4G VoLTE ফিচারের এই 5টি স্মার্টফোনের দাম মাত্র Rs.3000…!!

Updated on 09-May-2017
HIGHLIGHTS

কিছু কোম্পানি আছে যারা খুব সস্তায় 4G VoLTE স্মার্টফোন বিক্রি করছে

এই সময় বাজারে 4G নেটওয়ার্কের চাহিদা তুঙ্গে আর সেই চাহিদার সঙ্গে টাল মিলিয়েই প্রতিদিন বাজারে 4G স্মার্টফোনের চাহিদাও বাড়তে থাকছে. কিন্তু এখনও বাজারে 4G স্মার্টফোনের দাম বেশ বেশি. তবে বেশ কিছু কোম্পানি কম দামের 4G VoLTE স্মার্টফোন বাজারে নিয়ে এসেছে. আমরা আমাদের এই তালিকায় এমন কিছু 4G VoLTE স্মার্টফোনের কথা বলব যার দাম Rs.3000 এর কাছাকাছি. তবে আসুন দেখা যাক এই ফোনগুলিতে 4GVoLTE ছাড়া আর কী কী ভাল ফিচার্স আছে..

 

Swipe Konnect Neo 4G
দাম : Rs. 3,199

স্পেকস:
4G VoLTE: হ্যাঁ
ডিসপ্লে: 4-ইঞ্চি
ক্যামেরা সেটআপ: 5MP রেয়ার, 1.3MP ফ্রন্ট
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড v6.0
র্যাম:512GB
ইন্টারনাল স্টোরেজ: 4GB
ব্যাটারি: 2000mAh
প্রসেসার: 1.5GHz কোয়াড কোর

আমেজান থেকে 3,133 টাকায় কিনুন Swipe Konnect Neo 4G (Black, 4 GB) (512 MB RAM)

iVooMi IV Smart 4G
দাম : Rs. 3,349

স্পেকস:
4G VoLTE: হ্যাঁ
ডিসপ্লে: 4-ইঞ্চি, 480x854p
ক্যামেরা সেটআপ: 2MP রেয়ার, 0.3MP ফ্রন্ট
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড v6.1
র্যাম:512MB
ইন্টারনাল স্টোরেজ: 4GB
ব্যাটারি: 1800mAh
প্রসেসার: 1.2GHz কোয়াড কোর

আমেজান থেকে 3,133 টাকায় কিনুন Swipe Konnect Neo 4G (Black, 4 GB) (512 MB RAM)

Lyf Flame 7
দাম: Rs. 3,499

স্পেকস:
4G VoLTE: হ্যাঁ
ডিসপ্লে: 4-ইঞ্চি, 480x800p
ক্যামেরা সেটআপ: 5MP রেয়ার, 2MP ফ্রন্ট
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড v5.1
র্যাম: 1GB
ইন্টারনাল স্টোরেজ: 8GB
ব্যাটারি: 1750mAh
প্রসেসার: 1.5GHz কোয়াড কোর

ফ্লিপ্কার্ট থেকে কিনুন Rs.3,449 টাকায় LYF FLAME 7 (Black, 8 GB) (1 GB RAM)

Micromax Bharat 2 Q402
দাম: Rs. 3,799

স্পেকস:
4G VoLTE: হ্যাঁ
ডিসপ্লে: 4-ইঞ্চি, 800x480p
ক্যামেরা সেটআপ: 2MP রেয়ার, 0.3MP ফ্রন্ট
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড 6.0 
র্যাম: 512GB
ইন্টারনাল স্টোরেজ: 4GB
ব্যাটারি: 1300mAh
প্রসেসার: 1.3GHz কোয়াড কোর

আমেজান থেকে 3,799 টাকায় কিনুন Micromax Bharat 2 Mobile Phone 4G VoLTE (Champagne)

Intex Aqua 4.0 4G

দাম : Rs. 3,729

স্পেকস:
4G VoLTE: হ্যাঁ
ডিসপ্লে: 4-ইঞ্চি, 360x640p
ক্যামেরা সেটআপ: 2MP রেয়ার, 0.3MP ফ্রন্ট

অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড v6.0
র্যাম:512GB
ইন্টারনাল স্টোরেজ: 4GB
ব্যাটারি: 1500mAh
প্রসেসার: 1.3GHz কোয়াড কোর

আমেজান থেকে 3,729 টাকায় কিনুন Intex Aqua 4.0 4G (Blue)

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India!

Connect On :