এই বছরে ল্যাপটপ ম্যানুফ্যাকচারার অনেক কছু এনেছে। এর আগে অনেক দিন পর্যন্ত ক্রিয়েটারদের MacBook বা Windows নির্ভর ল্যাপটপের জন্য অপেক্ষা করতে হত। আর এই বছরে OEM আর Nvidia এক সঙ্গে অনেক কিছু লঞ্চ করেছে। আর যা ক্রিয়েটারদের জন্যই নতুন জিনিস নিয়ে এসেছে। ক্রিয়েটার ল্যাপটপ গুলি GPU, NVMe ড্রাইভ আর শক্তিশালী CPU আর খুব দরকারি কালার অ্যাকুরেট ডিসপ্লের সঙ্গে এসেছে। গেমিং ল্যাপটপের সঙ্গে ক্রিয়েটার সেন্ট্রিক ল্যাপটপের পার্থক্য খুব কম, তবে এদের মুল পার্থক্য এদের ডিসপ্লে। যখন গেমিং ল্যাপটপ IPS প্যানেলের সঙ্গে আসে সেখানে ক্রিয়েটার তা ক্রিয়েটারে সুইচ করে আর আমরা এই সব কিছু দেখেই সেরাকে বেছে নিয়েছি।
Asus Zenbook Pro Duo আসুসের এই ল্যাপটপে আছে ইন্টেল Core i9-9980HK প্রসেসার যা 32GB DDR4 র্যাম, Nvidia GeForce RTX 2060 আর 1 ট্রিটাবাইট NVMe স্টোরেজ যুক্ত। আর এর মেন ডিসপ্লে 4K OLED প্যানেল সেন্ট্রিক। আর এর মানে এই জে এটি কালার sRGB আর AdobeRGB কালার রিপ্রোডাক্টিং 100 শতাংশতে করতে পারে। আর এর সঙ্গে আমাদের টেস্টে আমরা দেখেছি যে ZenBook Pro Duo ফাস্টেস্ট 4K রেন্ডিং টেস্ট যুক্ত। আর এর সঙ্গে আমরা একটি 4K ভিডিও LUT ফাইলের আর ট্রানশিশানের সঙ্গে দেখতে পারেও। আর আমরা এতে দুটি ফাইল এক্সপোর্ট করতে পারে, আর তা 4K রেজিলিশানে 1080 তে করা যায়। দুটিই 40Mbps য়ে যায়। আর এর সঙ্গে আমরা এতে Nikon D810 থেকে অ্যাডোবে লাইটরুম ক্লাসিক এক্সপোর্ট করতে পারি 50,100 আর500 RAW ফাইল করতে পারি। আর এখানে ZenBook Pro Duo কম সময় নেয় আর আর সঙ্গে এতে ইন্টেল কোর i9-9980HK আছে। আর এটি সব থেকে কম 3.2GHz। আর এর সঙ্গে এই ZenBook Pro Duo আমাদের টেস্টে দ্রুততার সঙ্গে এসেছে। আর এটি আমাদের এবারের জিরো 1 অ্যাওয়ার্ড জিতেছে।
Dell XPS 15 য়ে আপনারা তাদের এই বছরের লেটেস্ট মডেলের মতনই সব কিছু পাবেন। আর এর সঙ্গে এটি এর ভেতরে তেমন কোন পরিবর্তন করেনি। আর এই ডেলের ল্যাপটপে আছে Intel Core i9-9980HK যা ভাল ভাবে অপারেট করে। আর এখানে আছে এর সঙ্গে 32GB, DDR4 RAM আর 1TB NVMe স্টোরেজ, আর এই সব কিছু Nvidia GeForce GTX 1650 GPU যুক্ত। আর এর লো এন্ড GPU XPS 15 য়ের দেখে ডিসঅ্যাডভান্টেজ। আর উদাহরণ হিসাবে বলা যায় যে 4k এক্সপার্ট ZenBook Pro Duo এত সময় নেয় না তবে যখন GPU স্পেক্সের বিষয়ে বলা হচ্ছে তখন এর 4K ভিডিও 1080 ফাইল করে। আর এই Dell XPS 15 অনেক্ষন চলে। লাইটরুমের ক্ষেত্রে Dell XPS 15 ZenBook Pro Duo থেকে একটু কম। আর XPS 15 ZenBook Pro Duo র কাছাকাছি রেন্ডার টেস্টেও এসেছে, তবে এটি আরও একটু উন্নতি দরকার। আর এই Dell XPS 15 একটি ভার্সেটাইল ল্যাপটপ। এটি একটি শক্তিশালী ল্যাপটপ হলেও একটুর জন্য ZenBook Pro Duoর কাছে হেরে গিয়ে এই বছরের জিরো 1 অ্যাওয়ার্ডের রানার আপ হয়েছে।
MSI য়ের এই 15 একটু আগেই লঞ্চ হয়েছে, আর বাকি ল্যাপটপের মতন এটি MSI ক্রিয়েটারদের জন্য এনেছে। আর এই 15 আমাদের টেস্টিংয়ের সময়ে এর পার্ফর্মেন্স আর দামের ব্যালেন্সের জন্য এখানে এসেছে আর এতে আছে 10th জেনারেশানের Intel Core i7- 10710U প্রসেসার। আর এর সঙ্গে এর রিভিউ ইউনিটটি আমরা 16GB DDR4 RAM আর Nvidia GeForce GTX 1650 Max-Q আর 4GB VRAM যুক্ত। আর এর সঙ্গে এতে এটি ভাল করে টেস্ট করা হয়েছে আর এটি অ্যাডোবে লাইটরুম ক্লাসিক RAW ফাইল রেন্ডার টেস্টে পাস করেছে। আর এটি 4K ভিডিও এক্সপোর্ট করতে 17-20 মিনিট সময় নিয়েছে আর 23মিনিট সময় নিয়েছে Nikon D810 র 500RAW ফাইল এক্সপোর্ট করতে। এই MSI Prestige 15 দাম আর পার্ফর্মেন্সের সঠিক ব্যালেন্স দেয় আর এটি তাই এই ক্যাটাগরির বেস্ট বাই পুরস্কার পাচ্ছে।