দেওয়া হয়েছে।

Itel A25 Pro
দাম: 4,999 টাকা

ফোনে 5 ইঞ্চি এইচডি ডিসপ্লে দেওয়া রয়েছে যা 1280×720 পিক্সেলের রেজোলিউশন সহ আসে। এই ফোনে একটি 5 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং একটি 2 মেগাপিক্সেল সেলফি লেন্সও রয়েছে। ফোনটিতে অ্যান্ড্রয়েড 9.0 ভিত্তিক অ্যান্ড্রয়েড গো রয়েছে। ফোনে দেওয়া হয়েছে 1.4GHz কোয়াড কোর প্রসেসরও রয়েছে। ফোনটি 2 জিবি র‌্যাম এবং 32 জিবি স্টোরেজ সহ কেনা যাবে। এটিতে 3020mAh ব্যাটারি রয়েছে।

Gionee MAX
দাম: 5,999

Gionee Max ফোনে রয়েছে 6.1 ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। এই ডিসপ্লের ডিজাইন ওয়াটারড্রপ নচ এবং পিক্সেল রেজোলিউশন 1560×720। এছাড়াও দুর্দান্ত এই ফোনে 1.6 গিগাহার্টজ Spreadtrum 9863A অক্টা কোর প্রসেসর রয়েছে। এই ফোনটির 2GB RAM ও 32GB স্টোরেজ বিকল্প পাওয়া যাচ্ছে। অপারেটিং সিস্টেম হিসাবে Gionee Max-এ রয়েছে Android 10। Gionee Max ফোনের পিছনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ। প্রাইমারি সেন্সর 13MP। এই ক্যামেরায় এএফ ডুয়াল ক্যামেরা বোকে মোড, নাইট মোড, বিউটি মোড, স্লো মোশন ভিডিয়ো সাপোর্ট করে। ভিডিয়ো কলিং এবং সেলফির জন্য এখানে পাবেন 5MP ফ্রন্ট ক্যামেরা। ডুয়াল সিমের এই ফোনে থাকছে আনলক ফিচার। ব্যাটারির দিক থেকে ফোনটিতে রয়েছে 5000mAh ব্যাটারি।

Samsung M01 Core
দাম: 6,990 টাকা

Samsung Galaxy M01 Core ফোনে একটি 5.3 ইঞ্চির HD+ TFT ডিসপ্লে দেওয়া হয়েছে। স্পিড এবং মাল্টিটাস্কিংয়ের জন্য এই ফোনে MediaTek 6739 কোয়াড-কোর প্রসেসর রয়েছে, যা পেয়ার করা থাকছে 2GB RAM এবং 32GB ইন্টারনাল স্টোরেজের সঙ্গে। এই ফোনের পিছনে একটি 8MP রিয়ার-ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। সেই রিয়ার প্যানেলেই রয়েছে LED ফ্ল্যাশ। সেলফি এবং ভিডিয়ো কলিংয়ের জন্য এই স্যামসাং মডেলে একটি 5MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে। এই ফোনে 3000mAh ব্যাটারি রয়েছে, যা ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo