জনপ্রিয় এই ওয়েব সিরিজে প্রধান চরিত্রে মহিলা পুলিশ, চমকে ভরা সিরিজ, না দেখলে মিস করবেন
2012 সালে দিল্লিতে হওয়া ভয়াবহ গণধর্ষণ নিয়ে তৈরী Delhi Crime সিরিজটি।
Grahan সিরিজটি 'চৌরাশি' উপন্যাস থেকে তৈরী।
লারা দত্তা অভিনীত Hundred এই ক্রাইম-কমেডি গল্পেই মানুষের মন জয় করে নিয়েছে।
ভারতে OTT প্ল্যাটফর্মের প্রতি দর্শকের আকর্ষণ বিগত কয়েক বছরে বিশাল বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন জঁরার ওয়েব সিরিজ বিশাল খ্যাতিলাভ করেছে। তবে দর্শকদের বড় একটি অংশ অ্যাকশন-থ্রিলার ভালোবাসে। আর প্রধান চরিত্র যদি একজন দক্ষ পুলিশ অফিসার হয় তাহলে তো কোনো কথাই নেই! তবে পুলিশ মানেই যে সিক্স-প্যাক ওয়ালা পুরুষ হবেন এমন ভাবনার দিন শেষ। OTT প্ল্যাটফর্মে মানুষের এক্সেপ্টটেন্স ক্ষমতা অনেকটাই বৃদ্ধি পেয়েছে৷ ফলে বর্তমানে, কোনো মহিলা পুলিশ যদি গল্পের প্রধান হয় এবং সে যদি তার কাজটি ঠিকঠাক করতে পারে তাহলে দর্শক অবশ্যই সেই সিরিজ/সিনেমা পছন্দ করেন। এমনই বেশ কিছু মহিলা-কেন্দ্রিক পুলিশ সিরিজের কথা এখানে বলা হল যা ইতিমধ্যেই মানুষের মন জয় করে নিয়েছে৷ আপনি যদি না দেখে থাকেন তবে অবশ্যই দেখতে পারেন।
Delhi Crime
2012 সালে দিল্লিতে হওয়া ভয়াবহ গণধর্ষণ নিয়ে তৈরী এই সিরিজটি। খুবই কষ্টদায়ক এই ঘটনার আসল দোষিদের খুজে বের করায় এক মহিলা পুলিশ অফিসার ভূমিকা নিয়ে তৈরী এই সিরিজ যেখানে পুলিশ অফিসার হয়েছেন শেফালি শাহ। সিরিজটি বেশ কিছু এওয়ার্ডও পেয়েছে।
Aranyak
Netflix এর এই ওয়েব সিরিজটির সৌজন্যে ভারতীয় দর্শক অনেকদিন বাদে ফিরে পেলেন রবিনা টন্ডনকে। তাঁর অসাধারণ অভিনয় সিরিজটিকে আরও পপুলার করে তুলেছে। ক্রাইম-থ্রিলার জঁরার এই ওয়েব সিরিজটি অবশ্যই মাস্ট-ওয়াচ।
Grahan
এটি একটি রিয়েল লাইফ স্টোরি নিয়ে তৈরী ওয়েব সিরিজ। Hotstar special-এ লঞ্চ হওয়া সিরিজটি 'চৌরাশি' উপন্যাস থেকে তৈরী। IPS অফিসার হিসেবে অসাধারণ অভিনয় করেছেন জোয়া হুসেন।
Jamtara
Netflix-এর আরও একটি মহিলা পুলিশ প্রধান চরিত্রের সিরিজ Jamtara। একটি ক্রাইম ড্রামা সিরিজ। পুলিশ ইন্সপেক্টর চরিত্রে সবাইকে মুগ্ধ করেছেন মণিকা পানওয়ার।
Silence
এটি একটি ক্রাইম-থিলার ওয়েব সিরিজ। হত্যা রহস্যকে ঘিরে তৈরী এই গল্পের প্রধান চরিত্রে দেখা যাবে প্রাচী দেশাই কে। তিনি পুলিশ অফিসারের ভূমিকায় ছিলেন। Zee5 এ দেখতে পারবেন এই সিরিজটি।
Hundred
ক্রাইম-কমেডি সিরিজ তাও আবার প্রধান চরিত্রে মহিলা পুলিশ এমন সিরিজ কমই দেখা যায়। লারা দত্তা অভিনীত Hundred এই ক্রাইম-কমেডি গল্পেই মানুষের মন জয় করে নিয়েছে। Hotstar special এ দেখা যাবে এই সিরিজটি।
Flash
ক্রাইম ড্রামা সিরিজ Flash এ SP পুলিশ অফিসার চরিত্রে দেখা যাবে স্বরা ভাস্করকে।
She
জনপ্রিয় ক্রাইম ড্রামা সিরিজ She। প্রধান চরিত্রে পুলিশ অফিসার হয়েছেন অদিতি পোহনকর। সিরিজটি Netflix এ এভেলেবেল।