মনোজ বাজপেয়ীর ফ্যামিলি ম্যান সিজন 3 মুক্তি পাবে এই বছরই
2023 সবে শুরু হল এর মধ্যে একাধিক দুর্দান্ত ওয়েব সিরিজ মুক্তি পেয়ে গিয়েছে বিভিন্ন OTT প্ল্যাটফর্মে। আর মজার কথা হল আগামীতে আরও একগুচ্ছ নতুন কনটেন্ট মুক্তি পাচ্ছে এই OTT প্ল্যাটফর্মগুলোতে। সেখানে আছে অ্যাকশনে ভরপুর মির্জাপুর থেকে ফ্যামিলি ম্যান। তাহলে দেখে নিন এই বছর কোন কোন হিন্দি ওয়েব সিরিজ মুক্তি পাচ্ছে বিভিন্ন OTT প্ল্যাটফর্মে।
Mirzapur Season 3
এই হিন্দি ওয়েব সিরিজ Amazon Prime Video -তে মুক্তি পেতে চলেছে। এটি মধ্যেই এই সিরিজের প্রোডাকশন টিম এটার প্রস্তুতি শুরু করে দিয়েছে। এবার গুড্ডু ভাইয়াকে একদম অন্যরকম রূপে দেখা যাবে। অন্যদিকে মুন্না ভাইয়ের স্ত্রী হলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। এই সিজনের বিষয়ে এখনও তেমন তথ্য প্রকাশ্যে আসেনি। তবে আশা করা হচ্ছে এটি 2023 সালেই মুক্তি পাবে।
Asur Season 2
এটি Voot -এ মুক্তি পাবে। এটি IMDb -তে 10 এ 8.5 রেটিং পেয়েছে। এই সিজনে নতুন কিছু মেথড দেখানো হবে। জানা গিয়েছে ইতিমধ্যেই এটির শ্যুটিং শেষ হয়ে গিয়েছে। এবং শীঘ্রই মুক্তির দিন ঘোষণা করা হবে।
The Family Man Season 3
মনোজ বাজপেয়ীর দ্য ফ্যামিলি ম্যানের তৃতীয় অধ্যায় মুক্তি পাবে এই বছর। যদিও এখনও মুক্তির দিন ঘোষণা করা হয়নি। তবে মনে করা হচ্ছে চলতি বছরের মাঝামাঝি সময়ে এটি মুক্তি পাবে। এবারেও ফাটাফাটি অ্যাকশন, রোমাঞ্চ থাকবে বলে মনে করা হচ্ছে। এটি Amazon Prime Video -তে দেখা যাবে।
Pataal Lok Season 2
এটি দেখা যাবে Amazon Prime Video -তে। এই বছরের শেষের দিকে মুক্তি পেটে পারে এই ওয়েব সিরিজের দ্বিতীয় ভাগ। জানা গিয়েছে আসন্ন সিজনের থিম তৈরি করছেন এই সিরিজের নির্মাতারা। সিজন 1 ব্যাপক সাড়া পেয়েছিল দর্শকদের থেকে।
Rana Naidu
এটি Netflix -এ আসবে। এখানে রানা দাগগুবাতি এবং ভেঙ্কটেশকে দেখা যাবে। এই সিরিজের কথা 2021 সালের সেপ্টেম্বর মাসে ঘোষণা করা হয়েছিল। যদিও এখনও মুক্তির দিন ঘোষণা করা হয়নি।
I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla.