ড্রাইভিং লাইসেন্স ছাড়াই চালাতে পারবেন গাড়ি, সাথে রাখুন এই অ্যাপ

ড্রাইভিং লাইসেন্স ছাড়াই চালাতে পারবেন গাড়ি, সাথে রাখুন এই অ্যাপ
HIGHLIGHTS

সরকারি অ্যাপটির নাম mParivahan

ড্রাইভিং লাইসেন্সের মধ্যেই একটি QR কোড থাকবে

স্মার্টফোনে নিজস্ব ড্রাইভিং লাইসেন্স রাখার জন্য সরকারের তরফে একটি অ্যাপ লঞ্চ করা হয়েছে

Central Motor Vehicles আইন অনুসারে, গাড়ি বা বাইক ড্রাইভারদের প্রিন্টেড ড্রাইভিং লাইসেন্স/রেজিস্ট্রেশন কার্ড (RC) সাথে নিয়ে ড্রাইভ করার কোনো দরকার নেই। ড্রাইভারদের স্মার্টফোনে ডিজিটাল কপি থাকলেই চলবে।

2022 সালের শুরুতে পশ্চিমবঙ্গ সরকার, কেন্দ্রীয় সরকারের নতুন এই নিয়ম নিজেদের রাজ্যে চালু করেছে। ফলে বর্তমানে পশ্চিম্বঙ্গের মানুষদের কাগজপত্র নিয়ে ট্র‍্যাভেল করার ঝামেলা এবার শেষ। ট্রাফিক পুলিশকে আপনার স্মার্টফোনে থাকা ডিজিটাল লাইসেন্স ও RC দেখালেই হবে। খুবই সহজ উপায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স নিজের মোবাইলে রাখা যায়, কয়েকটি পদ্ধতি জানা থাকলেই আপনার ফোনেও চলে আসবে আপনার লাইসেন্স ও RC কাগজ।

driving  license

mParivahan অ্যাপ

নিজের স্মার্টফোনে নিজস্ব ড্রাইভিং লাইসেন্স রাখার জন্য সরকারের তরফে একটি অ্যাপ লঞ্চ করা হয়েছে। সরকারি অ্যাপটির নাম mParivahan। আপনার স্মার্টফোনের অ্যাপস্টোরের সার্চ অপশনে গিয়ে mParivahan লিখে সার্চ করলেই পেয়ে যাবেন অ্যাপটি। এরপর ইন্সটল করুন সরকারি অ্যাপটি।

mParivahan অ্যাপে লাইসেন্স যোগ করার পদ্ধতি

  • mParivahan অ্যাপটি ইন্সটল হয়ে গেলে ওপেন করুন।
  • অ্যাপটিতে আপনার ফোন নম্বর দিয়ে সাইন আপ করুন।
  • সাইন আপে ক্লিক করলে একটি OTP আসবে।
  • OTP টি ঠিক জায়গায় দিয়ে অ্যাপে রেজিস্ট্রেশন কম্পলিট করুন।
  • এরপর DL (ড্রাইভিং লাইসেন্স) এবং RC (রেজিস্ট্রেশন সার্টিফিকেট) দুটি অপশন দেখতে পাবেন।
  • DL অপশনে নির্দিষ্ট বক্সে আপনার DL নম্বরটি লিখুন।
  • ভার্চুয়াল DL জেনারেট করার জন্য 'Add To My Dashboard' অপশনে ক্লিক করুন।
  • নির্দিষ্ট বক্সে আপনার জন্মতারিখ (D.O.B) লিখুন।

এরপর আপনার কাজ শেষ। সরকারি অ্যাপটিতে ভার্চুয়াল ড্রাইভিং লাইসেন্স যোগ হয়ে যাবে। আপনার রেজিষ্ট্রেশন সার্টিফিকেটটিও একই পদ্ধতিতে যোগ করে নিন।

mParivahan অ্যাপে আপনার ডকুমেন্টস অ্যাড করা থাকলে, ট্রাফিক পুলিশ আপনার লাইসেন্স দেখতে চাইলে শুধুমাত্র mParivahan অ্যাপটি খুলে ড্যাশবোর্ড থেকে আপনার ড্রাইভিং লাইসেন্স দেখালেই চলবে। ড্রাইভিং লাইসেন্সের মধ্যেই একটি QR কোড থাকবে, যা চালান কাটার জন্য বা অন্যান্য প্রয়োজনীয় কাজের জন্যে ব্যাবহার করা হয়।

গত বছর এই নতুন নিয়ম কেন্দ্রীয় সরকার চালু করলেও এই রাজ্যের অনেক অঞ্চলেই তা মানা হয়নি। বেশ কিছু জায়গায় প্রিন্টেড ডকুমেন্টস না দেখালেই হচ্ছিল ফাইন। তবে রাজ্য সরকারের নতুন নির্দেশের পর এখন রাজ্যের যেকোনো প্রান্তে ডিজিটাল ড্রাইভিং লাইসেন্সই যথেষ্ট।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo