আপনি কি ভীষণ রকমের ওয়েব সিরিজ বা সিনেমার পোকা? OTT মাধ্যমে আসা কোনও ছবি, সিরিজ বাদ দেন না? এখন নতুন কিছুর জন্য মুখিয়ে আছেন? তাহলে আপনার জন্য সুখবর, ফেব্রুয়ারি মাসে Zee 5 মুক্তি পেতে চলেছে একগুচ্ছ নতুন সিরিজ এবং সিনেমা। বিভিন্ন ভাষার, বিভিন্ন জ্যরের সিনেমা বা ওয়েব সিরিজ মুক্তি পাচ্ছে এই মাসে। এর মধ্যে আছে কাজল অভিনীত সালাম ভেঙ্কি সহ ইয়ামি গৌতমের লস্ট, ইত্যাদি। একগুচ্ছ বাংলা ওয়েব সিরিজও মুক্তি পাচ্ছে এখানে।
সত্যকি নামের এক চরিত্র দেখা যাবে এখানে যিনি কিনা পেশায় মনোবিদ। তাঁর এক রোগী আত্মহত্যা করার পর তিনি ঠিক করেন যে এই পেশা ছেড়ে দেবেন। এরপর সে তাঁর এক কাকিমার বাড়ি যান এবং একটি রহস্যের সঙ্গে জড়িয়ে পড়েন। এই থ্রিলার সিরিজটি পরিচালনা করেছেন সায়ন্তন ঘোষাল। মুখ্য ভূমিকায় বিক্রম চ্যাটার্জি, রাইমা সেন, তুলিকা, বসু, প্রমুখকে দেখা যাবে। 3 ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে এটি।
এখানে এক মা ছেলের গল্প দেখা যাবে। ছেলেটি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। সে মৃত্যুপথযাত্রী, তাঁর শেষ স্বপ্ন তাঁর মা কী করে পূরণ করে সেটাই এখানে দেখা যাবে। রেবতী এই ওয়েব সিরিজের পরিচালনা করেছেন। এবং মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে কাজলকে। 10 ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে এটি।
এখানে বিধি নামক এক ক্রাইম রিপোর্টারের গল্প ধরা পড়বে যে এক নিখোঁজ কলেজ ছাত্রকে নিয়ে স্টোরি করছেন। সেই স্টোরি করতে গিয়েই সে একটি রহস্য উদঘাটন করে। সেটা কী তার উত্তর ছবিতেই মিলবে। অনিরুদ্ধ রয়চৌধুরী এটির পরিচালনা করেছেন মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে ইয়ামি গৌতম, পঙ্কজ কাপুর, প্রমুখকে। 16 ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে এটি।
এই গল্পের প্রেক্ষাপট ১৯৮০ সাল। এখানে বেদ এবং তাঁর মেয়ের গল্প দেখা যাবে। এটিও একটি থ্রিলার ঘরানার ছবি। হর্ষ এটির পরিচালনা করেছেন। অভিনয়ে দেখা যাবে গণভি লক্ষ্মণ, অদিতি সাগর, প্রমুখকে। 10 ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে এটি।
একটা সামান্য ভুল করার কারণে কীভাবে তিন ফরেনসিক সার্জন একটি খুনের কেসে ফেঁসে যান সেটাই এই গল্পে দেখা যাবে। এটি একটি মালায়লাম থ্রিলার যেটার পরিচালনা করেছেন সাগর। ৩ ফেব্রুয়ারি এটি মুক্তি পেয়ে গিয়েছে।