বেকিং থেকে রোস্টিং, সবের জন্য একটাই মাইক্রোওয়েভ চান? দেখুন সেরা 5টির খোঁজ

Updated on 22-Feb-2023
HIGHLIGHTS

আজকাল মাইক্রোওয়েভে যে কেবল খাবার গরম করা যায় এমনটা নয়

মাইক্রোওয়েভের সাহায্যে এখন বেক করা থেকে রোস্ট করা সবই যায়

সেরা 5 মাইক্রোওয়েভের তালিকায় রাখুন Haier 25L Convection Microwave Oven, ইত্যাদিকে

আজকাল মাইক্রোওয়েভ গৃহস্থ বাড়িতে একটি অন্যতম যন্ত্র হয়ে উঠেছে। এটির সাহায্যে মূলত চটজলদি খাবার গরম করা হয়ে থাকে। তবে তাই বলে যে একটি যন্ত্রের উদ্দেশ্য কেবল একটিই হবে তেমনটা নয়। সেই যুগ আমরা পেরিয়ে এসেছি। এখন মানুষ থেকে যন্ত্র সবাই মাল্টি টাস্কিং। বেকিং, রোস্টিং করতেও মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়ে থাকে। আপনার বাড়িরটি যদি খারাপ হয়ে গিয়ে থাকে, বা নতুন একটি কেনার পরিকল্পনা থাকে তাহলে দেখে নিন বাজারের সেরা কিছু মাইক্রোওয়েভের খোঁজ। 

Haier 25L Convection Microwave Oven

এটি 25 লিটারের, ফলে বুঝতেই পারছেন ছোট পরিবার তো বটেই বড় পরিবারের কাজও এতে আরামে হয়ে যাবে। এখানে 4.5 রেটিং আছে। এতে আপনি খাবার গরম করার পাশাপাশি বেক করা থেকে গ্রিল, ডিফ্রস্ট, ইত্যাদি সবই করতে পারবেন। 3 বছরের ওয়ারেন্টি মিলবে এখানে সঙ্গে টজনে চাইল্ড লক ফিচার। টাচ কিপ্যাড আছে এখানে। 

Samsung 28L Convection Microwave Oven

এটি আরও বড় সাইজের মাইক্রোওয়েভ। এখানে আপনি পিৎজা বানানো থেকে শুরু করে অন্যান্য নানা পদের খাবার বানাতে তো পারবেনই সঙ্গে আরও কাজ করা যাবে। মূল উদ্দেশ্য খাবার গরম করা সহ ডিফ্রস্ট, ইত্যাদিও করা যাবে। এখানে টাচ কিপ্যাড আছে। 

LG 21L Convection Microwave Oven

এই মাইক্রোওয়েভের সাহায্যে খাবার গরম করা ছাড়াও কেক বা পিৎজা বানানো যাবে। সঙ্গে গ্রিল করাও যাবে। এটি ABS মেটিরিয়াল দিয়ে বানানো হয়েছে। ফলে বুঝতেই পারছেন এই মাইক্রোওয়েভের সাহায্যে আপনি বাড়িতে সহজেই নানা ধরনের পদ বানাতে পারবেন। 

Panasonic 23L Convection Microwave Oven

এটির সাহায্যে অনেক জলদি রান্না করা যায়। যেহেতু এখানে 800W পাওয়ার আছে সেহেতু এটা ব্যবহার করলে কম বিদ্যুৎ খরচ হয়। তাছাড়া এই মাইক্রোওয়েভটিকে আপনি খুব সহজেই পরিষ্কার করতে পারবেন। এখানে আছে 61টি অটো প্রিসেট মেনু। ফলে সবটা মিলিয়ে দারুন সহজে বাড়িতে নানা পদ বানানো যাবে। 

Borosil Prima 60L Microwave Oven

এটির দাম বেশ কম, সঙ্গে কনভেকশন হিটিংয়ের সুবিধা আছে। এখানেও নানা ধরনের খাবার বানানো যায়। কেউ চাইলে এখানে কেক বানানো থেকে কিছু গ্রিল করা সবই করতে পারবেন।

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla.

Connect On :