দেখতে দেখতে গরমকাল এসেই গেল। মার্চের মাঝামাঝিতেই যা গরম পড়েছে তাতে এপ্রিল মে মাসে যে এসি ছাড়া ঘরে থাকা দায় হবে সেটা এখনই বেশ বোঝা যাচ্ছে। এমন অবস্থায় কি আপনি এসি কেনার কথা ভাবছেন? তাহলে নিশ্চয় আপনার মনে নানা প্রশ্ন উঁকি দিচ্ছে। যে কত স্টার এসি কিনবেন, কেন কিনবেন? ইত্যাদি। কিন্তু আপনি জানেন কি কেন এই স্টার দেওয়া হয়? কীসের ভিত্তিতেই বা স্টার রেটিং মেলে? 1 থেকে 5 এর মধ্যে কত স্টার রেটিং যুক্ত এসি ভালো হয়? এই সব প্রশ্নের উত্তর জানুন এই প্রতিবেদন থেকে। দেখে নিন কোন এসি কিনলে আপনার পকেটে চাপ পড়বে, বিল বেশি আসবে না, আবার ঘুমটাও ভাল হবে।
মনে রাখবেন এসি যত কম ইনপুট পাওয়ার ব্যবহার করবে তত বেশি থাকবে সেটার রেটিং। ফলে বুঝতেই পারছেন ফাইভ স্টার রেটিং থাকা মানে আপনার বিদ্যুতের বিল কম আসা। তাই আপনি যদি বিদ্যুতের বিলের কথা ভেবে থাকেন তাহলে 3 থেকে 5 স্টার রেটিং যুক্ত কোনও এসি কিনুন।
দেখুন 5 এবং 3 স্টার এসির মধ্যে যদি তুলনা করা হয় তাহলে 5 স্টার এসি বেশি বিদ্যুৎ বাঁচায় ঠিকই কিন্তু এটা বেশ বড় হয়। সেই তুলনায় 3 স্টার এসি এনার্জি বাঁচায় আবার এটির যে কনডেন্সারও ছোট হয়। বিদ্যুতের বিলের নিরিখে যদি দেখা যায় তাহলে একটি 5 স্টার এসির 1.5 টনের এসি মাত্র 0.84 ইউনিট ব্যবহার করে এক ঘণ্টায়। অন্যদিকে 3 স্টার যুক্ত এসি 1 ঘণ্টায় 1 ইউনিট বিদ্যুৎ ব্যবহার করে। ফলে 3 স্টার এসি আপনার বিল একটু বেশি আনবে ঠিকই আবার এটার সাইজ কম সে কথাও মনে রাখতে হবে।
তবে 3 স্টার এসির ফিল্টার ভীষণ ভাল হয়। এই ফিল্টারের সাহায্যে ধুলো, ধোয়া, দূষণ, ইত্যাদি রোধ করা যায়। এছাড়া এই এসিতে নানা ধরনের মোড থাকে, যেমন স্লিপ মোড, ইকো মোড, টার্বো মোড, ইত্যাদি। ফলে আপনার বাজেট যদি কম হয় তাহলে নিশ্চিন্তে বাকি সব ফিচারের জন্য 3 স্টার এসি কিনতেই পারেন।
তবে আজকাল বাজারে স্মার্ট এসি পাওয়া যায়। আপনি চাইলে সেটাও কিনতে পারেন 3 বা 5 স্টার এসির বদলে। এখানে একাধিক অত্যাধুনিক স্মার্ট ফিচার পেয়ে যাবেন যেমন WIFI, URTADI। ফলে আপনি এসির কাছে না থেকেও সেটাকে সহজেই নিয়ন্ত্রণ করতে পারবেন। তবে বিশেষজ্ঞদের মতামত যদি নেন তাহলে তাঁরা স্মার্ট এসির তুলনায় 3 বা 5 স্টার এসিকেই এগিয়ে রেখেছেন। এবার আপনি আপনার বাজেট এবং অন্যান্য ফিচার বিবেচনা করে দেখুন কোনটা কিনবেন।