আগামী 8 মার্চ হোলির পাশাপাশি আন্তর্জাতিক নারী দিবস পালিত হবে। আর মাত্র কটাদিনের অপেক্ষা এই বিশেষ দিন আসার আগে। এই বিশেষ দিনটিকে যদি আপনি আরও বিশেষ বানিয়ে তুলতে চান আপনার জীবনের বিশেষ মানুষটির জন্য তাহলে তাঁকে উপহার দিন। দেখুন এটা টেকনোলজির যুগ। তাই গ্যাজেট ছাড়া উপহার হিসেবে আর ভাল অপশন কীই বা হতে পারে! স্মার্টওয়াচ থেকে স্মার্টফোন, ইত্যাদিকে রাখুন তালিকায়। দেখুন কোন গ্যাজেট কিনতে পারেন আপনি আপনার বিশেষ মানুষটির জন্য।
এই ঘড়িটির দাম 50,900 টাকা। এখানে আছে IP6X রেটিং। অর্থাৎ এটি ধুলো প্রতিরোধ করতে সক্ষম। সঙ্গে আছে জল প্রতিরোধ করার ক্ষমতাও। এখানে আছে অন রেটিনা ডিসপ্লে। গ্রাহকরা এখানে বড় ডিসপ্লে সহ আরও অনেক সুবিধা পাবেন। এটি আপনি Chroma, Vijay Sales, Amazon, ইত্যাদি থেকে কিনতে পারবেন। Amazon থেকে আপনি এই ঘড়িটি এখন মাত্র 40,900 টাকায় কিনতে পারবেন।
এই ফোনটির আসল দাম 79,999 টাকা। এখানে আছে 6.1 ইঞ্চির একটি Full HD+ ডিসপ্লে আছে। এটি পরিচালিত হয় Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসরের সাহায্যে। ট্রিপল রিয়ার ক্যামেরা আছে এখানে যেখানে প্রাইমারি ক্যামেরায় 50 মেগাপিক্সেলের একটি সেন্সর সহ 10 এবং 12 মেগাপিক্সেলের আরও দুটি সেন্সর মিলবে। ফ্রন্ট ক্যামেরায় আছে 12 মেগাপিক্সেলের একটি সেন্সর। 3900mAh ব্যাটারি আছে এই ফোনে। গ্রাহকরা Amazon, Flipkart, Samsung Store থেকে এটিকে কিনতে পারবেন। এই ফোনের 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত ফোনটির আসল দাম 95,999 টাকা। তবে এটি এখন 79,999 টাকায় কেনা যাবে।
ফিলিপসের অল ইজ ওয়ান 7000 সিরিজের ট্রিমার গিফট করতে পারেন তাঁকে। এটির দান 4,295 টাকা। চুলকে বিভিন্ন শেপ দেওয়ার জন্য আপনি এটিকে ব্যবহার করতে পারেন। এখানে 14 টুলস আছে। আপনি চাইলে এটিকে Amazon বা Flipkart থেকে কিনতে পারেন।
এটির দাম 2,999 টাকা। এখানে একদম নতুন ধরনের ট্রান্সপারেন্ট লিড ডিজাইন আছে। এখানে আছে 13.4 mm ড্রাইভার। এক চার্জে এটি 6 ঘণ্টা পর্যন্ত চলতে পারে। এখানে লো লেটেন্সি রেট আছে 97 ms -এর। গ্রাহক এটিকে Amazon, Flipkart থেকে কিনতে পারেন। এটির আসল দাম হল 5,999 টাকা, তবে এখন এটিকে 5,899 টাকায় কেনা যাবে।
এই ফোনের যে 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের আসল দাম 59,990 টাকা। তবে এখন এটিকে 51,990 টাকায় কেনা যাবে Amazon থেকে। এখানে গ্রাহকরা 6.3 ইঞ্চির একটি Full HD+ ডিসপ্লে আছে। এখানে ডুয়াল রিয়ার ক্যামেরা আছে যেখানে প্রাইমারি ক্যামেরায় আছে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর আছে সঙ্গে 12 মেগাপিক্সেলের একটি সেন্সর। সেলফি তোলার জন্য এখানে আছে 10.8 মেগাপিক্সেলের একটি সেন্সর। এটি পরিচালিত হয় Google Tensor G2 প্রসেসরের সাহায্যে। 4270 mAh ব্যাটারি আছে এখানে।