Digit Zero1 Awards 2019:বেস্ট পার্ফর্মিং কনভার্টেবেল ল্যাপটপ

Digit Zero1 Awards 2019:বেস্ট পার্ফর্মিং কনভার্টেবেল ল্যাপটপ
HIGHLIGHTS

এখানে এই ক্যাটাগরির এবারের ডিজিট জিরো ওয়ান অ্যাওয়ার্ড বিজয়ীর বিষয়ে বলা হয়েছে

সাম্প্রতিক কালে দেখা গেছে যে PC ম্যানুফ্যাকচার কনভার্টেবেল ল্যাপটপ ক্যাটাগরি বানাচ্ছে বিশেষত লেনোভী। আর একটি ট্র্যাডিশানাল ল্যাপটপ মোডারেট ট্যাবলেট আর পপুলার চিয়ানিজ ইলেক্ট্রনিক কোম্পানি Yoga ব্র্যান্ড 2012 সালে নিয়ে এসেছে। আর সাম্প্রতিক লেনোভোর কনভার্টেবেল ল্যাপটপ রেঞ্জ এনেছে।

আর এর সঙ্গে লেনোভোর নতুন Yoga , Yoga S940 এই ফ্যাক্টে নেই। অন্যভাবে এও বলা যায় যে এটি একটি কনভার্টেবেল ল্যাপটপ নয়। এটি একটি প্রিমিয়াম ল্যাপটপ আর এটি অনেক হাল্কাও। যা ইন্টেল 8th যেন কোর i7 CPU আর 16GB র‍্যাম যুক্ত। এর ওজন 1.2 কেজি আর এর সঙ্গে এটি ফ্যান্সি আই ট্র্যাকিং বেস প্রাইভেসি গার্ড যুক্ত। আর লেনোভো এই বছরা তাদের আইডিয়াপ্যাড C340 তে গত বারের দামি Yoga C930 আর Yoga 730 র মতন দিয়েছে।

বিজয়ী ঃ Lenovo Ideapad C3 40(Rs, 73,590)

লেনোভোর নতুন কনভার্টেবেল ল্যাপটপ আর Yoga নামে আসছে না, তবে? সম্প্রতি লঞ্চ হওয়া IdeaPad C340 লেনোভোর কনভার্টেবেল ল্যাপটপের নতুন প্রয়াস। যা গ্রাহকদের জন্য আরও অনেক কিছু এনেছে। আর এই IdeaPad C340 র দাম শুরু হচ্ছে 46,190 টাকায়। আর এর টপ এন্ড ল্যাপটপের দাম 89,499 টাকা। আর এর 14 ইঞ্চির ফুল HD টাচস্ক্রিন প্যানেল যা বান্ডেল অ্যাক্টিভিটি স্টাইল অফার করে ( ছবি আঁকা ও অন্য কাজের জন্য) আর এর ওজন 1.65 কেজি, আর সেখাএন IdeaPad C340 HP প্যাভেলিয়ান X3600 আর Asus ZenBook Flip 13 য়ের দামে এসেছে।

এই নতুন IdeaPad C340 একটি ভাল করে টেস্ট করার পরে দেখা গেছে যে এর পার্ফর্মেন্স ভাল আর এটির ডিজাইনও বেশ ভাল। আর এর সঙ্গে আমরা যে ইউনিটটি টেস্ট করেছি তাতে ডেডিকেটেড Nvidia GeForce MX230 গ্রাফিক কার্ড অন বোর্ড ছিল আর এই ল্যাপটপটি স্পেশালি গ্র্যাফিক পার্ফর্মেন্স দারুন। আর এর 2GB ডেডিকেটেড ভিডিও র‍্যাম আছে যা গ্রাফিকাল এডজ যুক্ত। আর এর সঙ্গে এতে আপনার দারুন অভিজ্ঞতা পাবেন। আর এর এই সব কিছুর জন্য IdeaPad C340 এই বছরের সেরা কনভার্টেবেল ল্যাপটপের  Digit Zero1 অ্যাওয়ার্ড বিজয়ী হয়েছে।

রানারআপঃ HP Spectre x360 (2019) (Rs. 1,69,990)

2018 সালের Spectre x360 আমাদের জিরো 1 রানার আপ হয়েছিল আর এবারও সেই ধারা অব্যাহত আছে। তবে এখানে একটি জিনিস দেখার যে এই মডেল কিন্তু এক ন্য। এই বছরের ফেব্রুয়ারি মাসে HP তাদের জনপ্রিয় প্রিমিয়াম কনভার্টেবেল আর এস্থেটিক আর সব মিলিয়ে সেই নতুন “জেম কাট” রেয়ার এডজে এনেছে আর নতুন টপের ঈজান আছে, আর সঙ্গে প্রসেসার রিফ্রেস আছে। আর এর সঙ্গে আমরা এটি টেস্ট করেছি “Whiskey Lake R” আর এটি ইন্টেল 8th যেন কোর i7 চিপ আর 16GB র‍্যাম যুক্ত। আর এর সঙ্গে এতে আছে 512GB PCIe NVMe য়ের স্টোরেজ।

আমাদের Spectre x360 টেস্ট ইউনিটটি ব্যাটারি লাইফ টেস্ট গত বারের মতন ব্যাটারি লাইফ টেস্ট জিততে পারেনি তবে এটি  CPU আর GPU পার্ফর্মেন্স টেস্ট পাস করেছে। আর HP র প্রিমিয়াম কনভার্টেবেল ওয়ান নোট আর 3D পেন্ট যুক্ত। আর এর সঙ্গে এই বছরের জুলাই মাসে HP তাদের Spectre x360 আরও একবার নিয়ে এসেছে। যা নতুন Gigabit-class 4G LTE যুক্ত। আর এর সঙ্গে এটি 2019 সালের ডিজিট Zero 1 অ্যাওয়ার্ড্র রানার আপ হয়েছে।

বেস্ট বাইঃ Lenovo IdeaPad C340 (Rs, 73,590)

লেনোভো তাদে রYoga আর আইডিয়াপ্যাড সিরিজ নিয়ে অনেকটাই এগিয়ে আছে। আর এবার তাদের Yoga C930 আর Yoga 730 দুটিই ভাল তবে তা স্টুডেন্টদের জন্য দামি। আর কোম্পানির লেটেস্ট IdeaPad C340 য়ে  HP Pavilion x360 আর Asus ZenBook Flip 13 য়ের মতন একই স্পেক্স আছে। আর এর সঙ্গে এই লেনোভো মোডার্ন প্রোপার্টি টাচ যুক্ত যাতে প্রাইভেসি শাটার ওয়েবক্যামের জন্য দেওয়া হয়েছে।

আর এর সঙ্গে সঠিক দামের স্পেস আর ঠিক ঠাক দামের মধ্যে এই Lenovo IdeaPad C340 য়ে দারুন ফিচারের সঙ্গে এসেছে। আর এর সঙ্গে এতে ডেডিকেটেড গ্রাফিক কার্ড নেই। তবে এটি এমন কিছু নয় যা সবার লাগে। আমাদের টেস্ট ইউনিটে Nvidia GeForce MX230 গাফিক কার্ড ছিল আর এটি ইন্টেল 8th যেন কোর i5 CPU যুক্ত আর সঙ্গে 8GB র‍্যাম আছে। আর এই লেনোভোর ল্যাপটপটি এই সবের সঙ্গে এই বছরের সেরা কনভার্টেবেল বেস্ট বাই ডিজিট জিরো 1 অ্যাওয়ার্ড পেয়েছে।

 

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo