Digit Zero 1 Nominations: সেরা থিন আর লাইট ল্যাপটপ

Digit Zero 1 Nominations: সেরা থিন আর লাইট ল্যাপটপ
HIGHLIGHTS

ডিজিট জিরো 1 অ্যাওয়ার্ডের ল্যাপটপের সেগমেন্টে সব থেকে বেশি প্রতিযোগিতা এই সেগমেন্টে আর এর মধ্যে থেকে কে জিতবে এই পুরষ্কার?

বছরের সেই সময় এসে গেছে যখন আমরা আবার ডিজিট জিরো 1 অ্যাওয়ার্ডের বিষয়ে বলব। এই সময়ে আমরা থিন আর লাইট ল্যাপটপের বিষয়ে দেখব। এই ক্যাটাগরির নমিনেশান একবার ভাল করে দেখে নেওয়া যাক।

Acer Swift 5

এসার তাদের 14ইঞ্চির সুইফট আগস্ট মাসে নিয়ে এসেছিল। এতে কোর i5 CPU, 8GB LPDDR3 র‍্যাম আর 256GB SATA বেসড সলিড স্টেট ড্রাইভ আছে। গ্রাফিকের জন্য এতে ইন্টেলের UHD গ্রাফিক 620 ইন্টিগ্রেটেড GPU আছে। আর এর ওজন 970 গ্রাম আর এটি বাকি ল্যাপটপদের পার্ফর্মেন্সের বিচারেও পেছনে ফেলতে পারবে?

Asus ZenBook S

Asus Zenbook S একটি থিন আর পাতলা ল্যাপটপ এটি 1.29 সেন্টিমিটার স্লিম। আর এটি 1.05 কেজি ওজনের। আর এতে তিনটি USB cs আর 3.5mm অডিও জ্যাক দেওয়া হয়েছে। আর এটি ইন্টেল কোর i7 CPU, 16GB র‍্যাম আর 512GB NVMe সলিড স্টেট ড্রাইভ যুক্ত। আর এটি কী পারবে এই সেগমেন্টের বিজয়ী হতে?

Dell XPS13

Dell XPS 13 2012 সালে লঞ্চ হয় তবে এটি এখন অনেক থিন ইয়েছে। এর 2018 সালের মডেলটি 1.16 সেন্টিমিটার আর 1.2 কিলোগ্রাম ওজনের। এই 13.3 ইঞ্চির 4k ডিসপ্লে যুক্ত ডিভাইসটির ব্রাইট 500LUX পর্যন্ত। আর এটি ইন্টেল কোর i7 CPU, 16GB র‍্যাম আর 512GB PCIe বেসড সলিড স্টেট ড্রাইভ যুক্ত। আর এতে UHD গ্রাফিক 620 দেওয়া হয়েছে।

HP Spectra x360

এই বিখ্যাত ল্যাপটপটিতে 8th জেনারেশাএন্র ইন্টেল কোর i7 CPU আছে আর এটির র‍্যাম 16GB র পর্যন্ত। এই ল্যাপটপটির স্টোরেজ 512GB পর্যন্ত। আর এটির ওজন 1.26 কেজি।

Lenovo IdeaPad 530S

Lenovo IdeaPad 503S একটি হাল্কা ল্যাপটপ। আর এটি 8th জেনারেশানের ইন্টেল কোর i5 CPU, 8GB র‍্যাম আর 512GB স্টোরেজ NVMe SSD যুক্ত। আর এটি NAVIDIA GeForce MX150 GPU আর 2GB GDDRS ভিডিও র‍্যাম যুক্ত। আর এর ওজন 1.49 কেজি।

Microsoft Surface Laptop

এই সারফেস ল্যাপটপটি টেকনিকালি গত বছরের ল্যাপটপ হলেও এটি ভারতে এখন কিনতে পাওয়া যাচ্ছে। আর তাই এটি আমদাএর এই বছরের এই সেগমেন্টের নমিনেশানে নিজের জায়গা করে নিয়েছে। এই ল্যাপটপে 7th জেনারেশানের ইন্টেল কোর i5 CPU আছে আর এটির র‍্যাম 16GB পর্যন্ত আর এটির সলিড স্টোরেজ 512GB পর্যন্ত। আর এটি কী পারবে এই সেগমেন্টের বিজয়ী হতে?

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo