ভারতে লঞ্চ করে গেছে Poco -এর নতুন ফোন Poco F5 5G। এই ফোনটির নাম দেশের বাজারে রাখা হয়েছে 29,999 টাকা। এই ফোনে আছে Snapdragon 7+ Gen 2 প্রসেসর সহ 5000 mAh ব্যাটারি, 120H HZ রিফ্রেশ রেট সহ AMOLED ডিসপ্লে। মে 16 থেকে কেনা যাবে এই ফোন।
Poco F5 5G ফোনটির একাধিক বিকল্প আছে দেশের বাজারে। 30,000 -এর মধ্যে কোন কোন ফোন পাবেন দেখুন।
এই ফোনে আছে 6.78 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে, এখানে আছে 120 HZ রিফ্রেশ রেট। MediaTek Dimensity 8200 প্রসেসরের সাহায্যে চলে এই ফোন। এখানে আছে 12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ।
অ্যান্ড্রয়েড 13 -এর সাহায্যে চলে এই ফোন। 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ ট্রিপল রিয়ার ক্যামেরা আছে এখানে, ফ্রন্ট ক্যামেরায় আছে 16 মেগাপিক্সেলের একটি সেন্সর। 120W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি আছে এখানে। এটির দাম 28,999 টাকা।
এই ফোনটিতে আছে 6.67 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে যেখানে পাবেন HDR 10+ সাপোর্ট। এটি পরিচালিত হয় MediaTek Dimensity 1080 প্রসেসরের সাহায্যে। 12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ আছে এখানে।
ট্রিপল রিয়ার ক্যামেরা আছে এখানে যেখানে প্রাইমারি ক্যামেরায় আছে 200 মেগাপিক্সেলের সেন্সর। ফ্রন্ট ক্যামেরায় আছে 16 মেগাপিক্সেলের সেন্সর। এখানে আছে 120W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি। এটির দাম 29,999 টাকা।
এই ফোনে আছে 6.4 ইঞ্চির একটি Full HD AMOLED ডিসপ্লে যেখানে আপনি 120 HZ রিফ্রেশ রেট পেয়ে যাবেন। এটি পরিচালিত হয় Exynos 2100 প্রসেসরের সাহায্যে। আছে 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ।
ট্রিপল রিয়ার ক্যামেরা আছে এই ফোনে সঙ্গে 32 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা আছে। 25W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 4500 mAh ব্যাটারি আছে এখানে। এটির দাম 31,999 টাকা।
এই ফোনে আছে 6.7 ইঞ্চির একটি সুপার ফ্লুইড ডিসপ্লে। এখানে 120 HZ রিফ্রেশ রেট আছে। Snapdragon 8+ Gen 1 প্রসেসরের সাহায্যে চলে এটি। আছে 16 GB RAM।
এখানে ট্রিপল রিয়ার ক্যামেরা আছে সঙ্গে 100W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি। 39,999 টাকা দাম হল এই ফোনের।
এই ফোনে আছে 6.55 ইঞ্চির একটি OLED ডিসপ্লে যেখানে 120 HZ রিফ্রেশ রেট পাওয়া যাবে। Snapdragon 778G+ প্রসেসরের সাহায্যে চলে এই ফোন। এখানে ডুয়াল রিয়ার ক্যামেরা আছে যেখানে দুটো 50 মেগাপিক্সেলের ক্যামেরা আছে।
ফ্রন্ট ক্যামেরায় আছে 16 মেগাপিক্সেলের সেন্সর। এই ফোনে আছে 33W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 4500 mAh ব্যাটারি। এখানে IP53 রেটিং আছে। এই ফোনের দাম 28,999 টাকা।