Valentines Day-তে কী গিফট দেবেন প্রিয়জনকে ভেবে ভেবে হয়রান? দেখে নিন এই গ্যাজেটগুলো

Valentines Day-তে কী গিফট দেবেন প্রিয়জনকে ভেবে ভেবে হয়রান? দেখে নিন এই গ্যাজেটগুলো
HIGHLIGHTS

আর কদিন পরই ভ্যালেন্টাইন্স ডে, প্রিয়জনকে কী উপহার দেওয়া যায় সেটা নিয়ে সবার নানা পরিকল্পনা চলছে

ফুল, কার্ড তো আছেই সঙ্গে দিতে পারেন এই গ্যাজেটগুলো

তালিকায় রাখুন স্মার্ট ওয়াচ থেকে ইয়ারবাড

ভালোবাসার মাস তো পরেই গেছে। ইনফ্যাক্ট প্রেম সপ্তাহও চলছে। আর কদিন পরই ভ্যালেন্টাইন্স ডে। আর এই সপ্তাহ, বিশেষ করে ১৪ ফেব্রুয়ারি কাপলদের জন্য যে ঠিক কতটা বিশেষ সেটা নিশ্চয় আর আলাদা করে বলতে হবে না? কিন্তু এই বিশেষ দিনে বিশেষ মানুষটাকে কী উপহার দেওয়া যায় সেটা ভেবে ভেবে নাজেহাল হচ্ছেন? দেখুন ফুল, কার্ড, ক্যাডবেরি এগুলো তো সবাই দেয়। এবার ক্যাডবেরি খেলেই শেষ, আর ফুল তো দুদিনেই শুকিয়ে যাবে। তার থেকে বরং এমন কিছু উপহার দিন তাঁকে যা তাঁর কাছে থেকে যাবে। কী দেবেন ভাবছেন? দেখুন এটা স্মার্ট যুগ যখন উপহারও তো স্মার্ট হওয়া চাই নাকি? গ্যাজেট দিতে পারেন তাঁকে, কিন্তু কী যা বাজেটে আঁটবে? দেখে নিন তালিকা।

স্মার্টওয়াচ

ঘড়ি মানেই সময় উপহার দেওয়া মানুষটাকে। ডিজিটাল বা অ্যানালগ ঘড়ির থেকে এখন অনেক বেশি চাহিদা স্মার্টওয়াচের। সময় দাবি মেনেই প্রিয় মানুষকে উপহার হিসেবে এটি দিতে পারেন। এটা যে কেবল স্টাইল স্টেটমেন্ট সেটা নয়, একই সঙ্গে এটা একটি প্রয়োজনীয় জিনিস। শরীর চর্চা হোক বা স্বাস্থ্যের নানা দিক সবেতেই কাজে আসে স্মার্টওয়াচ। ভারতের বাজারে এখন বিভিন্ন ব্র্যান্ড যেমন Noise, Fire-Boltt, PTron, boAt, Amazfit, Fastrack, Mi, ইত্যাদির স্মার্টওয়াচ উপলব্ধ আছে। আর এই স্মার্টওয়াচগুলোর  দাম 1,500 থেকে 5,000 -এর মধ্যেই। ফলে আপনার পকেটে বিশেষ চাপ পড়বে না।

হেডফোন বা Earbuds

আপনার সঙ্গীটি কি ভীষণ গান শুনতে ভালোবাসেন? তাহলে তাঁকে হেডফোন বা EarBuds উপহার হিসেবে দিতেই পারেন। বাজেট ফ্রেন্ডলি বহু অপশন পাবেন এই ক্ষেত্রে। Noise, boAt, OnePlus, Sony, Zebronics,WeCool মতো ব্র্যান্ডের হেডফোন বা EarBuds এখন বেশ ভাল মতোই উপলব্ধ আছে বাজারে। এগুলোর সবেরই দাম 1,500 থেকে 5,000 টাকার মধ্যে।

Valentines day Gift Ideas

স্পিকার

এছাড়া এই বিশেষ দিনে আপনি আপনার বন্ধুকে স্পিকার উপহার দিতে পারেন। ফুল, ক্যাডবেরি থাক, সঙ্গে দিন স্পিকার। পছন্দের গান স্পিকারের গমগমে শব্দে শুনতে কার না ভালো লাগে। এক্ষেত্রে আপনি Bose, Amazon Alexa, JBL, Sony, ইত্যাদির মতো ব্র্যান্ডের স্পিকার পাবেন। দামও আপনার বাজেটের মধ্যেই ফিট করে যাবে।

Kindle

দেখুন আজকাল জীবনে যতই ব্যস্ততা আসুন আমাদের মধ্যেই অনেকেই কিন্তু আজও বই পড়তে ভালোবাসেন। সেক্ষেত্রে বইয়ের বদলে Kindle দিতে পারেন। পেপার বুকের বদলে Kindle দিলে সেটা যেমন সে সব জায়গায় নিয়ে যেতে পারবে, তেমনই স্বচ্ছন্দে ব্যবহার করতে পারবে। অনলাইনে আপনি বহু Kindle পেয়ে যাবেন। আপনার বাজেট বেশি থাকলে এটা আপনার জন্য গিফটের একটা অপশন হতেই পারে। 10,000 থেকে 20,000 টাকার মধ্যেই এই উপহার আপনি কিন্তু পারবেন। Amazon থেকে চাইলে আপনার পছন্দ অনুযায়ী, বাজেট অনুযায়ী এটি কিনতে পারবেন।

স্মার্টফোন

আপনার বাজেট যদি বেশি থাকে তাহলে আপনি আপনার সঙ্গীকে স্মার্টফোন দিতেই পারেন। বিশেষ করে যদি তাঁর ফোন পুরনো হয়ে যায়। বা অচল হয়ে গিয়ে থাকে। একটা নতুন ফোন পেলে তিনি স্বাভাবিক ভাবেই খুশি হবেন। আর আজকাল তো ভারতে একাধিক ব্র্যান্ডের স্মার্টফোন পাওয়া যায় যেগুলো বাজেট ফ্রেন্ডলি। 10,000 থেকে 20,000 -এর মধ্যেই যে কোনও বাজেট ফ্রেন্ডলি ফোন কিনে দিন তাঁকে। তালিকায় রাখতে পারেন OnePlus Nord CE Lite 5G, Samsung Galaxy M33 5G, Redmi Note 12 5G, Redmi Note 11T 5G, ইত্যাদি।

Subhasmita Kanji

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo