MacBook Air 15 Vs MacBook Air 13, কোন 5 ক্ষেত্রে প্রথমটি সেরা? দুটোর পার্থক্য কী?

MacBook Air 15 Vs MacBook Air 13, কোন 5 ক্ষেত্রে প্রথমটি সেরা? দুটোর পার্থক্য কী?
HIGHLIGHTS

MacBook Air 15 WWDC 2023 অনুষ্ঠানে লঞ্চ করেছে

এটি বেশ কিছু ক্ষেত্রে MacBook Air 13 এর থেকে আলাদা

এখানে উন্নতমানের কিবোর্ড এবং ট্র্যাকপ্যাড উপলব্ধ আছে

MacBook Air 15 বাজারে এসে গিয়েছে। WWDC 2023 এই লঞ্চ হয় Apple -এর এই ল্যাপটপ। আপনি যদি দুর্দান্ত পারফরমেন্স যুক্ত ল্যাপটপ চান তাহলে এটিকে অবশ্যই বেছে নিন।

এটি একটি অত্যন্ত পাতলা এবং হালকা ওজনের ল্যাপটপ। তার থেকেও বড় কথা এই প্রথম Apple -এর তরফে কোনও 15 ইঞ্চির ল্যাপটপ আনা হল। এটির ডিসপ্লে সব থেকে বড় এই কোম্পানির যতগুলো ল্যাপটপ আছে তার মধ্যে। 

MacBook Air 15 -তেও M2 চিপসেট আছে Apple -এর। একই চিপসেট MacBook Air 13 -তেও আছে। এছাড়া এই দুই ল্যাপটপের কানেকটিভিটির এবং রঙের ক্ষেত্রেও মিল আছে। কিন্তু তবুও দুই ল্যাপটপের ফারাক কিন্তু কিছু কম নয়। কোন কোন ক্ষেত্রে দুটো আলাদা দেখুন। 

1. স্ক্রিন সাইজ: সবার আগে যেটা না বললেই নয়, বা মূল ফারাক সেটা হচ্ছে স্ক্রিন সাইজ। MacBook Air 13 তুলনামূলক ভাবে সাইজে ছোট MacBook Air 15 -এর তুলনায়। এখানে 13.6 ইঞ্চির ডিসপ্লে আছে।

এছাড়া MacBook Air 15 -তে গ্রাহকরা হাই রেজোলিউশন যুক্ত ডিসপ্লে পেয়ে যাবেন। তবে দুটোর স্ক্রিন কোয়ালিটি এবং ব্রাইটনেস প্রায় এক। 

আরও পড়ুন: ল্যাপটপ ব্যবহারে এই 4 ভুল করছেন না তো? ক্ষতি হতে পারে ব্যাটারির, সতর্ক থাকতে কী করবেন জানুন

2. ওজন: Macbook Air 13 -এর ওজন হল 1.24 কেজি। সেখানে Macbook Air 15 -এর ওজন হল 1.29 কেজি। তাছাড়া MacBook Air 15 একটু মোটা MacBook Air 13 -এর তুলনায়। যদিও সেটা খুব বেশি নয়। 

3. বড় ট্র্যাকপ্যাড: দুটো ল্যাপটপেই একই সাইজের কিবোর্ড থাকলেও MacBook Air 15 -তে MacBook Air 13 -এর তুলনায় বড় ট্র্যাকপ্যাড আছে। তাই আপনি যদি বড় ট্র্যাকপ্যাড চান তাহলে আপনাকে MacBook Air 15 বাছতে হবে। 

MacBook air 13 vs Macbook air 15

4. গ্রাফিক্স ক্যাপাসিটি: MacBook Air 13 -তে আছে 8 কোর GPU আর MacBook Air 15 -তে আছে 10 কোর GPU। বড় স্ক্রিনে তাই গেমিংয়ের বেটার অভিজ্ঞতা পাবেন। 

5. চার্জিং অ্যাডাপ্টার: MacBook Air 15 -তে আছে 35W USB টাইপ সি পোর্ট। আর MacBook Air 13 -তে আছে 30W USB টাইপ সি পোর্ট। 

আরও পড়ুন: MacBook Air 15 -এর বিক্রি শুরু, বাজিমাত করছে এর সব থেকে বড় স্ক্রিন!

6. দাম: MacBook Air 15 MacBook Air 13 -এর তুলনায় 20,000 টাকা বেশি দামী। 

 7. ব্যাটারি: MacBook Air 13 -তে 52.6Wh ব্যাটারি আছে। অন্যদিকে MacBook Air 15 -তে বড় ব্যাটারি থাকলেও সেটা দীর্ঘস্থায়ী নয়।

Subhasmita Kanji

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo