UPI প্রতারণার হাত থেকে বাঁচতে মাথায় রাখুন এই 5 উপায়

Updated on 25-Dec-2021
HIGHLIGHTS

ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালু হওয়ার পর একাধিক UPI পেমেন্ট অ্যাপ বাজারে এসেছে

UPI-এর মাধ্যমে প্রতারকরা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিমেষে শেষ করে দিতে পারে

UPI প্রতারণার হাত থেকে বাঁচার সহজ ৫ টি উপায়

ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা মানুষের টাকা-পয়সা নিয়ে হাজারো সমস্যার সমস্যার সমাধান ঘটিয়েছে। একদিকে যেমন নগদ টাকা রাখার ঝামেলা নেই অপরদিকে কাউকে খুব সহজেই  তৎক্ষণাৎ টাকা পাঠানো সম্ভব হচ্ছে।এই ব্যবস্থা চালু হওয়ার পর একাধিক UPI পেমেন্ট অ্যাপ বাজারে এসেছে।  ফলে এতো সুযোগ সুবিধার পাশাপাশি বেশ কিছু বিপদের সম্মুখীন ও হতে পারেন আপনি। সেইসকল বিপদ থেকে বাঁচার জন্য কয়েকটি টিপস আপনাকে অবশ্যই  মেনে চলতে হবে।

বর্তমানে যে যে UPI অ্যাপগুলি মানুষ সর্বদা ব্যবহার করে সেগুলি হল  GPay, Phonepe, Paytm ইত্যাদি। একাদ্ধিক সুরক্ষাবলয় প্রদান করার পরেও কিছু সময়্ ব্যবহারকারীরা এই অ্যাপের মাধ্যমেই প্রতারণার শিকার হয়। কয়েকটি সহজ টিপস মেনে চললেই এই প্রতারণার এড়িয়ে যাওয়া সম্ভব। জেনে নিন টিপস গুলি-

PIN শেয়ার না করা-

প্রতিটি UPI পেমেন্ট অ্যাপে কার্ডএর PIN ব্যবহার করতে হয়। যার মাধ্যমে আপনার UPI অ্যাপটি সুরক্ষিত থাকে। কোনওভাবেই সেই PIN নম্বর যাতে কেউ না জানতে পারে সে বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। কারণ যদি কেউ আপনার ব্যক্তিগত PIN জেনে যায় তাহলে সেই ব্যক্তি সহজেই আপনার অ্যাকাউন্ট নিমেষে শেষ করে দিতে পারে এবং নির্দিষ্ট সময় অন্তর অন্তর PIN নম্বর অবশ্যই পরিবর্তন করতে হবে।

তুলনামূলক কঠিন পাসওয়ার্ড ব্যবহার করুন-

ফোন এবং UPI অ্যাপ লক করার জন্য় কঠিন পাসওয়ার্ড ব্যবহার করুন। অনেকে নিজের নাম, বা নিজের বয়স বা জন্ম দিবস ইত্যাদি পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করেন। কিন্তু পাসওয়ার্ড হওয়া উচিত অত্যন্ত কঠিন। তাই সঠিক ভাবে পাসওয়ার্ড ঠিক করুন।

অপরিচিত কোন লিইংকে ক্লিক করবেন না-

প্রতারকরা অনেকসময় ফোনে বিভিন্ন লিঙ্ক পাঠায়। যে লিঙ্কে ক্লিক করলেই আপনার বিপদ হতে পারে। তাই অপরিচিত কোন মানুষের দেওয়া সেই ধরনের লিঙ্কে একদম ক্লিক করবেন না। এই ধরনের জাল লিঙ্ক  বোঝার উপায় হল- প্রতারণার জন্য যে লিঙ্কগুলি পাঠানো হয় সেগুলি সাধারণত শর্ট লিঙ্ক হয় এবং প্রলোভিত করার মতো বেশ কিছু কথা লেখা থাকে। তাই বিশ্বাসযোগ্য সোর্স ছাড়া অন্য কোনওভাবে আসা লিঙ্কে ক্লিক করবেন না  এবং প্রলোভনে পা দেবেন না।

কোনও বিশ্বাসযোগ্য UPI অ্যাপ ব্যবহার করুন-

বর্তমানে বাজারে প্রচুর UPI অ্যাপ রয়েছে। কিন্তু তাদের মধ্যে অনেকগুলি প্রতারণার কাজেই ব্যবহার করা হয়। বিভিন্ন ব্যাঙ্কের তরফেও UPI অ্যাপ বাজারে ছাড়া হয়েছে, যেগুউলি সবথেকে বেশি সুরক্ষিত। পাশাপাশি Gpay, Paytm বা Phone Payএর মতো অ্যাপগুলিও ব্যবহার করা যেতে পারে। পরিচিত এবং বিশ্বস্ত অ্যাপ ছাড়া UPI ট্রানজাকশন করা  অনুচিত।

UPI অ্যাপ আপডেট-

অ্যাপগুলি সুরক্ষিত রাখতে প্রতিটি সংস্থার তরফে নিয়মিত অ্যাপ Update পাঠানো হয়। তাই UPI অ্যাপ সবসময় আপডেট রাখা জরুরি। এর ফলে হ্যাকিংয়ের সম্ভাবনা কমে এবং সুরক্ষিত থাকে।

Connect On :