কাজের জন্য দারুন পারফরমেন্স যুক্ত ল্যাপটপ খুঁজছেন? আপনার বাজেট 40,000 টাকা? তাহলে আপনি নিশ্চিন্তে থাকুন। ভারতে এখন বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ এই রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন যেখানে দারুন সব ফিচার পাবেন। তবে এক্ষেত্রে মনে রাখবেন 40,000 টাকার মধ্যে যে ল্যাপটপগুলো দেশে পাবেন সেগুলো আপনাকে প্রোডাক্টিভ কাজে সাহায্য করবে। আর যদি গেম খেলার জন্য ল্যাপটপ খুঁজে থাকেন তাহলে আপনাকে একটি দামী ল্যাপটপ নিতে হবে।
এই অল রাউন্ডার ল্যাপটপটি কিছুদিন আগেই দেশে লঞ্চ করেছে। এখানে আছে 15 ইঞ্চির একটি Full HD ডিসপ্লে যেখানে মিলবে 60 Hz রিফ্রেশ রেট। এখানে আছে 7থ Gen কোয়াড কোর AMD Ryzen 3 CPU। 11th Gen Intel Core i5 প্রসেসরের সাহায্যে চলে এই ল্যাপটপ। এখানে আছে 8 GB RAM যা 4 GB RAM এর তুলনায় অনেক বেশি ক্ষমতাশালী। উইন্ডোজ 11 সহ 512 GB ইন্টারনাল স্টোরেজ এবং AMD Radeon গ্রাফিক্স আছে এই ল্যাপটপে। এটির দাম 39,999 টাকা।
ল্যাপটপের বাজারে এই ব্র্যান্ডটি সদ্য যুক্ত হয়েছে। কিন্তু হলে কী হবে দারুন মানের সব ল্যাপটপ নিয়ে আসছে এটি। এই ল্যাপটপটিতে গ্রাহকরা পাবেন মেটাল বডি সহ 16 GB RAM এবং 512 GB ইন্টারনাল স্টোরেজ। আপনি যদি দারুন দেখতে ল্যাপটপ চান অবশ্যই এটিকে পছন্দের তালিকায় রাখুন। এখানে 10th Gen Core i5 প্রসেসর আছে। অল্প গেম খেলা, কিংবা সিনেমা দেখা বা কাজের জন্য ল্যাপটপ খুঁজে থাকেন তাহলে এই ল্যাপটপ বাছতে পারেন। এখানে আছে 14 ইঞ্চির Full HD ডিসপ্লে। এটির দাম 38,990 টাকা।
এটার সঙ্গে Infinix X1 Slim -এর বেশ মিল আছে। এই ল্যাপটপে গ্রাহকরা পাবেন দুর্দান্ত ডিজাইন। এটির ওজন মাত্র 1.38 কেজি ফলে সহজেই এটিকে ক্যারি করা যাবে। এই ল্যাপটপের সঙ্গে Apple -এর MacBook -এর বেশ মিল আছে। 2K কোয়াড HD রেজোলিউশন সহ LCD ডিসপ্লে আছে এই ল্যাপটপে যা আপনাকে দারুন ভিউয়িং এক্সপিরিয়েন্স দেবে। 256 GB ইন্টারনাল স্টোরেজ আছে এই ল্যাপটপে। সঙ্গে আছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এটির আসল দাম 46,990 টাকা হলেও এখন Flipkart -এ এটি মাত্র 35,990 টাকায় কেনা যাচ্ছে।
অফিসিয়াল ওয়েবসাইটে এখন আর 40,000 টাকার মধ্যে HP -এর ল্যাপটপ পাবেন না। কিন্তু Flipkart -এ অবশ্যই পাবেন। এই E-commerce সাইটের বেস্ট সেলার ল্যাপটপ হল এটি। এখানে আছে 14 ইঞ্চির একটি ডিসপ্লে সহ 11th Gen Core i3 প্রসেসর। এখানে 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ মিলবে। এসডি কার্ডের সাহায্যে স্টোরেজ বাড়াতে পারবেন। এখানে অতিরিক্ত সুবিধা হিসেবে আছে Amazon Alexa ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট। অল্প দামে দারুন জিনিস চাইলে এটাকে অবশ্যই বেছে নিন। এটির দাম 37,490 টাকা।
বিশ্বাসযোগ্য ব্র্যান্ডের থেকে ল্যাপটপ কিনতে চাইলে HP -এর মতো এটিকেও বেছে নিতে পারেন। এখানে আছে 11th Gen Core i3 প্রসেসর সহ 15.6 ইঞ্চির ডিসপ্লে। 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ মিলবে এখানে। Dolby Audio সাপোর্ট সহ স্টিরিও স্পিকার আছে এই ল্যাপটপে। এটির দাম 38,990 টাকা।