আপনাকে কেউ WhatsApp-এ ব্লক করেছে? এই সহজ ভাবে নিজেকে করে নিন আনব্লক
WhatsApp প্রায় নতুন নতুন আকর্ষণীয় ফিচার নিয়ে আসছে
আরও সিকিয়োর, আরও প্রাইভেট হয়ে উঠছে WhatsApp
বর্তমানে বিশ্ব WhatsApp ম্যাসেজিং অ্যাপ প্রায় দুই বিলিয়ন লোকরা ব্য়বহার করে। বেশিরভাগ মানুষেরাই অন্য যে কোনও ইন্টারেক্টিভ মেসেজিং প্ল্যাটফর্মের পরিবর্তে WhatsApp বেছে নেন। এর অন্যতম কারণ হল, এর সিকিউরিটি এবং গোপনীয়তা রক্ষার একাধিক ফিচার।
WhatsApp প্রায় নতুন নতুন আকর্ষণীয় ফিচার নিয়ে আসছে৷ আরও সিকিয়োর, আরও প্রাইভেট হয়ে উঠছে WhatsApp৷ অ্য়াপ এ এমনি একটি ফিচর রয়েছে ব্লক করার। যাকে পচ্ছন্দ নয় তাকে খুব সহজেই ব্লক করে দেওয়ার মতো সুযোগ রয়েছে এই ম্যাসেজিং অ্যাপে ৷ সেই ব্যক্তি কোনও ভাবেই আর আপনার ছবি, স্টেটাস দেখতে পাবেন না। আপনাকে মেসেজও করতে পারবেন না৷
কিন্তু জানেন কি? এরকমও উপায় রয়েছে যার সাহায্যে আপনি খুব সহজেই আপনাকে ব্লক করেছে এমন কোনও অ্যাকাউন্টের অনলাইন স্টেটাস ও লাস্ট সিন দেখে নিতে পারবেন WhatsApp-এ ৷
এই খবর এ আপনাকে এই বিসয়ে বলা হবে। জেনে নিন এর জন্য কী করতে হবে…
* এর জন্য প্রথমেই আপনার ফোনের WhatsApp সেটিংসে গিয়ে নিজের অ্যাকাউন্ট ডিলিট করতে হবে৷
* তার পর ফোন থেকে WhatsApp ডিলিট করতে হবে৷
* এবার ফোন রিস্টার্ট করে, তারপর Google Play Store থেকে নতুন করে WhatsApp ডাউনলোড করে নিন।
* তাহলেই আপনি আনব্লক হয়ে যাবেন৷